-
আমি আপনার সাথে একমত।বর্তমানে ফরেক্স ব্যাপক আকারে ছড়িয়ে পরছে।কিন্তু সেই তুলনায় বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের স্পিড বাড়ছে না। মূলত ফরেক্স অনলাইনে পরিচালিত ব্যবসা হওয়ায় ইন্টারনেটের গতি ভালো হওয়া উচিত।তাছাড়া আমার জানামতে এই ব্যবসা করতে হলে আপনার ভাল সংযোগ থাকতে হবে। কারণ দূর্বল সংযোগে আপনি ঠিকমত ট্রেড খোলতে পারবেন না আবার বন্ধও করতে পারবেন না।
-
অনলাইনের যেকোন কাজের ক্ষেত্রে ইন্টারনেট এর গতির স্পীড বেশি প্রয়োজন। কারন অনেক সময় দেখা যায় যে ট্রেড দিলে নেট স্পীড এর কারনে ট্রেড শো করেনা। আবার দ্বিতীয় বার ওপেন করতে গেলে *দুইটা ট্রেড হয়ে যায়। তাই ভালো মানের স্পীড না থাকলে নানা রকমের সমস্যায় আমাদের পড়তে হয়।
-
আমি যখন ফরেক্স মাত্র শুরু করেছিলাম তখন আমার নেটের গতি এত টাই খারাপ ছিল যে আমি কোন ট্রেড ওপেন করতে পারতাম না ।আবার মাঝে মাঝে এমন হয়েছে কোন ট্রেড ওপেন করার পর প্রয়োজন মত ক্লোজ দিতে পারতাম না ।তাই আমার কাছে নেটের গতির ভূমিকা অনেক ।
-
ফরেক্স ট্রেডিং এ ইন্টারনেট গতি সাভাবিক হলেই হয়। কিন্তু মাঝে মাঝে গতির জন্য সমস্য সৃস্টি হতে পারে।যারা কম ডলার নিয়ে ট্রেড করে তাদের ক্ষেত্রে কিছু সময় পর পর তাদের ট্রেড কাজ্যকম দেখা লাগে তা না হলে তাদের লস হবার আশংখা থাকে। তাই ট্রেড করতে হলে অবশ্যইয় ইন্টারনেট এর গতি থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিং এ ইন্টারনেট গতি সাভাবিক হলেই
হয়। কিন্তু মাঝে মাঝে গতির জন্য সমস্য সৃস্টি হতে
পারে।যারা কম ডলার নিয়ে ট্রেড করে তাদের
ক্ষেত্রে কিছু সময় পর পর তাদের ট্রেড কাজ্যকম
দেখা লাগে তা না হলে তাদের লস হবার আশংখা
থাকে। তাই ট্রেড করতে হলে অবশ্যইয় ইন্টারনেট এর
গতি থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
-
আমি আপনার সাথে একমত।বর্তমানে ফরেক্স ব্যাপক আকারে ছড়িয়ে পরছে।কিন্তু সেই তুলনায় বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের স্পিড বাড়ছে না। মূলত ফরেক্স অনলাইনে পরিচালিত ব্যবসা হওয়ায় ইন্টারনেটের গতি ভালো হওয়া উচিত।তাই যেসব এলাকায় ভালো ইন্টারনেট স্পিড পায় না সেসসব এলাকায় ইন্টারনেটের নেটওয়ার্কের ব্যবস্থা আরও উন্নত করার প্রয়োজন। ফরেক্স মার্কেটে কাজ করার জন্য ইন্টারনেট গতি অনেক বাড়াতে হবে কারন।অনেক সময় কোন ট্রেদ ওপেন করার পর ঠিক টাইম মত ট্রেদ কাটতে পারি না।আবার আবার অনেক সময় যখন মার্কেত খুব বেশি উঠা নামা করে তখন আমরা বেশি লাভ নিতে পারি না আবার অতিরিক্ত লসের সম্মুক্ষিন হতে হয় ইনটারনেট স্লো এর জন্য।
-
অভিজ্ঞতা থেকে বলছি আমি একটা পয়েন্টে বাই দিতে গিয়ে দেখি আমার নেট স্লো হয়ে গেছে, ট্রেড এক্সিকিউট হতে দেরি হওয়ায় আমি যেখানে এন্ট্রি দিয়েছিলাম তার অনেক উপরে এন্ট্রি হয় আর আমি সেই ট্রেডে লস করি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ইন্টারনেটের গতি খুব একটা বেশি ব্যবহৃত হয় ইফেক্টিভ না। ফরেক্স করতে গেলে অত্যন্ত বেশি মাপের বা হাইস্পিড সম্পৃক্ত ইন্টারনেট গতি না হলেও চলে তবে ননস্টপ ইন্টারনেট থাকতে হবে কেননা ফরেক্স মার্কেটে বিরতিহীন ইন্টারনেট ছাড়া ফরেক্স ট্রেড করা কখনও সম্ভব নয় তাই আমরা যে ইন্টারনেট ইউজ করিনা কেন সে ক্ষেত্রে ননস্টপ ইন্টারনেট নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে আমাদের বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে তাহলে আমাদের ফরেক্স কার্যক্রম সঠিক হবে সাকসেসফুল ভাবে করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিংয়ে ইন্টারনেট গতির ভূমিকা?
আমি মনে করি এখন প্রর্যন্ত অনেক মানুষ ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে তাদের অর্থনৈত্তিক অবস্থার সফল পরিবর্তন করতে সক্ষম হয়েছে। দিনে দিনে এই সংখ্যা আরও বেড়ে যাচ্ছে আর বেড়ে যাবে কিন্তু আমাদের দেশের প্রত্যান্ত অন্চালে এখনো ইন্টারনেট গতি তেমন একটা ভাল ভাবে পায় না তাই আমি মনে করি সফলতার সাথে ফরেক্স ট্রেডিং করে এখান থেকে ভাল আয় করতে হলে অবশ্যই আগে ইন্টারনেট গতি বৃদ্ধি করতে হবে।ফরেক্স ট্রেডিংয়ে ইন্টারনেট গতির ভূমিকা?
আমি মনে করি এখন প্রর্যন্ত অনেক মানুষ ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে তাদের অর্থনৈত্তিক অবস্থার সফল পরিবর্তন করতে সক্ষম হয়েছে। দিনে দিনে এই সংখ্যা আরও বেড়ে যাচ্ছে আর বেড়ে যাবে কিন্তু আমাদের দেশের প্রত্যান্ত অন্চালে এখনো ইন্টারনেট গতি তেমন একটা ভাল ভাবে পায় না তাই আমি মনে করি সফলতার সাথে ফরেক্স ট্রেডিং করে এখান থেকে ভাল আয় করতে হলে অবশ্যই আগে ইন্টারনেট গতি বৃদ্ধি করতে হবে।
-
আমি যখন ফরেক্স মাত্র শুরু করেছিলাম তখন আমার নেটের গতি এত টাই খারাপ ছিল যে আমি কোন ট্রেড ওপেন করতে পারতাম না ।আবার মাঝে মাঝে এমন হয়েছে কোন ট্রেড ওপেন করার পর প্রয়োজন মত ক্লোজ দিতে পারতাম না ।তাই আমার কাছে নেটের গতির ভূমিকা অনেক । ফরেক্স মার্কেটে কাজ করার জন্য ইন্টারনেট গতি অনেক বাড়াতে হবে কারন।অনেক সময় কোন ট্রেদ ওপেন করার পর ঠিক টাইম মত ট্রেদ কাটতে পারি না।আবার আবার অনেক সময় যখন মার্কেত খুব বেশি উঠা নামা করে তখন আমরা বেশি লাভ নিতে পারি না আবার অতিরিক্ত লসের সম্মুক্ষিন হতে হয় ইনটারনেট স্লো এর জন্য।