-
সত্যি কথা বলতে ফরেক্স ট্রেডিং নিয়ে আমি এখনও খুশি না। কারণ এইতো সেদিন মাত্র আমি OctaFX ব্রোকারের মাধ্যমে বোনাস এমাউন্ট দিয়ে ফরেক্স ট্রেডিংয়ের যাত্রা শুরু করি। যদিও আল্লাহর রহমাতে, দৈনিক ১০/১৫ ডলার মিনিমাম লাভ করতেসি, কিন্তু আমি মনে করি আমি এখনও স্কিলড হতে পারি নাই। শিখার আছে অনেক কিছু। কারণ যেতে হবে বহুদূর। আর তাই, সফলতা আসবে যখন তখনই খুশি হতে পারবো ভালোভাবে।
-
শিক্ষার কোন শেষ নেই । ছোট থাকতে আমরা পড়েছি দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহন করলেও শেখার শেষ নাই । তাই ফরেক্স শিখতেও নির্দিষ্ট কোন সময়ের মধ্যে বেধে দেয় না । আপনি চাইলে ২/৩ মাসে ফরেক্স কোর্স শেষ করতে পারেন ।
-
আমার মতে ফরেক্স শিখতে কম পক্ষে ৩ মাস থেকে এক বছর লাগতে পারে। ৩ মাসে হয়তো শিখতে পারবে কিন্তু প্পরু পুরি রপ্ত করতে কম পক্ষে একবছর লাগার সম্ভবনা আছে। তারপর ও বলব যার যার মেধা, শ্রম যদি থাকে তাহলে হয়তো আরও কম সময় ও লাগতে পারে। অনেক সময় দেওয়া লাগে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেটা সব সময় খোলা থাকে ঠিক কিন্তু না জেনে ,না বুঝে করতে গেলে লস হবে এবং হতাশাগ্রস্থ হলে সমস্যা বাড়বে । এজন্য ফরেক্স ভাল ভাবে জানতে হবে বুঝতে হবে । এজন্য জন্য সময় ব্যয় করতে হবে । যতই সময় দিবে তত বেশী ফরেক্স সম্পর্কে জানা জাবে এবং লাভের সম্ভবনা থাকবে ।তাই ফরেক্স শিখতে কত সময় দিবেন তা আপনার নিজস্ব বিষয় ।
-
ফরেক্স মার্কেটের ট্রেডিং শিখতে অনেক লোকের বিভিন্ন ধরনের সময় লাগে বেশির ভাগ ফরেক্স ট্রেডার ৬ থেকে ১ বছরের মধ্যে ট্রেডিং শিখতে পারে আবার অনেক সময় কিছু লোকের যারা বুঝে অনেক তাড়াতাড়ি ১ থেকে ৩ মাসের মধ্যে ট্রেডিং শিখতে পারে এবং ভাল দক্ষ ট্রেডার হতে পারা যায়।
-
শিক্ষার কোন শেষ নেই । ছোট থাকতে আমরা পড়েছি দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহন করলেও শেখার শেষ নাই । তাই ফরেক্স শিখতেও নির্দিষ্ট কোন সময়ের মধ্যে বেধে দেয় না । আপনি চাইলে ২/৩ মাসে ফরেক্স কোর্স শেষ করতে পারেন । তবে ৩ মাসেই আপনি যে অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন তাও ঠিক নয় । নিয়মিত অনুশিলন ও শিক্ষা গ্রহন থেকে আপনি কম সময়ে ফরেক্স ট্রেড মার্কেট আয়ত্ত করে নিতে পারবেন ।।
-
কে কতদিনে আয়ত্তত করতে পারবে এটা একটাা আপেক্ষিক ব্যাপার । আসলে ফরেক্স একটা এমন বিষয় যেটা অায়ত্ত করতে গেলে একটু আধটু বেশি কষ্ট করতে হবে । অনেকে নতুন এসেই প্রথমে মনে করে যে এটা হলো টাকা বানানোর মেশিন । কিন্ত্ একটা সময় গিয়ে তারা মার্কেটের বাাস্তবতা বুঝতে পারে । তাই এই ধরনের ট্রেডার অনেক বেশি পরিমাণে হতাশায় ভুগতে থাকে । চেষ্টা যদি থাকে অবিরত তবে জয় হবেই অবধারিত ।
-
ফরেক্স শেখার নির্দিষ্ট সময় নেই। কেউ চাইলে ২/৩ মাসের অক্লান্ত পরিশ্রম দ্বারাই ফরেক্স শিখতে পারে। তবে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে অনেক সময়ের প্রয়োজন। আর শেখার কোবন শেষ নেই। প্রতিটা ট্রেড আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দেবে। মাঝে মাঝে কনফিউশন এ পড়বেন।
-
ফরেক্স মাকেট শেখার কোণ শেষ নেই আমি মনে করি আপনি ফরেক্স মাকেটে যত পারতিস করবেন তত ফরেক্স সম্পরকে শিখতে বা জানতে পারবেন | ফরেক্স থেকে শিখার জন্য আপনাকে ডেমো পারতিস করতে হবে ৬ থেকে ৯ ম মাস আপনি ডেমো পারতিস করতে থাকলে আপনি ফরেক্স থেকে এক সময় আয় করতে পারবেন আর শিখতে পারবেন |
-
ফরেক্স শিখতে কতদিন সময় লাগে তা প্রকৃত পক্ষে বলা কঠিন । কারন সবার মেধা এক রকম নয়। ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে এটা নির্ভর করবে আপনার সঠিক অনুশীলন এর উপর । আপনি যত বেশি ফরেক্স ট্রেডিং অনুশীলন করবেন আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়বে । তবে আপনাকে প্রথমে ৬-১০ মাস ডেমো ট্রেডিং করতে হবে । তারপর যদি আপনি মনে করেন আপনি রিয়েল অ্যাকাউন্ট এ লাভ করতে পারবেন তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারেন ।