-
ভাই এক্ষেত্রে আমার মতামত হল আপনি পরামর্শ যা নেবার সেটা আপনাকে আগেই নিতে হবে, এবং তারপর ট্রেডিং এ সেটা প্রয়োগ করতে হবে। তো ঘটনা হল আপনি যদি প্রতিদিন সামান্য পরিমাণ জ্ঞান অর্জন করে করে ফরেক্স মার্কেটে আপনার দক্ষতা বাড়ান, তাহলে ভবিষ্যতে সেটাই হবে আপনার একমাত্র অবলম্বন, যেটার উপর নির্ভর করে আপনি প্রফিট করবেন তাও সেটা হবে আপনার নিজস্ব অভিজ্ঞতার আলোকে। কারন ট্রেড নেবার সময় পজিশন হলে, আপনি সেই অল্প সময়ের মধ্যে কারও পরামর্শ নেবার সুযোগ তো পাবেন না, আপনাকে তাড়াতাড়ি ট্রেড ওপেন করতে হবে তাই।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরুর আগে কারর কাছে সুনে ট্রেড শুরু করি নাই কারন আমি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি তখন আসলে কাওকে পাই নাই যার কাছ থেকে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শিখবো বা যার কাছ থেক ট্রেড শুরু করবো তাই ফরেক্স মার্কেট এ নিজে নিজে ট্রেড করে এত দূর আশা আমি আশা করছি আমি ফরেক্স মার্কেট এ আরও ভাল করতে পারবো
-
আমি সব সময় চেষ্টা করি আমার অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নেওয়ার। কেননা আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেটে যে যত বেশি দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে তার ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে সে তত বেশি *এই মার্কেটে সফলভাবে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে পারবে। তবে ভালভাবে আরও দক্ষতা অর্জনের অর্জনের জন্য ডেমো ট্রেড করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে যারা ফরেক্স ট্রেড।র তাদের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি ,আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে রাখাল ছাড়া যেমন হাল চাষ করা সম্ভব না , ঠিক তেমনি ফরেক্স মার্কেটে অবিজ্ঞ বেক্তির পরামর্শ ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব না ,অতএব ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবিজ্ঞ বেক্তির পরামর্শ অবশ্যই প্রয়োজন।
-
আমার মনে হয় ট্রেড করার আগে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। কারন তারা অনেকে বেশি জানেন ফরেক্স সম্পকে। তাছাড়া তাদের পরামর্শ নিলে আমরা নিজেরাই বুঝতে পারবো কোন জিনিসটা আমরা ট্রেড করার সময় ভুল করতাম আর কোন জিনিস ভুল করার জন্য বা ভূল সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ট্রেডে লস হয়। তাছাড়া আমরা অভিজ্ঞদের কাছ থেকে অনেক কিছু শিখতে ও পারব।
-
প্রিয় বন্ধুরা আমি ভাগ করে নেব যে সর্বদা যথাযথ স্টপ লোকসানের সাথে ব্যবসা করে এবং সঠিক সীমাবদ্ধতা গ্রহণ করি কারণ এই 2 টি সাধারণ পরামিতি আপনাকে কেবলমাত্র ক্ষতির গণনা করেছে এবং আপনার যথাযথ সীমা গ্রহণের ক্ষেত্রে স্টপ লস ঘৃণার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ইক্যুইটি.এনই এর সুরক্ষা দিতে পারে case আঘাত করবে এবং আপনি একটি গণনা আছে। উভয় পক্ষেই আপনাকে বাজারটি লক করা হয়েছে এবং আপনি আপনার তহবিল সংরক্ষণ করেছেন and এবং অন্যদিকে আপনি যদি কোনও ক্ষতি ছাড়াই ট্রেড করছেন এবং সঠিকভাবে শব্দগুলি গ্রহণ করেন তার অর্থ বাজারটি যে কোনও দিকে এগিয়ে যেতে পারে এবং যদি এটি নেতিবাচক দিকে থাকে তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টকে খারাপভাবে ক্ষতি করবে। সুতরাং সর্বদা যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনার সাথে বাণিজ্য করুন। আমি বেশ কয়েক বছর ধরে একজন প্রো স্পোর্টস ট্রেডার হয়েছি তাই আমি জানি যে আপনার ব্যবসাগুলি এবং দীর্ঘমেয়াদী ফলাফলগুলি ট্র্যাক করতে সমস্ত কিছু পিন করা কতটা গুরুত্বপূর্ণ ... আমি নবাগত নই তবে মজাদার প্রোও নই যখন স্টকগুলির কথা আসে, ঠিক ফলাফলের সাথে কয়েক বছর এটি করছেন এবং আমি আশা করি আমার টিপস এবং ধারণাগুলি হবে will
-
ট্রেডের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ অবশ্যই খুবই কার্যকরি। কারন আমরা মার্কেট সম্পর্কে যা আইডিয়া করবো তা অধিকাংশ সময়ই সঠিক হয়না। কিন্তু অভিজ্ঞ ট্রেডার রা যা আইডিয়া করবে তা অধিকাংশ সময়ই সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। একারনেই অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ কার্যকরী হয়। আমি সময় পেলেই অভিজ্ঞ ট্রেডার দের পরামর্শ নিয়ে ট্রেড করে থাকি।
-
আমি মনে করি ট্রেড করার আগে অভিজ্ঞ ট্রেডারদের নিকট থেকে পরামর্শ নেওয়া উচিত। কারন ফরেক্স খুব বিপজ্জনক ব্যবসা যদি না আমরা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ না হতে পারি। এজন্য ভালোভাবে ফরেক্স শিখে অভিজ্ঞ হহওয়ার জন্য অভিজ্ঞ ট্রেডারদের সাথে সলা পরামর্শ করে নেওয়া ভালো। আমি নিজেও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেড করার চেষ্টা করি।
-
আমি বেশিরভাগ সময় নিজের এনালাইসিস এর পাশাপাশি এক্সপার্টদের এনালাইসিস দেখি। এবং দুটোর মিল পেলে নিজের ইচ্ছানুযায়ী পজিশন ওপেন করি। কিছু কিছু সময় লস ট্রেড হয়। তবে সেটা গায়ে মাখার মত না। আর সব ট্রেডেই যে লাভ হবে এমনটাও না। তবে নিজের এনালাইসিস এর উপর কনফিডেন্স কম থাকলে ট্রেড করা থেকে বিরত থাকি।
-
হ্যাঁ অভিজ্ঞদের কাছ থেকে আপনি পরামর্শ নিতেই পারেন সে ক্ষেত্রে যদি আপনি ফরেক্স সম্পর্কে কোন কিছু শিখতে চান কিন্তু ফরেক্স এ যখন আপনি ট্রেড করবেন তখন সিদ্ধান্তটা আপনাকেই নেয়া উচিত বলে আমি মনে করি । কারণ ফরেক্স এ দীর্ঘপথ আপনাকে একা পারি দিতে হবে , তাই শিখতে হবে নিজে নিজে চেষ্টা করেই । হয়তবা আপনি ভুল করবেন কিন্তু সেই ভুলথেকে আপনি তো এটা শিখতে পারবেন যে ভুল কেন হল । কিন্তু যদি অভিজ্ঞদের কাছ থেকেই সব সময় পরামর্শ নেন তাহলে আপনার যে ফরেক্স সম্পর্কিত জ্ঞ্যন রয়েছে তার কার্যকারিতা কতটুকু তা তো আপনি জানতে পারবেন না । তাই সফলতার কঠিন এবং ধৈর্যের পথে একাই হাঁটুন , দেখবেন সফল আপনি অবশ্যই হবেন ।