আমার পরিবার আমাকে এখনো ফরেক্স এর জন্য তেমন সাহায্য করে না। আমি নিজের চেষ্টায় ফরেক্স করছি। তারা আমাকে কোনরকম অর্থেরও সাহায্য করে না। সোজা কথা ফরেক্স এ তাদের বিশ্বাস নেই। কিন্তু আমি মনে করি আমি ফরেক্স এ একদিন অবশ্যই সফলতা লাভ করব। আর সেদিন তারা বলবে যে আমাকে সাহায্য না করে তারা ভুল করেছিল। আমি আমার পরিবারকে বুঝিয়েছি যে এখান থেকে আয় করে কিভাবে বেকারত্ব দূর করা সম্ভব।তাছাড়া ইনভেস্ট ছাড়াই ফোরামে পোস্ট করার মাধ্যমেও যে এখান থেকে আয় করা সম্ভব সেটা বুঝিয়েছি।যদিও এখনি আমাকে ইনভেস্ট করার জন্য কোনরকম অর্থ সহায়তা দিচ্ছে না তবে আশা রাখি ফোরামে কাজ করতে করতে একদিন সফল ট্রেডার হবো এবং তখন নিজেই ইনভেস্ট করতে পারবো।