-
আমি একজন ছাত্র আমি লেখা পড়ার পাশাপাশি ফরেক্স ব্যবসা করে থাকি।তাই আমি ফরেক্সকে প্রফেশন হিসাবে নিতে পারি নাই। কেননা আমি ফরেক্সয়ে বেশি সময় দিতে পারি না।।তাছাড়া ফরেক্স সম্পর্কে আমি তেমন দক্ষতা ওঅভিজ্ঞতা অর্জন করতে পারি নাই তাই আমি পার্ট-টাইম হিসাবে ফরেক্স করি।তবে ইচ্ছা আছে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে ফরেক্সকে পেশা হিসাবে গ্রহণ করার।
-
ফরেক্স মার্কেট কে আমি পেশা হিসেবে গ্রহণ করতে পারিনি। কারন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ফরেক্স মার্কেটে আমি একজন পার্ট টাইম ট্রেডার হিসেবে কাজ করছি। ফরেক্স মার্কেটকে প্রফেশন হিসেবে গ্রহণ করতে হলে অনেক অভিজ্ঞতার দরকার হয় যা আমার এখনো হয়ে ওঠেনি। এছাড়াও ফরেক্স এর পেছনে অনেক সময় ব্যয় করার প্রয়োজন যা চাকরি করার পাশাপাশি আমার কখনোই সম্ভব নয়।চাকরির পাশাপাশি যেটুকু সময় পাই সেটুকু সময় ফরেক্স এর পেছনে ব্যয় করি।
-
ফরেক্স কে পেশা হিসাবে এখনো নেওয়া হয়নি তবে নেওয়ার ইচ্ছা আছে । কারণ ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু জানা-শেখার আছে। ফরেক্স সম্পর্কে পরিষ্কার ধারণা,গভীর জ্ঞান ,দক্ষতা অর্জন খুবই জরুরী ; না হলে ফরেক্স কে পেশা হিসাবে নেওয়া হলে সফলতা না আসতে পারে। তখন নেগেটিভ ধারণা তৈরী হতে পারে , এজন্য প্রস্তুতি নিয়েই পেশা হিসাবে শুরু করতে হবে। এজন্য সিনিয়র ভাইদের সহযোগিতা, বিশেষ করে ফরেক্স ফোরামের মাধ্যমে বেশ উপকৃত হচ্ছি ।
-
যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্রা করে,তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারেন না।
আমি একজন মেডিকেল ছাএী। তাই আমার তেমন সময় হয় না।এর জন্য আমি ফরেক্স পারটাইম সময় দি।আর আমি এখনও অতো বেশী দক্ষ হতে পারিনি যে ফরেক্সকে পেশা হিসেবে নিবো। এর জন্য অনেক সময়ের প্রয়োজন।আমার অবিজ্ঞতাও কম তাই এখন পেশা ফরেক্স কে নিতে চাই না।আরও শিখতে চাই , জানতে চাই। তারপর একে পেশা হিসেবে নিবো আশা করি
-
ফরেক্স বিজনেসকে ফুল টাইম হিসেবে নেয়ার কোন ইচ্ছে নাই আবার এটাও জানি ফরেক্স করতে আমার ভাল লাগে । তাই এই ব্যবসাকে আমি সারা জীবন পার্ট টাইম হিসেবে করার সিদ্ধান্ত নিয়েছি । এর আগেও কয়েকবার আমি ফরেক্স ছেড়েছি কারণ আমার ধৈর্য কম আর তাছাড়া ফরেক্স শেখার চেয়ে অর্থ উপার্জনের প্রতি মনোযোগ বেশী ছিল কিন্ত এখন আমি বুঝতে পেরেছি এই ব্যবসাটি ধৈর্য ধরে শিখতে পারলে অর্থের পেছনে আমাকে ছুটতে হবে না । তাই এবার মনটাকে অনেক স্থির রেখে শুধুর শেখার পেছনে সময় দিচ্ছি । আর ফোরাম এ নিয়মিত পোস্ট করব যাতে বিনিয়োগের জন্য ভাল ক্যাপিটাল অর্জনের পাশাপাশি যারা অভিজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ রাখতে পারি , তাদের কাছ থেকে কিছু শিখতে পারি । পাশাপাশি একটি চাকরি পাওয়ার জন্য পড়াশুনা করছি ।
-
প্রথমে পার্টটাইম ব্যবসা হিসেবে নেই তারপর যখন ইন্টাফরেক্সের অর্থায়নে প্রতিষ্ঠিত বিভিন্ন ফোরামের খবর পাই তখন থেকে এটাকে পেশা হিসাবে নিয়েছি। আমার প্রতি মাসের টার্গেট খুব অল্প পরিমান টাকা যেটা প্রফিট করতে আমাকে খুব বেশি রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমি আমার নিজের বাড়ীতে বসে ট্রেডিং করি তাই আমার কোন বাড়তি খরচ নেই। আমি বর্তমানে ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র। আশা করছি আমার ডিগ্রী শেষ হওয়া পর্যন্ত আমি নিজেকে ফরেক্সের সাথে অনেকখানি মানিতে নিতে সক্ষম হব। আর বাংলাদেশ ফরেক্স ফোরামে জয়েন করার পর থেকে ক্যাপিটাল রিলেটেড সকল টেনশন থেকে মুক্তি পেয়েছি। এখানে আমাকে বস্তুনিষ্ঠ পোস্ট করতে হবে যেটা দ্বারা নতুন ট্রেডাররা উপকৃত হবে। আমি আমার এই প্রচেষ্টা অব্যাহত রাখব আর অদূর ভবিষ্যতে আমি যেন একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারি সেই জন্য সবার কাছে দোয়প্রার্থী। আমি বর্তমানে ফরেক্সের মৌলিক নির্দিষ্ট বিষয়ের উপর ফোকার করেছি।
-
জী হ্যা আমি ফরেক্স আমি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি,ফরেক্স আমার একটা পার্ট টাইম বিজিনেস,আমি একজন ছাত্র আমি আমার পড়ালেখার পাশাপাশি এই বিজিনেস করি,পড়ালেখা শেষ করে আমি যানি জব পাওয়া যাই না তাই আমি এই বিজিনেস টিকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি।
-
আমি একজন ছাত্র,ফরেক্স আমার একটি পার্ট টাইম বিজিনেস,আমি আমার পড়ালেখার পাশে আমার অবসর সময়ে ট্রেড করি,বাট আমার ফরেক্স বিজিনেস কে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা আছে,আমি যানি পড়ালেখা শেষ করে জব নাও পেতে পারি,তাই আমি ফরেক্স কে সামনে প্রফেশন হিসেবে বেছে নিবো।
-
আসলে ফরেক্স আমি এখনো প্রফেশনাল হিসেবে নিতে পারিনি তবে আমার ইচ্ছা আছে প্রফেশনাল হিসেবে নেয়ার। আমি এখন একটি চাকরি করছি তার পাশাপাশি ফরেক্স করছি পার্টটাইম হিসেবে। ভবিষ্যতে আমি ফরেক্সকে প্রফেশনাল হিসেবে নিতে চাই।
-
এদিকে আমার ইচ্ছা ফরেক্সকে প্রফেশন হিসেবে নেয়া। চাকুরীর পাশাপাশি হয়ত ফরেক্স করা যাবে কিন্তু একনকার মত সময় দেয়া সম্ভব হবে না। তাই খুব দুশ্চিন্তায় আছি। আবার মুলধন ও পর্যাপ্ত নয় যে রিটার্ন ভাল আসবে। চেষ্টায় আছি ফরেক্স নিয়ে খুব ভাল একটা রেজাল্ট আনার যাতে ফরেক্সকেই প্রফেশন হিসেবে নিতে পারি।