-
অবশ্যই যে কোন কাজ করতে হলে প্রথমেই আমি বলবো সেই কাজ সম্পর্কে ভালো করে জানতে হবে ও বুঝতে হবে তাহলেই সেই কাজটা সহজ হবে। আর ফরেক্সে কাজ করতে হলেও একই রকম ফরেক্স ট্রেডিং সম্পর্কে আগে ভালো করে জানতে হবে তার পর এখানে কাজ করতে হবে। যেহেতু এটা একটা স্বাধীন ব্যাবসা এবং অনলাইন বিজনেস সেহেতু এখানে একটু দক্ষ ও অবিজ্ঞ হতে পারলে খুবই ভালো প্রফিট পাওয়া সম্ভব। তাই আপনার কথায় আমিও একমত।
-
হ্যাঁ ভাই যেকোনো বিষয়ে আপনি যদি পারদর্শী হতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই বিষয়টা ভালোভাবে শিখে বুঝতে হবে । আপনি যদি শিখলেন কিন্তু কাজে লাগালেন না সেক্ষেত্রে আপনার জ্ঞান কোন উপকারে আসবে না । তেমনি ফরেক্স ট্রেডিং ভালোভাবে জেনে সেগুলো বুঝে বুঝে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে । আপনি যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রেই আপনি শুধু লাভ করতে পারবেন অন্যথায় আপনি কখনই ফরেক্স ট্রেডিং থেকে লাভ করতে পারবেন না ।
-
ফরেক্স এ জানার কোন শেষ নেই। আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে যতই জানবেন আপনার যেন মনে হবে যে আপনি কিছুই জানেন না। তাই আগে জানুন, শিখুন, তারপর ট্রেড করুন।
-
হাই বন্ধুরা ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের শুভ বিকাল বিপজ্জনক মুহূর্তটি আসবে এবং এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা এই মুহুর্তগুলিকে কীভাবে আলোচনা করব লাস এই ব্যবসায়ের ক্ষেত্রে খুব বাধ্যতামূলক জিনিস তবে এটি আমাদের সাথে শেষবারের মতো প্রক্রিয়াধীন হয়নি আমাদের ভুলগুলি থেকে শিখতে হবে এই ভুলগুলি আবার এড়াতে চেষ্টা করুন এবং ব্যবসায় এবং জ্ঞানের কিছু জ্ঞান অর্জন করুন কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকুন আপনার মস্তিষ্ক এবং জ্ঞানটি অনুমান করার চেষ্টা করুন যা এই বাজারটি পরিচালনা করছে এবং আপনার জ্ঞানের সাহায্যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কঠিন মুহূর্তে সফল হতে হবে
-
ফরেক্স এর সফলতা ডিপেন্ড করে থাকে শিক্ষার উপর,যে যত বেশি শিখবে সে ততো বেশি ভালো ট্রেড করতে পারবে,শিক্ষা শুধুমাত্র শিক্ষার ভিতর লিপিবদ্ধ থাকবে না,শিক্ষার সাথে যানতে হবে বুঝতে হবে,তাহলে আপনার ফরেক্স শিক্ষার সফল হবে,আপনি কোথায় কিভাবে ট্রেড নিবেন তার জন্য শিক্ষার সাথে সাতে বুঝতে হবে তাহলে সফলতা অর্জন সম্ভব।
-
একটি বোনাস হ'ল আর্থিক ক্র্যাম অবস্থান যা উপরে রয়েছে এবং এর প্যান্টের সাধারণ পেমেন্ট এক্সপ্রেশনগুলি আমার স্নানের প্রবেশের স্তরে যোগ করা হবে দয়া করে 2 সংবেদক লেভেল এক্সডিবিএস বোনাস আমার সাথে সংযুক্ত টিস্যু হিসাবে খেলতে হবে দয়া করে এবং এটি একটি বিতরণও হতে পারে কোম্পানির শেয়ারহোল্ডাররা
-
ফরেক্স ট্রেড মুখে বললে অনেক সহজ মনে হয় তবে রিয়েল ভাবে ট্রেড করলে বুঝা যায় কেমন। সত্যি বলতে ফরেক্স সম্পর্কে জ্ঞান না থাকলে ট্রেড করে সফল হওয়া যায় না। তাই আমাদের আগে ফরেক্স ট্রেড শিখতে হয় এবং কেন, কিভাবে, কখন ট্রেড করতে হয় তাও বুঝতে হয়। পরিশ্রমী সকললেই সফলতা প্রাপ্তির অধিকার রাখে। তাই ফরেক্সে সফল হতে হলে অবশ্যই অনেক পরিশ্রমী হতে হয়।
-
ট্রেড করার আগে শিখতে হবে। আর শেখার জন্য বর্তমানে মার্কেট অনেক রিসোর্স পাওয়া যায়। অনেক ভিডিও পাওয়া যায়। সেগুলো দেখে একজন নতুন ট্রেডার শিখতে পারে। আর আগে তেমন শেখার জন্য অণলাইনে তেমন রিসোর্স পাওয়া যেত না। তবে এখন এখন ওয়েবসাইট থেকেও শিখা যায়।
-
হে ভাই আমি ও আপনার সাথে একমত ফরেক্স এমন কোনো বিষয় না যে আপনি আসলেন দেখলেন আর জয় করলেন.একটা কথা সবার ই মনে রাখা উচিত ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার তাদের ক্যাপিটাল লস করে,তাই ফরেক্স মার্কেটে জানা এবং বুজার কোনো বিকল্প নাই .আপনি যদি নিয়মিত ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে চান তাহলে আগে ফরেক্স মার্কেট নিয়ে পড়াশুনা করুন তারপর সিদ্দান্তে আসুন আপনি ফরেক্স মার্কেট উপযুক্ত কি না ?
-
ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই ফরেক্স সর্ম্পকে ভালোভাবে জানার প্রয়োজন আছে । ভালোভাবে জানতে পারলে অবশ্যই ফরেক্স দিয়ে সফলতা সম্ভব । বুদ্ধিমান লোকেরা সর্বদা কাজ করার আগে হিসাব করে যে কোন কাজ করলে কতটুকু উপকার হবে । হঠাৎ কোন কাজে ঝুকি নেওয়া ঠিক নয় । কারণ তাতে বিপদ আনতে পারে । তাই সব কাজকর্ম বুঝে শুনে করতে হবে যাতে করে সফলতা অবশ্যই আসবে ।