-
আমার পরিবারের কোন সদস্য এখন পযর্ন্ত কোনভাবেই ফরেক্স ট্রেডিং বা ফরেক্স মার্কেট এর সাথে মোটেও জড়িত নয় । তবে আমার আশা আছে আমি যদি সফল হতে পারে তবে খুব তাড়াতাড়ি আমার পরিচিত জনদের উপযুক্ত শিক্ষা প্রদান করে ফরেক্স মার্কেট এর সাথে সংযুক্ত করতে চেষ্টা করে যাবে । একসাথে করলে অনেক প্রফিট হবে ।
-
আমার পরিবার এর সবাই জানে আমি ফরেক্স মার্কেট এ টেড করি প্রথম এ কিছু বুঝত না এখন ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানে আমি ফরেক্স মার্কেট এর লাভ এর টাকা দিয়ে অনেক গিফট দিছি পরিবার এর সদস্য দের এখন আমার ছোট বোন ও ফরেক্স মার্কেট এ টেড করে সে এখন ডেমো টেড করছে ডেমো টেড এ সে অনেক ভাল কতছে কিছু দিন এর মধ্য রিয়েল টেড শুরু করবে আমি আমার পরিবার এর কাছ থেকে অনেক হেল্প পাইছি ফরেক্স সম্পর্কে
-
আমি যখন থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করি তখন থেকেই আমার পরিবার আমার ট্রেড সম্পর্কে জানে।আমার পরিবার এর সদস্যরা আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক সাহায্য করেছে।তারা যদি আমার পাসে না থাকতো তাহলে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারতাম না। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য যদি আপনার পরিবার এর সদস্যদের সাহায্য নিতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবেন এবং আয় করতে পারবেন।
-
যেহেতু আমি এখনো ফরেক্স থেকে কোন পেয়াউট নিতে পারিনাই সেহেতু আমার ফ্যামেলি থেকে আমি এই ব্যাপারে কোন সাপোর্ট পাচ্ছি না এখনো । আসলে টাকা সবাই চিনে , টাকা চোখে দেখতে পছন্দ করে। আমি হয়তো এই সপ্তাহে একটা ২০/৩০ ডলারের পেয়াউট নিতাম কিন্তু সেটা সম্ভব হয় নাই আমার ছোট একটা ভুলের জন্য। সব লস হয়ে গেছে আমার। এখন আবার নতুন করে শুরু থেকে শুরু করতে হবে
-
আমার পরিবারের সদস্যরা মোটামুটি জানে কারন আমি প্রথম ট্রেড করার জন্য টাকা টা পরিবার থেকে নিয় তাই তারা জানে যে আমি ফরেক্স এ ট্রেড করি। এতে তারা আমাকে কোন রকম বাধা সৃস্টি করে নি এবং আজ ও করছে না।তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে সহায়তা পেয়েছে ফরেক্স ট্রেড করতে।
-
আমি এই ব্যপারটা আমার পরিবারের
সদস্যদের কাছে সব সময় গোপন রাখি
কেননা এটা খুবই ঝুকির একটা মার্কেট।
আমি চাই না আমার পরিবারের লোকেরা
কখনও এই সম্পর্কে জানুক। তারা ভাবতে
পারে এটা একরকমের জুয়া এবং যাতে
আমি আসক্ত। তাই আমি বিশেষ কারো
সাথে এই ব্যপারটা আলোচনা করি না।
-
আমি ইচ্ছা করেই আমার পরিবারের সবাইকে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানায়নি,কেননা ফরেস্ক একটি লাভজনক এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা । ফরেক্স থেকে যেমন খুব সহজে ভাল আয় করা যায় তেমনি সামান্য ভুলের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে । তাছাড়া প্রথম অবস্থায় আমার পরিবার এটাকে স্বাভাবিক ভাবে নাও মেনে নিতে পারে,আর এ কারণেই তাদের কি বিস্তারিত ভাবে না জানিয়ে আমি আমার নিজেকে দক্ষ অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি ।
-
আমার পরিবারের অন্য কেউ ফরেক্স এ কাজ করার সুযোগ পাচ্ছে না। কারণ বাড়িতে ওয়াইফাই কানেকশন একটাই। মোবাইল কম্পিউটার ইন্টারনেট কানেকশন হওয়ার কারণে আইপি অ্যাড্রেস নাকি একাধিক একাউন্ট করা যাবে না। ফরেক্স এর নিয়ম অনুযায়ী যদি কোন সুযোগ থাকে জানালে উপকৃত হব।
-
জী ভাই আমার পরিবারের সবাই এই বিজিনেস এর ব্যাপারে যানে আর তারা আমাকেও এই বিজিনেস করার জন্য সাহায্য করে,আমাকে আগেও ৫০০ ডলার দিয়েছে এই বিজিনেস পরিচলানা করার জন্য কিন্তু আমি সেই টাকা টা লস করি,কিন্তু সামনের মাস এ আরো ৫০০ ডলার দিবে ট্রেডিং এর জন্য,তারা আমার সফলতার জন্য আমাকে সাহায্য করেই যাছে,আমি সামনের মাস এ এই ইন্সটা ফরেক্স জনপ্রিয় ব্রোকার এ ৫০০ ডলার ডিপোজিট করবো।
-
এটি ব্যতিক্রমী বিপজ্জনক বাজার হওয়ায় আমি আমার পরিবার থেকে সর্বদা চুপ থাকি। আমার পরিবারের এটি সম্পর্কে কখনও চিন্তা করার দরকার নেই। তারা বিশ্বাস করতে পারে এটি একটি পণ এবং আমি নির্ভরশীল। সুতরাং আমি কারও সাথে বিশেষভাবে এটি সম্পর্কে কথা বলি না। মাঠ শীতল রাখতে হবে। তদুপরি, আপনার আত্মীয়রা এটি করবে