ফরেক্স ব্যবসা অন্যান্য ব্যবসার মতই এক ধরনের ব্যবসা। যার মধ্য লাভ যেমন বেশি হয় তেমনেই লসও হয়ে থাকে। তবে ফরেক্স মার্কেট সম্পর্কে যদি অদিক অবিজ্ঞতা থাকে আর এই অবিজ্ঞতা যদি প্রপার ব্যবহার করা যায় তবে ফরেক্স ব্যবসাই অদিক লাভজনক।
Printable View
ফরেক্স ব্যবসা অন্যান্য ব্যবসার মতই এক ধরনের ব্যবসা। যার মধ্য লাভ যেমন বেশি হয় তেমনেই লসও হয়ে থাকে। তবে ফরেক্স মার্কেট সম্পর্কে যদি অদিক অবিজ্ঞতা থাকে আর এই অবিজ্ঞতা যদি প্রপার ব্যবহার করা যায় তবে ফরেক্স ব্যবসাই অদিক লাভজনক।
ফরেক্স ট্রেডিং অবশ্যই লাভজনক ব্যবসা কিন্তু সবার জন্য নয়। কারণ সবাই যদি ফরেক্স ট্রেডিং থেকে লাভ করতে পারত তাহলে বেশিরভাগ ট্রেডার ধনী হয়ে যেত। কিন্তু বাস্তবটা তার বিপরীত ফরেক্স মার্কেটে 90% ট্রেডার ব্যালেন্স হারিয়ে মার্কেট থেকে সরে যেতে বাধ্য হয়।অর্থাৎ ফরেক্স ট্রেডিং তাদের জন্যই লাভজনক যারা ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ,যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং কোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করে থাকে। শুধুমাত্র তাদের জন্যই ফরেক্স মার্কেট লাভজনক ব্যবসা এবং তারাই ফরেক্স মার্কেট থেকে আয় করে ধীরে ধীরে একজন ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবে।
আমার মতে ফরেক্স ট্রেডিং মার্কেট একটি লাভ ও লস জনক ব্যাবসা তার কারন আম যদি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেট লভ জনক ব্যাবসা আর সাথে সাথে কাজ করা শুরু করি তাহলে খুবই ভুল করবেন তার কারন আপনি না যেনে কাজ শুরু করছেন তাই কি করতে হবে এই টা আপনি বুজতে পারবেন না আর যদি ভাল করে যেনে কাজ শুরু করেন তাহলে আপনি লভ করতে পারেন।তাই আমাদের লভ লস দুইটায় মাথায় রেখে কাজ করতে হবে।
আমি মনে করি যে, ফরেক্স অধিক লাভ জনক ব্যবসা। তবে সবার জন্য না। আপনি যদি শুরুতে অনেক টাকা আয় করতে চান তাহলে সেটা আপনার জন্য লাভজনক নয় বরং লসজঅনক ব্যবসায় পরিনত হবে। কারন ফরেক্স এ সবাই লাভ করতে পারে না। তবে আপনি আপনার পরিশ্রম আর সাধনা দারা এখানে সফল হতে পারবেন।
এটা ঠিক যে ফরেক্স অধিক লাভজনক ব্যবসা। কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই অধিক ঝুকি নিয়ে ট্রেড করতে হবে। অর্থাৎ বেশি ঝুকির মাধ্যমে এই ব্যবসা আপনাকে অধিক লাভ করতে সাহায্য করতে পারবে তবে শুধু যে লাভ হবে সেটা কিন্তু নয়। কারণ আপনার একটি সামান্য ভুল সিদ্ধান্তে আপনার বড় ধরনের লসও হতে পারে। অর্থাৎ এই ব্যবসা আপনাকে যেমন বেশি লাভ দিবে তেমনি লসও দিবে। তাই আপনি যখনই ট্রেড করবেন তখন অবশ্যই সাবধাণতার সহিত ট্রেড করবেন আর বেশির লাভের আশায় কখনই অত্যাধিক ঝুকি নিয়ে ট্রেড করবেন না।
ভাই সব ব্যবসার মতই ফরেক্স একটি ব্যবসা আপনি অন্য ব্যবসা করে যে পরিমাণ লাভ বা মুনাফা উপার্জন করতে পারবেন ফরেক্স করেও ঠিক তেমনি লাভ করতে পারবেন। তবে ফরেক্স ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিভিন্ন ধরনের খোজ খবর নিয়ে ফরেক্স এ ব্যবসায় করতে হবে। কারণ এই ব্যবসাটি সম্পূর্ণ কারেন্সি মুদ্রা নিয়ে গঠিত। যদি আপনি উক্ত জ্ঞান গুলো ভাল ভাবে অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।
ফরেক্স ট্রেডিং অবশ্যই একটি লাভজনক ব্যাবসা তার জন্য যে ফরেক্স ট্রেডিং ভাল বুঝে এবং নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে এটিকে ভাল ভাবে নিজের মধ্যে রপ্ত করতে পেরেছে। এখন আপনি যদি ফরেক্স ট্রেডিং করলেই প্রফিট লাভ করা যায় এই মনোবল নিয়ে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়াই এখানে ট্রেড করতে শুরু করেন তা হলে তখনতো অবশ্যই লস করবেন।
ফরেক্স একটি লাভ জনক ব্যাবসা ঠিকাছে কিন্তু সেটা অনেক পরে বুঝতে পারবেন যে এটা লাভ জনক একটা ব্যাবসা। শুরুতে আসলে আপনি কিছুই বুঝে উঠতে পারেবেন না। তাই আমি বলবো শুরুতেই ধনী হবার কথা চিন্তা না করে যদি তিন্তা করেন যে না আমি এখান থেকে ভালো কিছু আশা করি , ভালো কিছু শিখতে চাই তাহলে সেভাবেই শুরু থেকে শিখতে হবে। লাভ লসের হিসেব করার আগে ভালো ভাবে শিখতে হবে তারপর লাভ লস হিসেব করবেন
ডিয়ার মেম্বার ফরেক্স আমারে লিয়েএকা থাকার বাতাবি সপ্তাহেজাভা ফর এক্সএমএল চিত্রসেনা তোরেঙ্গেওর মার্কেট কো সমাজ করে ট্রেডিং কারেংগেঅর্ক বিবি চলতে পারিনা কইবি ট্রেড ওপেন নেহি কারেঙ্গেঅর্য়ারগো নিউজ করির কারেংগেযো মার্কেট কম্প্যাক্ট কারতি হেস্ত্রা হামদর্দ মার্কেট জায়েঙ্গেওর ফিরছে বহৎ আচ্ছা প্রফিট বিকমা পায়েঙ্গে
ফরেক্স এ যেমন লাভ তেমন ঝুঁকিও আছে। তাই বুজেশুনে এই বিজনেস এ আসতে হবে। আমি মনে করি আপনি আগে দক্ষ ট্রেড্রার হয়ে উঠুন। ডিমো তে সময় দিন। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখুন। রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নিন। এতে করে অদিক লাভ না আসলেও আপনার তেমন খতি হবে না ইনশাআল্লাহ।