-
সবাই ফরেক্স মার্কেট এ রিয়েল এ প্রফিট করে এটা ঠিক না এটা বলতে পারেন আপনি ফরেক্স মার্কেট এ যারা ডেমো ট্রেড শুরু করে তারা ডেমো অ্যাকাউন্ট এ অনেক বেশি লাভ করে কারন তারা ডেমো অ্যাকাউন্ট কে নিজের টাকা বলে মনে করে না ইছা ইছা মত ট্রেড করে আর ট্রেড লস এ থাকলে সেই ট্রেড ধরে রাখে এই কারন এ তারা ফরেক্স মার্কেট এ ডেমো ট্রেড এ অনেক বেশি লাভ করতে পারে এই মানুষ গুল রিয়েল অ্যাকাউন্ট এ এতো বেশি লট এ ট্রেড করতে ভয় পাই আবার বেশি লট এ ট্রেড করলেও সেই অ্যাকাউন্ট এ জিরো করে ফেলে
-
শুরুতে অনেক ট্রেডাররা ফরেক্স মার্কেটে লাভ করে থাকে । কারন তখন অনেকের মার্কেট সম্পর্কে কোন অভিজ্ঞতা না থাকায় ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করে । যার ফলে অনেকেই লাভ করে থাকে । পরবর্তীতে আবার লোভের বসে ট্রেড করে একাউন্ট শূন্য করে ফেলে ।
-
আমাদের মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না এটি প্রতিটি দেশের অর্থনৈত্তিক কর্মকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি শুরু থেকে সব সময়ই ভাল প্রফিট লাভ করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
ফরেক্স এ শুরুতে অনেকে ভালো প্রফিট করে। তারা না জেনে প্রফিতট করে। ফরেক্স মারকেট সরবদাই পরিবরতন হয় তাই ট্রেড দিলে প্রফিট হতে পারে। কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। আমি অঙ্কে প্রফিট করেছিলাম যখন ফরেক্স শুরু করি। আমার মতে ফরেক্স আগে ভালো করে শিখে তারপর ট্রেড করা ঊচিত। প্রতিটি ট্রেডের কারন না খুজে পেলে ফরেক্স এ ভালো ত্রেড করা সমভব না।
-
সবাই যে শুরুতে প্রফিট করে তা আসলে ঠিক না্ কেউ প্রথম প্রথম অনেক লাভ করে আবার কেউ লস করে।এটা আপনার ভাগ্যর উপর নির্ভর করে ।আমি মনে করি কেউ যদি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা নিয়ে ফরেক্স ব্যবসায় নামে সে শুধু প্রথমে কেন সব সমই সে লাভ করতে পারবে।আবার অনেকে ফরেক্স না বুঝে উল্টা পাল্টা সেল বাই দিয়ে ভাগ্যর কারনে লাভ করে কিন্তু এরকম ভুল করার কারনে পরবর্তীতে একেবারে লস হয়ে একাউন্ট জিরো হয়ে যায়।তাই আমরা যারা ফরেক্স বিজনেস করব তারা প্রথমেই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা অর্জন করব যাতে পরে সমস্যা না হয়।
-
আমার মনে হয় শুরুতেই ট্রেড এর কথা না চিন্তা করাটাই ভাল। কারন শুরুতে আপনার মনে হবে ফরেক্স কিছুই না ট্রেড করলেন লাভ হয়। এটা ভুল ধারনা। ভাই ফরেক্স হল বিশাল সমুদ্র। এটা না শিখে ট্রেড করা মানে একাউন্ট 0 করা। হা ফরেক্স না শিখে অনুমানে ট্রেড করে বেলেন্স ডাবল করতে পারবেন। কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবেন না। তাই আমি মনে করি আপনি ভাল করে ফরেক্স শিখেন। তার পর কম করে হলে ও 2-3 মাস ডেমোতে ট্রাই করেন। মাকেট এর বিভিন্ন অবস্থাতে মাকেট এনালাইসিস করেন। তার পর নিজের একটা ভাল নিয়ম প্রস্তুত করেন। তারপর রিয়েল ট্রেড এ যান আশা করি ভাল করতে পারবেন।
-
হ্যা ভাই আপনার কথার সাথে আমি একমত, কেননা সবাই যখন প্রথম অবস্থায় প্রফিট করে তখন তারা মুলত এই বাজার সম্পর্কে তেমন বেশি দক্ষ না অর্থাৎ না বুঝেই তারা বেশির ভাগ সময় ট্রেড করে থাকে। আর তাতেই অনেক সময় তাদের ট্রেডগুলো তার প্রফিটের দিকে মুভমেন্ট করে থাকে। যখন আপনি এই মার্কেট সম্পর্কে ধীরে ধীরে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন অবশ্যই আপনার মধ্যে একধরনের ভয় ভীতি কাজ করবে। কেননা তথন আপনি মার্কেট সম্পর্কে বুঝতে পারছেন এবং নিউজগুলো নিয়ে পর্যালোচনা করেন। আর সে কারণে নিউজটাইমে ট্রেড করলে কখন কোন দিকে বাজার মুভমেন্ট করবে সে চিন্তায় আপনি পুরাতন অবস্থায় ভুলবাল ট্রেড ওপেন করে লস করে থাকে। যেটা আপনার জ্ঞান অভিজ্ঞতা না থাকার কারণে লস করেন কম কিন্তু জ্ঞান অভিজ্ঞতা না থাকলে বেশি এই বাজারে অবস্থান করতে পারবেন এটা সত্য।
-
মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড না করলে কোনভাবেই সফল হওয়া যায় না । আমিও আমার ক্ষেত্রে দেখেছি । আসলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে অল্প কিছু স্ট্রাটেজি থেকেই ভালো লাভ করা যায় । আর লোভ ব্যাপারটা খুবই খারাপ । শুধু ফরেক্স না যেকোন ব্যাবস্যার জন্যেই লোভ ধংস ডেকে আনে । আমরা যদি ফরেক্সে৩ সফল হতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।
-
আমার ধারনা ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
-
ফরেক্স ট্রেডিয়য়ের শুরুতে অনেক প্রফিট করলেই উৎফুল্ল হওয়ার কিছু নেই।কারন আপনি শুরুতে প্রফিট করলেন কিন্তু পরক্ষনেই তার থেকে দ্বিগুন লস করবেন।কারন প্রথমে যখন লাভ করবেন লোভে পরে লট দ্বিগুন করবেন এবং পরবর্তী ট্রেডে লস করতে পারেন।তাই শুরুতে প্রফিট করলে উৎফুল্ল না হয়ে ধৈর্য্য ধরে ফরেক্স শিখে ট্রেড করার চেষ্টা কররুন।