আমি গত বছর থেকে ফরেক্স ট্রেডিং এর সাথে সর্ম্পকিত । এখনও প্রধানত শেখার ওপর গুরুত্ব দিয়ে যাচ্ছি । যত বেশি শিখতে পারব ততই ভাল হবে । এর সাথে সাথে নিজের একটি ট্রেডিং স্ট্রাটিজি তৈরি করার চেষ্টা করতেছি । নিজের একটি ট্রেডিং প্ল্যান থাকতে ট্রেড করে সফলতা অর্জন করা খুবই সহজ হয় । এছাড়া মার্কেটে টিকে থাকা যায় না ।