-
হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে বাজারের মৌলিকতা একেবারেই একরকম হয় না বর্তমান বাজারের অবস্থাটি বুঝতে আমাদের প্রতিদিন এটি বুঝতে হবে কিছু লোক আমি দেখি তারা লাভ অর্জন করার সময় তারা পড়াশোনা বন্ধ করে দেয় যা খারাপ, কারণ যদি কোনও দিন তাদের লোকসানের মুখোমুখি হয় তাহলে তারা কি করতে পারে can
-
ফরেক্স মেয়েদের জন্য একটি ভাল ব্যবসায় । কারন মেয়েরা বাহিরে কাজ করার বিভিন্ন ধরনের ঝুকিঁ রয়েছে । এছাড়াও মেয়েদের অবশ্যই নিজের সংসার দেখতে হয় । সে হিসেবে ফরেক্স ট্রেডিং মেয়েদের জন্য অনেক বেশি উপকারী । মেয়েরা ইচ্ছা করলেই ঘরে বসে ফরেক্স ট্রেডিং এ অংশগ্রহণ করতে পারে । আর মেয়েদের ধৈর্য বেশি এটাও একটি পজিটিভ দিক ।
-
ফরেক্সে বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির কোন বাধ্যবাধকতা নেই, লাগে শুধু ফরেক্স সম্পর্কে একটি স্বচ্চ ধারণা। কাজেই যেকোন বয়স বা লিঙ্গের মানুষ ফরেক্সের সাহায্যে আত্মনির্ভর হতে পারে, বিশেষ করে পুরুষশাসিত সমাজে মেয়েদের পক্ষে এটি খুবই ভাল। যতই জ্ঞান বাড়বে ততই বেশি আয়ও বাড়ে।
-
আমার মতে ফরেক্স মেয়েদের জন্য আরও বেশি সহায়ক কেননা মেয়েরা বেশিরভাগ সময়ই বাড়িতে থাকে এবং এটা যেমন বাড়িতে বসেই করা যায় সেহেতু এটা মেয়েদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এখানে যে কেই ব্যাবসা করতে পারে মেয়ে ছেলে কোন ভেদাবেদ নাই।
-
এই পৃথিবী যা কিছু সৃষ্টি অর্ধেক করেছে নর আর অর্ধেক হল নারী । সুতরাং পুরুষরা যদি এই ব্যবসা দিয়ে সফল হতে পারে তাহলে অবশ্যই মেয়েরা সফলকাম হবে । মেয়েদেরতো ধৈর্য্য শক্তি পুরুষের চেয়ে বেশী দিয়েছেন । তাই আমি বলব ,মেয়েদেরকে এই ফরেক্স ব্যবসা অবশ্যই স্বাবলম্বী করেছেন । কিন্তু আমাদের সর্বদা মেয়েদেরকে উৎসাহ দিতে হবে এই কাজের জন্য ।
-
ফরেক্স করে মেয়েদেরা অবশ্যই স্বাবলম্বী হতে পারবে ফরেক্স আসলে মেয়েদের জন্যই একটা পারপেক্ট ব্যবসা কারণ ফরেক্স করতে বেশি কিছুই প্রয়োজন হয় না। ফরেক্স করতে প্রয়োজন হয় শুধুমাত্র একটা স্মার্ট মোবাইল ফোন আর ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান। আর ফরেক্স যে কোন সময়, যে কোন স্থান থেকেই করা সম্ভব। তাই ফরেক্স এর মাধ্যমেই মেয়েরা নিকে স্বাবলম্বী করতে পারে আর মেয়েদের জন্য এটা বেটার।
-
আমাদের দেশের মেয়েরা যদি মনে করে যে ইনস্টা ফরেক্স এর মাধ্যমে টাকা আয় করব তাহলে করতে পারে।কারণ তারা ঘরে বসে ফরেক্স এর পোষ্ট করে ডলার আয় করে সেই ডলার দিয়ে ট্রেড করতে পারবে।
-
ফরেক্স সবার জন্য ই উন্মুক্ত । এখানে সবাই ব্যাবসা করতে পারে। ছেলে মেয়ে এখানে কোন ভেদাভেদ নাই। মূল কথা ফরেক্স শেখাটা । ফরেক্স শিখতে পারলে যে কেও ই ফরেক্স করে স্বাবলম্বি হতে পারে। মেয়েরা পারে না বা পারবে না এমন কিছু নাই ফরেক্সে। মেয়েরা আজ কাল সব জায়গাতেই উন্নতি করতেছে
-
আমি তো ফরেক্সের কোন রুলস এন্ড রেগুলেশনে এই রকম কোন তথ্য পাইনি যে ফরেক্স মেয়েদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কোন রকম বাধা আছে । যেহেতু এই রকম কোন কিছু নেই তাহলে বলা যায় যে ফরেক্স করে যে কেউ স্বাবলম্বী হতে পারবে যদি সে আসলেই স্বাবলম্বী হতে চায় । আর আমাদের দেশের মেয়েদের একটি বড় সংখ্যক হল গৃহিণী যাদের মধ্যে আবার শিক্ষিতের সংখ্যাই বেশী । সুতরাং তারা পরিবার দেখার পাশাপাশি অবসর সময়ে ঘরে বসে যদি সম্মানজনক ভাবে কিছু ইনকাম করে ফরেক্স থেকে তা থেকে তারা যেমন অর্থ জমাতে পারবে ভবিষ্যতের কথা চিন্তা করে তেমনি নিজের চাহিদাও মেটাতে পারবে ।
-
যে তার দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেড করতে পারবে সে অবশ্যই সফল হতে পারবে আর যে নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারবে না সে অনেক বেশি লস করবে । তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভাবান হতে হলে অবশ্যই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক আগে শিখতে হবে এবং ডেমো ট্রেডিং করার মাধ্যমে বারংবার প্রেকটিস করতে হবে ।