স্টপলস হল আপনি কতটুকু পযন্ত লস হবার পর আপনার ট্রেডটি লসে কেটে যাবে। স্টপলস ব্যবহার করা খুবই ভালো আর স্টপলস ব্যবহার না করে ট্রেড করলে একাউন্ট কোনদিন বড় লসের সম্ভাবনা থাকে
Printable View
স্টপলস হল আপনি কতটুকু পযন্ত লস হবার পর আপনার ট্রেডটি লসে কেটে যাবে। স্টপলস ব্যবহার করা খুবই ভালো আর স্টপলস ব্যবহার না করে ট্রেড করলে একাউন্ট কোনদিন বড় লসের সম্ভাবনা থাকে
মেটাট্রেডার 4 অ্যাপ থেকে ট্রেড এন্ট্রি দেওয়ার সময় দুইটি অপশন থাকে। যথা; একটি টেক প্রফিট এবং অন্যটি স্টপ লস। টেক প্রফিট হলো আপনি কি পরিমাণ লাভ হলে আপনার ট্রেড ক্লোজ করতে চান তার একটা এমাউন্ট উল্লেখ করে দিলে মার্কেট যখন ওই পজিশনে চলে যাবে তখন অটোমেটিক্যালি লাভ হয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। অন্যদিকে স্টপ লস হলো মার্কেট অতিরিক্ত লসে চলে গেলে আপনি কি পরিমান লসে আপনার ট্রেড ক্লোজ করতে চান তার একটি এমাউন্ট উল্লেখ করে দিতে হয়। তাহলে মার্কেট যখন ওই পরিমাণ অতিক্রম করবে তখন আপনার ট্রেড কিছু লসে ক্লোজ হয়ে যাবে। আমি মনে করি টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত। কারণ ফরেক্স মার্কেট সব সময় স্থির থাকে না। যখন তখন মার্কেটে বিপরিতে চলে যেতে পারে এবং অতিরিক্ত লসে চলে গেলে অনেক সময় একাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আমি মনে করি অবশ্যই স্টপ টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ব্যবহার করলে আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য যাওয়ার ঝুঁকি থেকে একাউন্ট রক্ষিত থাকবে।
ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। মার্কেট কখনো লাভে থাকে আবার কখনো অতিরিক্ত বিপরীতে চলে যেতে পারে। মার্কেট যদি অতিরিক্ত বিপরীতে চলে যায় তাহলে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। এটা অবশ্য কেউ আশা করে না। তাই ট্রেড এন্ট্রি করার সময় স্টপ লস অপশনে আপনি কত পিপস লস হলে আপনার ট্রেড ক্লোজ করতে চান তার একটা এমাউন্ট উল্লেখ করে দিতে হবে। মার্কেট যখন অতিরিক্ত বিপরীতে চলে যাবে তখন ওই এমাউন্ট অতিক্রম করলে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। যদিও অল্পকিছু লস হবে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। তাই টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত।
স্টপ লস আর টেক প্রফিট সংক্ষেপে এটাকে এসেল/টিপি বলা হয়ে থাকে বা লেখা থাকে। এটা আসলে একটা রোবটিক ট্রেডিং সিস্টেম। আপনি যখন মার্কেটে সময় দিতে পারবেন না তখন যখন আপনার কোন ট্রেড চলতে থাকবে সেটায় অনেক লস হয়ে যেতে পারে অনেক সময়। এই লস টা ঠেকাতে এই অপশন টা ব্যাবহার করা হয়ে থাকে। এটাতে মূলত ঠিক কি পরিমান লস হলে আপনি ট্রেড টা আর চালাবেন না আর কি পরিমান লাভ হলে আপনি সন্তুষ্ট হবেন সেটা এই বোরবটিক সিস্টেম কে বলে দিতে হবে। তাহলে সে তারমত করে কাজ চালিয়ে যাবে আপনার অবর্ত্মানে
স্টপ লস ব্যবহার করে ট্রেডের ঝুঁকি কমানো হয়। স্টপ লসের মাধ্যমে লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। কারন ফরেক্স মার্কেট সবসময় গতিশীল। কখন প্রাইস বাড়বে বা কমবে নির্দিষ্ট কোন সময় নেই। স্টপ লস ব্যবহারে ট্রেডটি লসের সম্মুখীন হলে অটোমেটিক ট্রেড টি ক্লোজ হয়ে যায়।
চলতি ট্রেডকে নিদ্রিষ্ট পিপস পর্যন্ত লস থামিয়ে দেওয়া। একটি উদাহরন দিচ্ছি, ধরুন আপনি একটা ট্রেড ওপেন করেছেন এখন ট্রেডটিতে আপনি ৩০ পিপস লস নিতে চান। অর্থৎ আপনার ট্রেড ৩০ পিপস লস হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে আপনার কম্পিউটারের সামনে থাকতে হবে না। এমটি ফোর চালু করে বসে থাকতে হবে না। একটা ট্রেডারের জন্য স্টাপ লস খুবই গুরুতপূর্ন ভূমিকা রাখে।
ফরেক্স মার্কেট হলো এমন একটা প্লেস এখানে কখন কি হয় বলা অসম্ভ। অনেক সমগ আপনার ট্রেড আপনার বিপরীত ট্রেন্ডে যখন চলে যায় তখন ট্রেড একটি নির্দিষ্ট জায়গায় বন্ধ হয়ে যাবে।এতে আপনার লস টা কমে যাবে।একেই বলে স্টপ লস।
স্টপ লস হলোও মানি ম্যানেজমেন্টের মেইন জিনিস।স্টপলস মেনে নেওয়াটাই লংটাইম ট্রেডে টিকে থাকার একটা উপায়।স্টপলস না দেবার কারণে শতশত একাউন্ট জিরো হয়ে যায়। ট্রেডের অনেক ধরণের টুলস ব্যবহার করা হয়ে থাকে।
স্টপ লস হলো খুবইগুরুত্বপুর্ন ট্রেডিং টুলসফরেক্সের জন্য। আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারিনা। কিন্তু মার্কেট সবসময় থাকে গতিশীল। অনেক সময় আমরা ট্রেড নেয়ার পর মার্কেট অনেক বিপরীতে চলে যেতে পারে। তখন অনেক বেশি লস হয়ে যায়। স্টপ লস সেট করা থাকলে আমরা যেখানে এতি সেট করবো মার্কেট সেখানে গেলে অতোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে।
হ্যাঁ এটি একটি সত্য যে ফরেক্স মার্কেট এমন ব্যবসায়ীদের জন্য খুব দুর্দান্ত সুযোগ দেয় যা এখানে তাদের কেরিয়ারকে বেকার করে তোলে এবং এই বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান এবং উপলব্ধি অর্জন করে, তাই এটি বেকারদের তাদের নিজস্ব দক্ষতা থেকে উপার্জন করতে সক্ষম করে এবং এমন একটি প্ল্যাটফর্মও সরবরাহ করে যেখানে তারা তাদের অর্থ উপার্জনের জন্য তাদের সঞ্চয়ও বিনিয়োগ করতে পারে।
স্টপ লসের মাধ্যমে আপনার ট্রেডিং কৌশল দিন বাই দিন উন্নতি করতে পারবেন বলে আমার বিশ্বাস । কারণ এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই লোভ এবং ধৈর্য্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন । যা অন্য কৌশল পদ্ধতি ব্যবহার আপনার লোভ এবং ধৈর্য্যকে এত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় আমার বিশ্বাস । অর্থাৎ আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ক্ষতি বন্ধ করতে চান তাহলে স্টপ লস ব্যবহার করুন ।