আমি অল্প কিছুদিন হল এই ফোরাম সাইট এ যোগ দিয়েছি আর এখন প্রতিদিন ফোরাম পস্তিং করার চেষ্টা করতেছি তবে প্রতিদিন ৩০ টার উপর পোস্টিং করতে পারিনা
Printable View
আমি অল্প কিছুদিন হল এই ফোরাম সাইট এ যোগ দিয়েছি আর এখন প্রতিদিন ফোরাম পস্তিং করার চেষ্টা করতেছি তবে প্রতিদিন ৩০ টার উপর পোস্টিং করতে পারিনা
আমি প্রতিদিন ফোরাম পোস্ট করিনা কারন অামার অন্য কাজ গুলো করতে হয় তাই আমাকে সে কাজ গুলো শেষ করে ফোরাম পোস্ট করি।। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফোরাম পোস্ট করতে হবে। আমাদের কে প্রতিমাসে একটা বোনাস করতে পারলে সেটা দিয়ে রিয়াল মার্কেট সম্পর্কে জানা যায়।
আমি প্রতিদিন ফোরামে পোস্ট করি না তবে চেষ্টা করছি। ফোরামে একটা পোস্ট করতে গেলেও আমি ফরেক্স সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারি, যা আমার ফরেক্স এ দক্ষতা বাড়াতে সাহায্য করে। তবে ফরেক্স ফোরামের সবার কাছে আমার অনুরোধ এখানে কেউ আবোল-তাবোল পোস্ট করিয়েনা কারন আপনার পোস্ট টি থেকেই আমি কিছু শেখার চেষ্টা করি।
হ্যা আমি ফোরামে প্রতিদিনই পোষ্ট করি। তবে আমার সময় সুযোগ মত। ব্যবসার ব্যস্ততার কারনে সব সময় সুযোগ করে উঠতে পারি না। তবে আমি প্রতিদিন কম বেশি ফোরামে পোষ্ট করি এবং ফোরাম ঘাটা ঘাটি করে থাকি। কারন ফোরাম হতে আমি অনেক কিছুই শিখতে পারি। তাই রুটিন মত প্রতিদিনই ফোরামে কাজ করার চেষ্টা করে থাকি।
হ্যাঁ আমি প্রতিদিন ফোরাম পোষ্ট করি । আমি ফোরাম পোষ্টকে আমার প্রতিদিনের কাজের মধ্যে রাখতে চাই । আর আমি প্রতিদিন ফোরামে আসি ফরেক্স শিখার জন্য । আমি মনে করি ফোরামে প্রতিদিন অসলে অনেক কিছু শিখা যায় ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে । আর প্রতিদিন পোষ্ট করলে মাস শেষে একটা বাল এমাউন্ট একাউন্ট এ যোগ হয় ।
আমি প্রতিদিন ফোরামে পোস্ট করতে পারি না । যদিও আমাদের উচিত হল ফরেক্স এর সাথে সর্বদা লেগে থাকা । লেগে থাকা বলতে আমি বুঝাচ্চি ফরেক্সে টিকে থাকাটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ । আর টিকে থাকার সবচেয়ে মোক্ষম অস্ত্র্র হল নিজের জ্ঞান এবং দক্ষতা যেটা একজন ট্রেডার অর্জন করতে পারে ফোরামের সাথে থেকেই । তাই ফোরামের সাথে যত বেশি কানেক্টেড থাকা যায় তত বেশি লাভবান হওয়া যায় ।
হ্যা ভাই আমি প্রতিদিন ফরেক্স ফোরাম এ আসি এবং ফরেক্স ফোরামে পোস্টিং করি। আমি ফরেক্স ফোরাম থেকে অনেক কিছু শিখি। কারন এই ফরেক্স ফোরামে চেনা অচেনা অনেক লোক আছে যা বিভিন্ন দেশের লোক বিভিন্ন ফরেক্স এর গুরুপ্তপূর্ন উত্তর ও সমাধান পাওয়া যায়। এছাড়া ফরেক্স মার্কেট এ পোস্টিং করে রিয়েল ট্টেড করার জন্য ডলার অর্জন করছি।
আমি আমার অন্য কাজের পাশাপাশি ফোরামে পোষ্ট লেখার জন্য চেষ্টা করি৷চেষ্টা করি বাস্তব সম্মত,তথ্যপূর্ণ,কার্যকরী পোষ্ট লেখার জন্য৷প্রায় প্রতিদিনই কম/বেশি পোষ্ট লিখে থাকি৷এতে আমার অনেক ভালো স্টাডি হয়৷অনেক নতুন বিষয়ের উপর আলোকপাত করতে পারি,অনেক কিছুই শিখতে পারি,নিজের অভিজ্ঞতাকে আরোও মজবুত করে নিতে পার,ভূল-ত্রূটি সংশোধন করতে পারি,অজানা নতুন কিছু জানতে পারি-বুঝতে পারি৷আর পোষ্ট বাবদ নিয়মিত পুজিঁও পাচ্ছি এবং এই পুজিঁ দিয়েই রিয়েল একাউন্টে ট্রেড করার একটা নির্ভরযোগ্য ও নিরাপদ সুবিধাও পাচ্ছি৷
হ্যা আমি আমার অভিজ্ঞতা দিয়ে ফরেক্স মার্কেট সম্পর্কে বুঝার জন্যই ফোরামে পোষ্ট করার চেষ্টা করি। যেহেতু আমি এই ফোরামে একজন নতুন সদস্য সেহেতু আমি প্রায় প্রতিদিনই কম বেশি পোষ্ট লেখার চেষ্টা করি। এতে করে আমার অনেক জ্ঞান অর্জন হয় এমনকি অনেক নতুন বিষয় এর উপর আমি আমার নিজের মত করে আলোকপাত করতে পারি এবং এর মাধ্যমেই আমি কিছু ফরেক্স সম্পর্কে শিখতে পারি, পাশাপাশি নিজের অভিজ্ঞতাকে আরো বেশি মজবুত করে নিতে পারি এবং বিভিন্ন ধরনের ভুল ত্রুটি গুলো সংশোধন করতে পারি।
আমি কয়েক দিন ধরে এই ফরেক্স ফোরাম এ পোস্ট করি। কারন আমি ফরেক্স ফোরামে বেশী সময় দিতে পারি না। আমি তবুও ফরেক্স এর ফোরাম এ টাইপ করি এবং অনন্য ফরেক্স এর পোস্টিং গুলো ফলো করি। আর এখান থেকে আমি ফরেক্স এ অনেক কিছু শিখতে পারছি।