-
ফরেক্স মার্কেটে কোন শ্রেণীবিভেদ নেই । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে টিকে থাকার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের দক্ষতাটকেই জোর দিতে হবে । যার দক্ষতা আছে সে যদি একজন রিকশাওয়ালাও হয় তবে সে ট্রেড করতে পারবে । কেননা ট্রেড করার ক্ষেত্রে এখানে কারো প্রতিষ্টানিক শিক্ষাগত যোগ্যতা চেক করা হয় না । তাই শিক্ষকরাও এই পেশায় নিদ্বিদায় আসতে পারবে ।
-
আমি বলবো শুধু শিক্ষক নয় যেকোন পেশার যে কেউ ফরেক্স ব্যবসা করতে পারবে । ফরেক্স ব্যবসয় শিক্ষকদের জন্য কোন নিষেধাজ্ঞ নাই শিক্ষকরা অনায়াসেই ফরেক্স করতে পারেন । শিক্ষকরা শিক্ষকতার পাসাপাশি ফরেক্স ব্যবসা করে নিজেদের উন্নতি করতে পারবে । শিক্ষকরা ফরেক্স ব্যবসা করে নিজেদের জীবনের উন্নয়ন করতে পারে । শিক্ষকদের ফরেক্স ব্যবসায় এগিয়েআসা উচিৎ ।
-
ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে তাই এই ফরেক্স মার্কেট এ যে কোন পেশার লোক যে কোন দেশে এই ফরেক্স করতে পারে। এই ফরেক্স শিক্ষকরাও করতে পারবে। যদিও শিক্ষকরা দিনে ব্যস্ত থাকে তারপরেও রাতে এই ফরেক্স করতে পারবে।
-
ফরেক্স ব্যবসা যে কেউ করতে পারে কিন্ত তাকে ফরেক্স ব্যবসা করার উপযোগী হতে হবে এখানে মেধা দিয়ে ফরেক্স ব্যবসা করতে হয় তাই শিক্ষক দের কাছে ফরেক্স ব্যবসা খুবিই সহজ হবে এবং তারা তাদের মেধাদিয়ে খুব দ্রুত ভাবে একজন সফল ট্রেডার হতে পারেবন ।
-
ফরেক্স যে কেউ স্বাধীন ভাবে করতে পারে । শিক্ষকরা যদি চায় তাহলে শিক্ষকতার পাশাপাশি ফরেক্স বিনা বাঁধায় করতে পারে ।
-
অর্থনৈতিক দিন থেকেও ফরক্স ভাল ভূমিকা পালন করছে। আমাদের দেশের অনেক ভাল ভাল ট্রেডার রা ফরেক্স থেকে অনেক বড় বড় প্রফিট এ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এটা আমাদের দেশের অর্থনিতীতে দারুন প্রভাব ফেলছে বলে আমি মনে করি।
-
গোল্ড মনে হয় এবার বাইতে যাবে। দেখি কি হয় , আমার তিনটা ট্রেড রানিং আছে বেশ লসে। আশা করছি আমরা আজকে পিভট ব্রেক করে আর ২ পর্যন্ত যেতে পারব। যারা ট্রেড করেন খুব সাবধানে ট্রেড করবেন কেননা এই পেয়ারটা এই মুহুর্তে খুবই কনফিউজিং অবস্থায় আছে। ব্রেক আউট হতে পারে যে কোন দিকে। সেল এ গেলে টার্গেট ১০৭৬ এবং বাইতে গেলে ১১০৬ পর্যন্ত। এটা হল ১ম টার্গেট এবং ২য় টার্গেট আপনার নিজের পছন্দ মত ।
-
ফরেক্স মার্কেট সবার জন্য। শিক্ষরা ফরেক্স মার্কেট এ অবশ্যই কাজ করতে পারবে। অন্য চাকরি জিবি দের থেকে তারা আর ও ফরেক্স এ কাজ করার জন্য বেশি সময় পাবে। ভাল করে ফরেক্স এর কাজ শিখে আর ট্রেড করা শিখে যে কনো শিক্ষক ফরেক্স থেকে আয় করতে পারে আর এটা তাদের একটা বাড়তি ইনকাম হবে। তারা এই টাকা টা অন্য দিকে ব্যায় করতে পারবে।
-
যে কোন মানুষ বা শ্রমিক ও ফরেক্স ট্রেড করতে পারে। এখন আপনি কতটুকু সময় দিতে পারবেন সেই অনুযায়ী আপনাকে ট্রেড এ বসতে হবে। কারন ট্রেড না করলে আপনি প্রফিট করতে পারবেন না। আর শিক্ষকরা সাধারন কম সময় পান। আমার বিবেচনায় এরা ডেইলী চার্ট এ ট্রেড করলে ভালো হয়।
-
শিক্ষকগণও ফরেক্স ট্রেড করতে পারবেন,কোনো সমস্যা নাই৷ যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷