আমি মনে করি ইন্সতাফরেক্স সবচেয়ে ভাল ব্রোকার।ইন্সতাফর ক্স আমদের অনেক বেশি সুবিধা দিয়ে থাকে যা আমদের অন্ন কোনন ব্রোকার হতে পাই না।ইন্সতাফরেক্স কে এশিয়ার শ্রেষ্ঠ ব্রোকার বলা হয়।তাই ইন্সতাফরেক্স একজন বেষ্ট ব্রোকার।
Printable View
আমি মনে করি ইন্সতাফরেক্স সবচেয়ে ভাল ব্রোকার।ইন্সতাফর ক্স আমদের অনেক বেশি সুবিধা দিয়ে থাকে যা আমদের অন্ন কোনন ব্রোকার হতে পাই না।ইন্সতাফরেক্স কে এশিয়ার শ্রেষ্ঠ ব্রোকার বলা হয়।তাই ইন্সতাফরেক্স একজন বেষ্ট ব্রোকার।
ফরেক্স মার্কেটে আমরা সরাসরি ট্রেড করতে পারি না । আমরা সাধারণত ট্রেড করে থাকি ব্রোকার এর মাধ্যমে । অর্থ্যাৎ ব্রোকার আমাদের সাধারণ ট্রেডারের মধ্যস্থায়ী হিসেবে ব্যাবহার হয় । ফরেক্স এর শুরুতেই একে ঘিরে আজ পর্যন্ত প্রচুর ব্রোকার গড়ে উঠেছে । তবে এত সংখ্যাক ব্রোকার এর মধ্য একজন ট্রেডারের ট্রেডিং জীবনে একটা ভাল ব্রোকার এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । আমি আমার জন্য ভাল মনে করি ইন্সটা ব্রোকার ।
সত্যটি হ'ল ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যবসা এবং কোনও ব্যবসায়ী ব্যবসায় থেকে কী পান তা নির্ভর করে এই জাতীয় ব্যবসায়ীর যে ইনপুট রয়েছে তার উপর নির্ভর করে f অবশ্যই, এমন কোনও ব্যবসা নেই যেখানে অংশগ্রহণকারীদের ভাল করে জানার প্রয়োজন হবে না where এবং সাফল্য আশা করি। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীদের অবশ্যই সঠিক বাজারটি শিখতে হবে এবং আসল বাজারে যাওয়ার আগে ভাল ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে। সঠিক জ্ঞান না থাকলে, ফরেক্স ব্যবসা করা খুব কঠিন হবে be
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক ব্রোকার আছে,কিন্তু সব থেকে আমার দেখা বেস্ট ব্রোকার হয়ছে ইন্সটা ফরেক্স ব্রোকার,এটি এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার,এই ব্রোকার আমাদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে,এই ব্রোকার ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করতে সহয়তা করে তাছাড়া অনেক ডিপোজিট বোনাস দিয়ে থাকে।
আমার মতে বাংলাদেশের মানুষদের জন্য ইনিস্টা ফরেক্স ব্রোকার সবচেয়ে ভালো। কারন এই ব্রোকার বাংলাই অনেক সাপোর্ট আছে যেমন বাংলাদেশের জন্য বাংলা ভাষা কাস্টমার কেয়ার আছে, বাংলাই ওয়েব সাপোর্ট আছে, বাংলাদেশে এদের অফিস আছে আর বাংলাদেশের ব্যাংক গুলোতে টাকা ট্রানেসফারের ব্যাবস্থা আছে। তাই আমি বলবো আপনারা এই ব্রোকারে যেন কাজ করেন।
ফরেক্স মার্কেট এখন অনেক বেশি প্রতিযোগিতা পূর্ন যার কারনে প্রতিনিয়তই বিভিন্ন নতুন নতুন ব্রোকার হাউজের আত্মপ্রকাশ ঘটছে প্রত্যেকেই ট্রেডারদের ভিন্ন ভিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করছে।আমি শুরু থেকেই ইন্সটা ফরেক্স নামক ব্রোকার হাউজে ট্রেড করছি অামি এখন প্রর্যন্ত ট্রেড করতে গিয়ে এই ব্রোকার হাউজে তেমন কোন সমস্যার সম্মূখিন হইনি আর সেই কারনে আমার কাছে ইন্সটা ফরেক্স এই ব্রোকার হাউজকে বেস্ট বা সবচেয়ে ভাল মনে হয়।
আমার কাছে তো মনে হয় ফরেক্স সকল ব্রকারই ভাল। আমি mayzus borker ট্রেড করে প্রফিট উত্তোলন করেছি আর এখন তারা lite Forex এর সাথে পার্টনার তো কি বুঝবেন। ব্যবসা কার কখন খারাপ চলে বুঝা মশকিল। তবে আমি ইনসটা ফরেক্স এ ট্রেড করে কিন্তু টাকা উত্তোলন করেছি কোন সমস্যা হয় নাই
যার জন্য ইন্সটাফরেক্স এশিয়ার সেরা ব্রোকার নির্বাচিত হয়েছে ছোট ডিপোজিটের ট্রেডারদের জন্য ইন্সটাফরেক্স খুবই ভাল কারন মাইক্রো অ্যাকাউন্টের পাশাপাশি এদের রয়েছে বিশাল লিভারেজ সুবিধা আমার কাছে ইন্সটাফরেক্স ব্রোকার এতই বেশি ভাল লাগে তার অন্যতম কারণ হচ্ছে ইন্সটাফরেক্স ব্রোকার ট্রেডারদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে বিভিন্ন ধরণের ইন্ডিকেটর সম্পর্কে ধারণা দেয়, এছাড়াও ট্রেডারদের চাহিদা অনুযায়ী ফরেক্স মার্কেটে ইনভেষ্ট করার জন্য খুব সহজ পদ্ধতি দিয়ে থাকে ।
প্রায় সব ব্রোকারেই বর্তমানে রেগুলেশনটা দেখা যায়।একেক জন একেক ব্রোকারে ট্রেড করে থাকেন।আপনি যেহেতু এ ফোরামে আছেন সেহেতু ইন্সটার সাথে কাজ করতে পারেন।বর্তমানে এরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে।এদের বিভিন্ন টাইপের একাউন্ট রয়েছে।আপনি যেকোন একটা বেছে নিতে পারেন।এছাড়া এফিলিয়েট কমিশনতো রয়েছে।আপনি চাইয়ে রিভিউ সাইটে রিভিউ দেখতে পারেন।গুগোলের সাহায্য নেন।
প্রায় সব ব্রোকারেই বর্তমানে রেগুলেশনটা দেখা যায়।একেক জন একেক ব্রোকারে ট্রেড করে থাকেন।আপনি যেহেতু এ ফোরামে আছেন সেহেতু ইন্সটার সাথে কাজ করতে পারেন।বর্তমানে এরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে।এদের বিভিন্ন টাইপের একাউন্ট রয়েছে।আপনি যেকোন একটা বেছে নিতে পারেন।এছাড়া এফিলিয়েট কমিশনতো রয়েছে।আপনি চাইয়ে রিভিউ সাইটে রিভিউ দেখতে পারেন।গুগোলের সাহায্য নেন।