-
প্রতিদিন আমাদের টার্গেট হল ২০ ডলার আয় করা । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলে আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য প্রতিদিন ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার জন্য ফোরামে পোষ্ট দিব ।
-
ফরেক্স মার্কেট যার যার মত করে চয়েজ করে ট্টেড এর টার্গেট করে থাকে । আমার কাছে আমার টার্গেট হল আমি প্রতিদিন 2-3 ডলার আয় করা। ফরেক্স এর অনেকটাই মুভিং করে এবং অনেক পিপস উঠানামা করে থাকে । তাই আমার টার্গেট যে আমি সঠিক ট্টেড করে ফরেক্স মার্কেট এ 2-3 ডলার আয় করব।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে যত অভিজ্ঞতা অর্জন করুক না কেন প্রতিদিন আয় করা যাবেনা। যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্র্রেড করে তারা সুযোগ বুজে ট্রেড করে। তাই আমাদের কে বেশি ট্রেড না করে কম ট্রেড বেশি লাভ করা যায় আর সেটা আমাদের কে অনুসরন করতে হবে।
-
ভাই আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি ফরেক্স করছি কিছুদিন জাবত তাই আমার টারগেট ৫ ঠেকে ১০ এড় মধ্যে আছে আমি মনে করি ফরেক্স যে বেশি লোভ করবে যে ফরেক্স থেকে আয় করতে পারবে না তাই আমি এতে অনেক খুশি | আমি ফরেক্স করছি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করতে চায় অনেক দিন ধরে |
-
ভাঈ আমাড় ফোড়েক্স মাকেট থেকে আয় করব ফরেক্স মাকেট থেকে আয় করতে চাই প্রতিদিন ৫ থেকে ৭ ডলার | যখন আমি দেখি আমার টাগেট পুরন হয়ে গেছে আমি তখন ট্রেডিং অফফ করে রাখি | আমার অভিগতা থেকে বলতে পারি ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে লস করবে আমিও অনেক লস করছি তাই ফরেক্স মাকেট থেকে বেশি লাভের আশা করি না |
-
আপনি ঠিক কথা বলেছেন ফরেক্স মার্কেটে আমাদের আয় একটা টার্গেট থাকা উচিত।কারন লক্ষ না থাকলে কোন কাজে সফল হওয়া যাই না।কিন্তু ফরেক্স মার্কেট এ যদি আপনার হিসাবে একটা ভুল হয়ে যাই তাহলে আপনার লক্ষে পৌছাতে খুব কস্ট হবে।তাই আমাদের মার্কেটে দক্ষ হওয়া উচিত।
-
আমার মনে হয় লক্ষ্য প্রতিটা জিনিসের জন্যই প্রয়োজন, তা নাহলে লক্ষ্যে পোছানো কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সবার আগে লক্ষ্যকে স্থির করতে হবে। ফরেক্স একটা জনপ্রিয় ব্যাবসা তাই এখানে লক্ষ্য ঠিক না রেখে সাফল্য অজন করা সম্ভব না। ফরেক্স করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এবং মাথাকে ঠাণ্ডা করে কাজ করতে হবে। তাইলে সাফল্য লাভ করা সহজ হবে।
-
কোনো কাজে ভালো ফলাফল পেতে হলে আগে টার্গেট করতে হয় । আমিও ফরেক্স এর ফোরাম পোষ্টে কাজ করি এবং আমার প্রতিদিনের টার্গেট ৫ ডলার । প্রতিদিন যদি আমি ৫ ডলার করে আয় করতে পারি তাহলে মাস শেষে ১০০-১১০ ডলার অর্জন করতে পারবো বলে মনে করি।তারপর এতা রিয়েল ট্রেড এ নিয়ে প্রতিদিন ৫-৬ পিপস লাভ করতে চাই।
-
ফরেক্স ট্রেডিং এ আমার প্রতিদিন টার্গেট হল ২৫-৩০ পয়েন্ট লাভ করা । কেননা ফরেক্স ট্রেডিং একটি অভিজ্ঞতা এবং দক্ষতার ট্রেড । এখানে লোভ করা যাবে না । কেউ লোভ করে বেশী লটে ট্রেড করলে বড় লসে পড়ার সম্ভবনা থাকে ।তাই নিজেকে দক্ষ করতে মার্কেট এনালাইসিস করে ট্রেড করি এবং ২৫-৩০ পিপস লাভ করতে পারলোই যথেষ্ট মনে করি ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রতিদিন ফিক্সড কোন টার্গেট করা যাবে না,আপ্নে যদি প্রতিদিন ১০ ডলার প্রফিট করার টার্গেট করেন, তাহলে সেটা ভুল হবে, মনে করেন আজকে আপনে টার্গেট করলেন ১০ ডলার প্রফিট করতেই হবে, তখন দেখা গেলো মার্কেট এমন একটা পজিসনে আছে আপনার ট্রেড নিয়ার কোন ইস্কব পাচ্ছেন না, কিন্তু এদিকে আপনার টার্গেট থো পুরন করতে হবেয়, তখন আপনে করলেন কি হুট করে ১ টা ট্রেড নিলেন মার্কেট না বুঝে, এতে আপনার লস টা হওয়ার সম্ভব বেশী থাকল, তাহলে এটা কি হল, সুতরাং ফিক্সড কোন টার্গেট করা যাবে না।