-
ফরেক্স মার্কেটে যারা পার্ট টাইম কাজ করে তারা সাধারনত লং টাইম ট্রেড করে থাকে কিংবা যাদের বিনিয়োগ অনেক বেশি তারা লং টাইম ফ্রেমে কাজ করে আবার যাদের বিনিয়োগ কম তারা শর্ট টাইম ফ্রেমে কাজ করে এবং যারা ফরেক্স এ ফুল টাইম সময় ব্যয় করে তারা শর্ট টাইম ফ্রেমে কাজ করে থাকে এটা একটা ব্যবসা আর কোন ব্যবসা হতে আপনি যদি উপার্জন করতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে আর দক্ষ ট্রেডাররা সবসময় তাই করেন কারণ দীর্ঘমেয়াদী ট্রেড অনেক নিরাপদ ।
-
ফরেক্স ট্রেডিংয়ে যাদের রয়েছে দীর্ঘদিনের ট্রেডিং অভিজ্ঞতা এবং দক্ষতা আমি মনে করি তাদের জন্যই শর্ট টাইমফ্রেম বা তারাই শর্ট টাইমফ্রেমে ট্রেড করার জন্য উপযোগী।
-
যারা দক্ষ ট্রেডার তারা কেও উ কম ট্রাইম ফ্রেম দেখে ট্রেড করে না। দক্ষ ট্রেডার যারা আছেন তারা মুটামুটি সবাই লং টাইম ট্রেড করে থাকে। আর লং টাইম ট্রেডের জন্য লং টাইম ফ্রেমেই এনালাইন করতে হয়। শুধু মাত্র আপনি যখন স্ক্যাল্প করবেন শুধু তখন ই পারবেন শর্ত টাইম ফ্রেমে এনালাইন করে পরে ট্রেড নিতে। এছাড়া যদি কেও শর্ট টাইম ফ্রেম নিয়ে এনালাইজ করে তাহলে সে ভুল করতে পারে
-
আমার মতে ফরেক্স মার্কেট এ দক্ষ ট্রেডাররা সব ধরনের টাইম ফ্রেমই ব্যবহার করে থাকেন । তারা মার্কেট এনালাইসিসের জন্য তারা শর্ট টাইম ফ্রেম লং টাইম ফ্রেম সব ধরনের টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন । তবে আমি যতদূর জানি তারা লং টাইম ফ্রেম ব্যবহার করেই বেশি ট্রেড করে থাকেন । কারন তারা অল্প ট্রেডে বেশি প্রফিট করতে চান ।
-
জী,অবশ্যই অভিজ্ঞ ট্রেডারদেরই কেবল শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং শোভা পায়৷শর্ট ট্রেড, ছোট ছোট টাইম ফ্রেম-5,15,30 বা 60 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷নতুন ট্রেডারগণ মার্কেটের গতিবিধি কিছুই জানে না৷বেশী লাভের লোভে পড়ে ছোট টাইমফ্রেমে শর্ট ট্রেডিং করে করে পুরো ব্যালেন্সটাই শুন্য করে ফেলে৷তাই শর্ট ট্রেডিংএর চিন্তা বাদ দিয়ে লং টাইম ফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরি করুন৷
-
আমার কাছে ফোগিস্ট ধারণা নেই, তবুও ধারণা করা যায় যে নতুন ডিলার ক্রমাগত সংক্ষিপ্ত সময়সীমার বিনিময় করে। যেহেতু নতুন পরিস্থিতিতে আমাদের রেকর্ড ভারসাম্য কম তাই আমরা দীর্ঘ সময়ের চেয়ে সংক্ষিপ্ত সময়সীমার বিনিময় করি। এটি যেমন হউক না কেন, স্কাল্পিংয়ের জন্য একটি শালীন পদ্ধতি সম্পর্কে আমার কাছে ফোগজিট ধারণা নেই, তাই আমি বর্তমান মুহুর্তটি বিনিময় করি না। এছাড়াও, আমি দীর্ঘ অচল করে ক্রমবর্ধমান দুর্দান্ত বোধ করছি। আপনি সংক্ষিপ্ত বা দীর্ঘ বিনিময় করেন? ইনপুট দিন। সবাই প্রশংসা করেছেন।
-
যারা ফরেক্স এ অভজ্ঞ তারাই কেবল শর্ট টাইমফেম দেখ ট্রেড দিলে ভালো কিছু করতে পারে। কিন্তু নতুন যারা তারা মার্কেট থেকে শর্ট টাইম দেখ ট্রেড করে তেমন ভালো কিছু করতে পারে না। আসলে মার্কেট কোথায় যেতে পারে সেদিক বুঝার জন্য আপনাকে বড় টাইমফ্রেম অনুসরন করতে হবে।
-
শর্ট টাইম ট্রেডিং খুব দ্রুত লাভ করা সম্ভব। তবে ক্ষেত্রে নিজেকে এবং অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ২ ভাবে ট্রেড করা যাই,শর্ট টাইম ফ্রেম এবং লং টাইম ফ্রেম এ ট্রেড,সাধারনত আমি মনে করি যারা দক্ষ ট্রেডার তারা লং টাইম ফ্রেম এ ট্রেড করে থাকে,তাদের এন্যালাইসিস লং টাইম এর জন্য হয়ে থাকে,কারন তারা যানে মার্কেট মুভমেন্ট সব সময় লং টাইম ফ্রেম কে অনুসরন করে থাকে,তাই তারা শর্ট টাইম এ কম ট্রেড করে থাকে।
-
ফরেক্স ব্যবসায় দক্ষ তারা অবশ্যই এ ব্যবসা শর্ট টাইম করে থাকে । আমরাও অাগে এ্যানালাইসিস করব এবং মার্কেট ভালোভাবে বুঝব তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবাস ধৈর্য্যের সহিত করার চেষ্টা করুন অবশ্যই সফলকাম হতে পারবেন । তবে অভিজ্ঞ না হয়ে শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা ঠিক না কারন এতে বেশি লস হতে পারে তাই আপনি শর্ট টাইম ফ্রেম ব্যভার করতে হলে আগে আপনাকে অভিজ্ঞ হতে হবে।