-
অবশ্যই মোবাইলের মাধ্যমে ফোরাম এবং ফরেক্স এর সমস্ত কার্যাবলি সম্পাদন করা যায় । একটা সময় ছিল যখন ট্রেডারদের শুধু কম্পিউটারের উপর নির্ভর হতে হত । কিন্ত বর্তমানে তা আর করতে হয় না । কেননা এখন স্মর্টফোনের মাধ্যমেই সব কাজ খুব দ্রুততার সহিত এবং সুষ্টভাবে সম্পাদন করা সম্ভব । তবে ফোরাম পোস্টের ক্ষেত্রে কম্পিউটারেই দ্রুত করা সম্ভব হয় ।
-
ফোরাম আপনি চাইলে কম্পিউটার কিংবা ফোরাম যে কোন স্থান থেকেই করতে পারবেন । এটা নিঃসন্দেহে খুব ভালো একটি উদ্যোগ । আর ফরেক্স ফোরামে এটা সর্বদা মনে রাখতে হবে যে ফরেক্সে ভাল করতে হলে আমাদেরকে ফোরামের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে । কেননা ফোরাম হল ফরেক্সের তথ্য ভান্ডার । এখানে যুক্ত থাকার মাধ্যমেই যথার্থ লাভবান হওয়া যাবে ।
-
আমাদের দেশের প্রায় সকল মানুষের হাতেই এখন অ্যান্ড্রইটফোন আর এটি ব্যাবহার করে আমরা প্রতিনিযত বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজ করে থাকি টিক তেমনি এখন আপনি চাইলে আপনার মোবাইর ফোনটি ব্যাবহার করেও ফরেক্সের ফোরামে নিযমিত ভাবে পোস্ট করতে পারবেন এবং ফরেক্স ট্রেডিংও করতে পারবেন। ফলে আপনার কম্পিউটার না থাকরেও আপনি ফরেক্সে ট্রেড করে আয় করার সুযোগ কিন্তু ঠিকই পাচ্ছেন।
-
হ্যা যাবে। তবে এর জন্য আপনাকে ভাল স্মার্ট সেট ব্যবহার করতে হবে। অথবা ট্যাব দিয়ে ফোরাম করতে পারবেন। তবে আপনি আপনার মনের মত করে পোষ্ট করতে পারবেন না। আপনি দ্রুততার সাথে পোষ্ট করতে পারবেন না। তাছাড়াও হয়ত আপনার অনেক সমস্যা হবে। তাই আমার পরামর্শ হল আপনি কম্পিউটার দিয়েই ফোরামে পোষ্ট করেন। যদি আপনার কম্পিউটার না থাকে সে ক্ষেত্রে ভিন্ন কথা। কষ্ট করে মোবাইল দিয়েই ফোরামে পোষ্ট করতে হবে।
-
মোবাইল থেকে কী ফোরাম করা যায় কিনা আমি ঠিক জানি না। তবে জানি মোবাইল থেকে ফরেক্স করা যায়। যেহেতু মোবাইল থেকে ফরেক্স করা যায় সেহেতু ফোরামও করা যাবে মোবাইল থেকে তা হয়তো ব্যবস্থা হচ্ছে বা গবেশনা হচ্ছে আশা করছি।
-
মোবাইল থেকেও ফোরামে পোষ্ট করা যায়, তবে সেটা একটু বেশি সময় নিয়ে থাকে। ভাল করে টাইপ করা যায়না, তাই আমি পিসিতে পোষ্ট করতে স্বাচ্ছন্দ বোধ করি। তবে মাঝে মাঝে মোবাইর থেকেও ফোরামে পোষ্ট করি।
-
আসলে আমি মোবাইল ফোন ব্যাবহার করে কখনই ফরেক্সের এই ফোরামে কাজ করিনি তবে আমার কিছু বন্ধু ফোরামে নিয়মিত মোবাইল ফোন ব্যাবহার করে পোষ্ট করে থাকে। তবে সেক্ষত্রে আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইট ভার্সনের হতে হবে তাছাড়া আপনি ফোরামে পোস্ট করতে পারবেন না।
-
হ্যাঁ অবশ্যই মোবাইলের মাধমে ফোরামে পোস্ট করা যায় তবে সেটি হিতে হবে একটি এন্ড্রোইড মোবাইল।মোবাইলে টাইপ করা অনেক কষ্ট এবং সময় অপচয় হয়।তাছাড়া মোবাইলে সব অপশনগুলো একত্রে দেখায় না এই জন্য আপনার যদি একটা পিসি থাকে তাহলে মোবাইল থেকে পিসিই অন্নতম।আমি পিসির মাধমে ফোরামে পোস্ট করি।
-
আমরা মোবাইল দ্বারা ফরেক্স ফোরামে কাজ করতে পারি তাই আমাদের মোবাইল সেট টি হতে হবে এন্ড্রোয়েড, যদি ভাল ভাবে কাজের জন্য কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করা অনেক ভাল,ফরেক্স ফোরামে কাজ করে আমরা ভাল করে যদি পোষ্ট করে থাকি তার বিনিময়ে আমরা যে বোনাস পাই তা দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারি।
-
আমার জানামতে মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে। তাই পিসি দিয়ে করা ভাল।