-
সবাই ফরেক্স বিজনেস করতে পারবে । ফরেক্স করতে নারী - পুরুষ ,বেকার - কর্মীক ,ধনী - গরীব কোন বিষয় না । যার একটি ইন্টারনেট সহ কম্পিউটার বা স্মার্ট ফোন আছে সেই ইচ্ছা করলে ফরেক্স করতে পারবে ্ তবে কথা হল সাবাই ফরেক্স করতে পরলেও কিন্তু সবাই ফরেক্স করে লাভ করতে বা সফল হতে পারবে না । এজন্য দক্ষতা ও ধৈর*্য দরকার ।
-
অবশ্যই সবাই ফরেক্স বিজনেস করতে পারবে । কেননা ফরেক্স বিজনেস করতে গেলে কোন ধরনের বাঁধা ধরা নিয়ম লাগে না । ফরেক্স করে আমরা অনেক বেশি পরিমাণে নিজেকে সেরাদের সেরার কাতারে নিয়ে যেতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেডিং যে কেউ করতে পারবে এবং এর জন্য কোন ধরনের অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন নেই । যে ফরেক্সের কিছুই জানেনা সেও চাইলে ফরেক্সে উন্নতি করতে পারবে তবে সে জন্য যথেষ্ট পরিশ্রম করার কোন বিকল্প নেই ।
-
ফরেক্স ব্যাবসা সবধরনের লোক করতে পারে এটা একটা স্বাধীন ব্যবসা ও মুক্ত পেশা। আমি মনেকরি এটা সবাই করতে এটা কোন অসাধ্য কাজ নয়। একটু পরিশ্রমি ও কস্ট করলে ফরেক্স করা সম্ভব।
-
ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ | আমি মনে করি ফরেক্স সবাই করতে পারবে ফরেক্স হল দক্ষতার পরিচয় যে যত দক্ষ সে তত আয় করতে পারবে | ফরেক্স করতে হলে বা ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স দক্ষ হতে হবে |
-
আমরা জানি ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা এবং সবাই চাইলেই ফরেক্স করতে পারবে । শুধু মাত্র ইন্টানেট সংযোগ সহ একটা পিসি বা সমমানের উপকরণ লাগবে । এছাড়াও ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে এই পেশাতে সফল প্রমাণ না করা পর্যন্ত লেগে থাকেবেন । ফরেক্সে সব পেশার মানুষ আসতে পারে এবং ট্রেড করতে পারে ।
-
ফরেক্স বিজনেস সবার দ্বারা করা সম্ভব নয়, কারণ এটি একটি গানিতিক হিসাব নিকাশ দ্বারা করা হয়ে থাকা। যারা গানিতিক হিসাব ভালো ভাবে করতে পারে শুধুমাত্র তারাই এই বিজনেসে উন্নিতি করতে সক্ষম হয়।
-
আমি সহমত আপনার সঙ্গে আবার নয়ও! কারন একটা সময় ছিল যখন ফরেক্স শুধুমাত্র একটি বিশেষ শ্রেনীর মানুষদের জন্য হয়ে থাকত। আর আজ প্রযুক্তির কল্যানে ফরেক্সে সবাই অংশগ্রহন করতে পারে। এটি শুধু আমাদের দেশই নয়, সকল দেশের জন্যই শুভকামনা। আর আমাদের দরিদ্রতম দেশের জন্য এটি হতে পারে আশির্বাদ যদি এটিকে বেশ গুরুত্ব দিয়ে আমরা শিখতে পারি এই সম্পর্কে।
-
হ্যা ভাই ফরেক্স সবাই করতে পারে কারন ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা। শুধু মাত্র ইন্টানেট সংযোগ সহ একটা পিসি বা সমমানের উপকরণ লাগবে । এছাড়াও ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন ধৈর্য্য ধরে। ফরেক্সে সব পেশার মানুষ আসতে পারে এবং ট্রেড করতে পারে।এখানে যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি লাভবান হতে পারবে বলে মনে করি।
-
ফরেক্স মার্কেটের সুযোগ সুবিধার কথা জানতে পেরে অনেকেই এই মার্কেটে ট্রেড করার ব্যপারে আগ্রহী হয়ে উঠেন। কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না বেশিদিনের জন্য। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে মার্কেটে টিকে থাকতে হবে অবশ্যই। তাই নতুন ট্রেডার দের ট্রেড করার আগে থেকেই সাবধান হতে হবে। না জেনে না বুঝে মার্কেটে ট্রেড করতে আসলে লাভ তো দুরের কথা,অল্প দিনেই সব টাকা হারানোর শঙ্কা থেকে যায়। তাই আগে ভালভাবে ডেমো ট্রেডিং করে মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
হ্যা পারবে।কিন্ত সবাই লাভ করতে পারবেনা।যারা পরিশ্রম করে তারাই লাভ করতে পারবে।