আমি অনেক বার করেছি। কিন্তু সত্যি কথা বলতে কী, যতবারই ট্রেড করেছি মোবাইলে কম বেশি ততবারই লস করেছি। কেননা ছোট চার্টে অনেক কিছুই বুঝতে অসুবিধা হয় তাই আমি সাজেস্ট করি যারা ট্রেড করতে চান বা করেন তারা চেষ্টা করবেন যেন পিসিতে বা ট্যাব এ ট্রেড করেন।
Printable View
আমি অনেক বার করেছি। কিন্তু সত্যি কথা বলতে কী, যতবারই ট্রেড করেছি মোবাইলে কম বেশি ততবারই লস করেছি। কেননা ছোট চার্টে অনেক কিছুই বুঝতে অসুবিধা হয় তাই আমি সাজেস্ট করি যারা ট্রেড করতে চান বা করেন তারা চেষ্টা করবেন যেন পিসিতে বা ট্যাব এ ট্রেড করেন।
আমি অনেক বারই মোবাইল ট্রেড করেছি কিন্তু কোন প্রকার লাভ আমি করতে পারিনি । আমার যত বারই মোবাইল দিয়ে ট্রেড করেছি তত বারই লস খেয়েছি । অতএব আমার ইচ্ছা হল আগে মার্কেট এ্যানালাইসিস করা তারপর ফরেক্স ব্যবসা করা । আমরা যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করব সে তত বেশী সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করতে থাকি ।
না আসলে আমি কখনই ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে মোবাইল ফোন ব্যাবহার করিনি আমি সব সময় ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে এবং ফোরামে কাজ করার ক্ষেত্রে আমার পার্সোনাল কম্পিউটার ব্যাবহার করে থাকি। আজকাল অনেকেই অ্যান্ড্রইট মোবাইল ফোন ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করছে।
আসলে প্রথম থেকেই মোবাইলে ট্রেড করতাম আর এখনো মোবাইলে ট্রেড করি . এতে আমার অনেক সুবিধা হয়। আমি যে কোন যাইগাই বসে ট্রেড করতে পারি এবং আমি যে কোন সময় মার্কেটের চার্ট দেখতে পারি।
না আমি ল্যাপটপ-এ ট্রেড করি।কারন মোবাইলে মার্কেট খুব বেশি দেখা যায় না ক্যান্ডেলেই চার্ট-এ ভরে যায় তাই সব গুল সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো ভাবে বুঝা যায় না ।
ফরেক্স সাধারনতকম্পিউটার এ করে থাকি। কিন্তু যখন বাড়ির বাইরে চলে যাই তখন আর করা সম্ভব হয় না। কিন্তু আমাদের মাঝে মাঝে মার্কেট দেখার দরকার হতে পারে। তাই আমি আমার মোবাইল এ ডাউলোড করি। আর আমি ট্রেড মোবাইলে ও দিতে পারি এবং সেই সাথে মেনেজ ও করতে পারি।
হ্যা আমি কম্পিউটার এবং মোবাইল এ দুটোই ট্রেড করি। আমি যখন বাড়ীর বাইরে থাকি তখন মোবাইলে ট্রেড করি আর যখন বাড়ীতে থাকি তখন কম্পিউটারে ট্রেড করি। তবে ফরেক্সটা মোবাইলে সিস্টেম দিয়ে অনেক বেশি সুবিধা দিযেছে। এতে করে ট্রেডারের মান অনেক বেশি উন্নতি হয়ে উঠে কেননা সহজেই একজন ট্রেডার মোবাইলের মাধ্যমে কারেন্সি ক্রয় বা বিক্রয় করতে পারে। এজন্য প্রতিটি ট্রেডারকে মোবাইলে ট্রেডিং এর মান অনেক বেশি বুদ্ধি করে।
হ্যাঁ আমি আমার ট্রেডিং জীবনের প্রথম দিকে মোবাইল দিয়ে ট্রেড করতাম এবং সমুদয় ট্রেড আমি শুধুমাত্র মোবাইল এর মাধ্যমেই নিয়ন্ত্রন করতাম । কিন্তু মোবাইল এর মাধ্যমে মার্কেট এ টেকনিক্যাল অ্যানালাইসিস সঠিক ভাবে করা যায় না । এই সমস্যা সমাধানে আমি কম্পিউটার এর সাহায্য নেই এবং এরপর থেকে আমি শুধু কম্পিউটারেই ট্রেড করি । মেটাট্রেডার ৪ এর মোবাইল ভার্সন অনেক উন্নত হলেও এর মাধ্যমে আপনি সঠিক মার্কেট ট্রেন্ড বুঝতে পারবেন না ।
আমি মোবাইলেই বেশি ট্রেড করি। মোবাইল সব সময় কাছে থাকে। মোবাইলে আপনি অলটাইম ট্রেড করতে পারবেন ।ল্যাপটপের সামনে কেউই সারাদিন বসে থাকতে পারেনা তাই আমি মনে করি মোবাইলে ট্রেড করা সহজ তর।
স্বপ্ন আর বাস্তবতাকে এক করার পথ আসলেই আছে। তোমার এটা দেখার চোখ থাকতে হবে।পথে পা বাড়ানোর সাহস থাকতপ হবে এবং পথভ্রষ্ট না হওয়ার দৃঢ়তা থাকতে হবে।আমি প্রথম যখন ফরেক্স ট্রেড ওপেন করি সেদিন থেকেই আমি মোবাইল ফোনে ট্রেড ওপেন করি।আর আমার কাছে মোবাইল ফোন দিয়ে ট্রেড করতে সুবিধা মনে হয়।এটা বহন করা সহজ,চালানোর ঝুকিঁ নাই। যখন ইচ্ছা তখন কাজ করা যায়।খুব কম সময়ে কাজ করা যায়।চার্জ দেওয়ার ঝামেলা কম।ট্রেড ওপেন করার আপডেট নিউজও সবসময় দেখা যায় ফোনে।কম টাইমে ট্রেড ওপেন করা যায়।আর পিসি বহন করা কঠিন।তাই সবসময় ট্রেড করা যায়না