-
সব কিছুর মুলে হচ্ছে ধর্য্য। কেউ যদি মনে করে যে ফরেক্স মার্কেটে সে রাতারাতি বড়লোক হতে চায় তবে সে ভুল করবে বলে আমার মনে হয় কারন একজন ফরেক্স ট্রেডার যদি ভুল মানি মেনেজমেন্ট করে তবে সে তার এই ভুলের জন্য অনেক লসের মধ্য পড়েযাবে আর এর জন্য সে লাভের মুখ দেখতে পারবে না।
-
ফরেক্স ট্রেডিং আপনার আয়ের পরিপূরক করার একটি দুর্দান্ত উপায়। এমনকি আপনি যদি একটি পূর্ণ বা খণ্ডকালীন কাজ করেন তবে ফরেক্স ট্রেডিং আপনার আয়ের ক্ষেত্রে মূল্যবান যোগ হতে পারে। আপনার বিনিয়োগের জন্য কম সময় থাকলে এই সম্ভাব্য উচ্চ মুনাফার বাজারে শুরু করার কয়েকটি টিপস আমরা এখানে শেয়ার করব।
-
ফরেক্স ব্যবসা খুব সহজ ব্যবসা না । এই ফরেক্স ব্যবসা করতে হলে সকলের আগে ধৈর্য্য দরকার তারপর মানিম্যানেজমেন্ট এবং তারপর নির্লোভ হতে হবে । আমি মনে করি তারাই ফরেক্স মার্কেটে টিকে ঠাকতে পারে যাদের ধৈর্য্য , মানিম্যানেজমেন্ট এবং নির্লোভ মন রয়েছে । কারন আমার ধৈর্য্য , মানিম্যানেজমেন্ট এবং নির্লোভ মন আছে বলে আমি ৬ বছর ফরেক্স ব্যবসায় টিকে আছি ।
-
হ্যাঁ. আপনি সঠিক. তবে এটি কেবল আপনার চিন্তাভাবনা। আমি মনে করি, অনলাইন ব্যবসা হিসাবে - এটি একটি ভাল ব্যবসা। কারণ এটি জাল বা মিথ্যা নয়। কিন্তু পেশা হিসাবে এটি এতটা ভাল নয়। কারণ এটি খুব শক্ত, খুব ঝুঁকিপূর্ণ এবং খুব জটিল। এটি দীর্ঘমেয়াদী প্রস্তুতি, দীর্ঘমেয়াদী কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী অনুশীলন এবং অপেক্ষা করা দরকার। খুব কম লোকই এতে সাফল্য পেতে পারে।
-
বিশ্লেষণ, মানিম্যানেজমেন্ট এবং ধৈয্য এগুলো ফরেক্স ব্যবসার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ফরেক্স ব্যবসা করতে চাইলে অবশ্যই তার মধ্যে এই তিনটা মেনে চলার প্রবল ইচ্ছা থাকতেই হবে। যে ট্রেডার এই তিনটা জিনিস মনে ট্রেড করতে পারবে, আসলে এই ফরেক্স মার্কেটে সেই সফলতা অর্জন করতে সক্ষম হবে।
-
খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন যে বিশ্লেষণ , মানি ম্যানেজমেন্ট , ধৈর্য এবং নির্লোভ মনোভাব এর সমন্বয়ে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারি । আমি মনে করি কোন ট্রেডারের ভিতরে এই গুনগুলো থাকলে খুবই সহজে তারা ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রচুর অর্থ উপার্জন করতে পারি । তাই আমাদের উচিত আমাদেরও এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করা ।
-
ধৈর্য্যহীনতা ও লোভ দূর্বল মানষিকতার পরিচয়। দূর্বল মানষিকতা নিয়ে ফরেক্স ট্রেড করা যায় না। ফরেক্সে সফল হতে হলে ধৈর্য্যসহকারে মন দিয়ে এনালাইসিস করতে হবে। এরপর মুদ্রা জোড়ার চার্ট দেখে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। ট্রেড দেওয়ার সময় লোভবশত বেশি লট দিয়ে ফেললেও বিপদ হতে পারে, মানি ম্যানেজমেন্টাও জরুরী।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর সার্বিক সফলতা এসব বিষয়ের উপরই নির্ভর করে । ফরেক্স ট্রেডিং এ লোভ অনেকটা আত্মঘাতী বোমার মত । যা নিজের একাউন্ট নিমেষেই শেষ করে দিতে পারে । তাই ফরেক্স মার্কেট এ কোন ভাবেই লোভ করা যাবে না । সব সময় লোভ পরিত্যাগ করে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে একটি সুন্দর প্রক্রিয়ার মাধম্যে ।
-
আমিও আপনার সাথে পুরোপুরি ভাবে একমত কারন ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে সফলতা লাভ করতে হলে অবশ্যই একজন ট্রেডারের মধ্যে ধৈয্য ধারনের ক্ষমতা থাকতে হবে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসবে তার কাছে কোন অবস্থায়ই মাথা নত করা চলবে না সাথে সাথে মানিম্যানেজমেন্ট যাকে ফরেক্সের ট্রেডিংয়ের প্রান বলা হয় সেই বিষয়ে আপনার পরিপূর্ন জ্ঞান থাকা আবশ্যক তাছাড়া আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে ভাল প্রফিট করতে হলে অবশ্যই লোভকে চিরতরে পরিহার করতে হবে।
-
আমিও আপনার কথার সাথে একমত আছি। ফরেক্স মার্কেট এমনি একটা ব্যবসা কেন্দ্র যেটা অন্য সকল ব্যাবসা থেকে সম্পূর্ণ আলাদা । ফরেক্স মার্কেট থেকে আমাদের কাজ করে লাভ করতে হলে অনেক ধৈর্যশীল হতে হবে । সেই সাথে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে,,,,,, ভালো অভিজ্ঞতা ছাড়া কোন ভাবে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়,,,,,, ধন্যবাদ ।