আমি ডেমো ট্রেড করে উপকৃত হয়েছি।।প্রথমে ডেমোতে লস হত কিন্তু অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো কাজ করতে গেলে আমার মত অবস্থা হবে।
Printable View
আমি ডেমো ট্রেড করে উপকৃত হয়েছি।।প্রথমে ডেমোতে লস হত কিন্তু অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো কাজ করতে গেলে আমার মত অবস্থা হবে।
হা আমি ডেমো ট্রেড করে উপকৃত হয়েছি।আমি ডেমােতে প্রথম প্রথম লস করেছি কিন্তু এখন লস সেরে লাভ করা শুরু করেছি।তাই নতুন ট্রেডারদের কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করে সফলতা অর্জন করা উচিত তারপর রিয়েল ট্রেড শুরু করা ভালো।
হ্যাঁ, ফরেক্সে ট্রেডিং এর শুরুতে আমি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করতাম।তখন আমি ডেমো একাউন্টে ট্রেডিং এর মাধ্যমে অনেক প্রফিট অর্জন করেছি।প্রায় প্রতিটা পেয়ার এ আমি ট্রেডিং করতাম এবং সেখানে প্রফিট অর্জন করতাম।
আমি আসলে ডেমো একাউন্টে তেমন কাজ করিনি কয়েক দিন করেছি মাত্র। তবে সেই কয়েক দিনে আমি লাভ ছাড়া লস করিনি। এরপরেই আমি রিয়েল ট্রেডিং শুরু করি। ধন্যবাদ
হ্যা আমি ডেমো একাউন্ট থেকে বর্তমানে প্রফিট করতে পারছি।প্রথম প্রথম আমি প্রফিট করতে পারতাম না।এরপর আমি আমার ভুলগুলো খুজে বের করতাম এবং সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছি এবং সফল ও হয়েছি।এখন আমি নিয়মিত ডেমো ট্র্রেড করছি এবং মোটামুটি লাভ করতে পারছি।ডেমো ট্রেড রিয়্যাল ট্রেডের প্রাথমিক ধাপ।আমি চাই আগে ডেমোতে সফল হব এরপর রিয়্যাল ট্রেড এ সফল হতে চাই।
হ্যাঁ অবশ্যই আমি ডেমো একাউন্ট থেকে লাভ করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেমো অ্যাকাউন্টে প্রথম দিকে বেশিরভাগ মানুষ লস করলেও পরবর্তী ডেমো একাউন্ট থেকে লাভ করতে পারে। কেননা আমরা যখন ডেমো একাউন্টে ট্রেড করি তখন আমাদের মনের ভিতরে ভয় কম থাকে। মার্কেটে কন্ডিশন যতই খারাপ হোক না কেন আমরা সহজে ট্রেডিং ক্লোজ করিনা। দেখা যায় নির্দিষ্ট সময় পরে মার্কেট আবার ঠিকই উঠে যায়। তাই ডেমো অ্যাকাউন্টে খুব বেশি লস হয় না।কিন্তু আমরা যখন রিয়েল একাউন্টে ট্রেড করি তখন আমাদের মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। যার ফলে মার্কেট যখন বেশি লস এর দিকে যেতে থাকে তখন আমরা ধৈর্য না ধরে ট্রেডিং বন্ধ করে দিই। যার ফলে আমরা লসে পড়ে যায়। আবার মার্কেট যখন অনেক উপরে দিকে উঠতে থাকে যখন কিছু পরিমাণ লাভ হয় তখনো ট্রেডিং বন্ধ করে দেই। তখন মনে হয় যদি আবার মার্কেট নেমে যায়।এই সকল কারণের জন্য রিয়েল একাউন্টে অনেকে বেশি লাভ করতে পারে না। ডেমোতে যেহেতু এই ভয়টা থাকে না তাই ডেমো অ্যাকাউন্ট অনেকে লাভ করতে পারে।
যারা ফরেক্সে দক্ষ হতে চায় তারা আগে ডেমোতে কাজ করে । আর ফরেক্সের ডেমােতে কাজ করলে ফরেক্স আপনাকে বোনাস দিচ্ছে । আর সে বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারেন । এবং প্রফিট করতে পারেন । আমি বর্তমানে ডেমো করছি এবং বোনাসও পাচ্ছি।
ফরেক্সে আমি এ যাবত যতগুলো ট্রেড করেছি, সেগুলোর এভারেজ হিসেবে আমি প্রফিটে আছি। এরমধ্যে কিছু লস হয়েছে আর অধিকাংশ ট্রেডই সফলতার মুখ দেখেছে। তবে সত্যি কথা বলতে - আমার সময়ের স্বল্পতার পাশাপাশি ধৈর্য শক্তিরও কিছুটা ঘাটতি রয়েছে। তাই আমি ট্রেড করি কম, এনালাইসিস করি বেশি। উল্লেখ্য বিষয় হচ্ছে, আমার করা ট্রেডগুলোর প্রায় সবই স্টপ লস ছাড়া ।
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডার,আমি প্রায় ১ বছর যাবত ডেমো তে ট্রেড অনুশীলন করছি,আমি ২০০ ডলার দিয়ে আমার ডেমো একাউন্ট চালু করি,আমি ডেমো কে রিয়েল মনে করে ট্রেড করে থাকি,আমি এই একাউণ্ট এ লাভ লস উভইয় করেছি,কিন্তু লস থেকে লাভ বেশি করেছি,আমি ২০০ ডলার থেকে প্রফিট করে ৬০০ ডলার পর্যন্ত একাউণ্ট ব্যালেন্স করে ফেলছি।
আমি মনে করি ডেমো ট্রেডিং হল ফরেক্স ট্রেডিং অনুশীলনের প্রাথমিক বিদ্যালয় যার মাধ্যমে রিয়াল ট্রেডিং জগতের হাতেখরি শুরু হয়। ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে একজন নবীন ট্রেডার বিনা ইনভেস্টমেন্টে ব্রোকারের প্রদত্ত র্ভাচুয়াল ডলারের মাধ্যমে ট্রেড করার সুযোগ পায়। ফরেক্স ট্রেডিংয়ে আমি যখন একেবারে নতুন ছিলাম সেই সময় আমিও ডেমো ট্রেডিং করেছি অনেক দিন যার মধ্যদিয়ে রিয়াল ট্রেডিংয়ের অনেক কেৌশল আমি রপ্ত করতে সক্ষম হয়েছি।