আমি মনে করি ফরেক্স এ ভালো ট্রেডার হবার জন্য এবং সফল হবার জন্য ফরেক্স এ প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিতে হবে,ফরেক্স এ সময় দিলে ট্রেডার এর দক্ষতা অনেক তাড়াতাড়ি বেড়ে যায় এবং ফরেক্স থেকে সময় এর প্রতিদান পাওয়া যায়।তখন ফরেক্স থেকে নজের সপ্ন পুরন সম্ভব হয়।
Printable View
আমি মনে করি ফরেক্স এ ভালো ট্রেডার হবার জন্য এবং সফল হবার জন্য ফরেক্স এ প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিতে হবে,ফরেক্স এ সময় দিলে ট্রেডার এর দক্ষতা অনেক তাড়াতাড়ি বেড়ে যায় এবং ফরেক্স থেকে সময় এর প্রতিদান পাওয়া যায়।তখন ফরেক্স থেকে নজের সপ্ন পুরন সম্ভব হয়।
প্রতিদিন আমি ফরেক্সে ২ থেকে ৩ ঘন্টা সময় ব্যায় করে থাকি । আসলে আমি একটি চাকুরি করি। তাই আমি চাকুরির পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করে থাকি। তবে আমি চাকুরি শেষে যে সময়টা পাই এর সবটুকূ সময় ফরেক্স মার্কেটকে দেওয়ার জন্য চেস্টা করে থাকি। আমি এখনো নূতন তাই ফরেক্স ফোরামে ও ডেমো একাউন্টে কাজ করে ধীরে ধীরে ফরেক্স সম্মন্ধে অনেক কিছু জানতে পারছি ও অভিজ্ঞতা অর্জন করছি | আমি চেস্টা করছি আরও একটু বেশি সময় ফরেক্সে দিতে এবং ট্রেডিং এ ওভিজ্ঞতা অজ'ন করতে।
ফরেক্স থেকে মুনাফা করতে হলে এর পিছনে সময় দিয়ে লেগে থাকতে হবে । কারণ এর পিছনে নিয়মিত সময় না দিলে মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকবেনা এবং মার্কেট ভালো ভাবে বুঝা যাবে না । তাই ট্রেড নেয়ার সময় সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে । আমাদের উচিত প্রতিদিন কিছুটা সময় ফরেক্সে দেয়া ও নিয়মিত বাংলাদেশ ফরেক্স ফোরামে সময় দেয়া । এই সময়টা আমাদের মুনাফা বা ডলার রূপে ধরা দিবে যখন আমরা শিখতে ও জানতে পারবো ও সবসময় সব খুজঁখবর থাকবে আমাদের মাথায় ।
ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন আমি ফরেক্সে ৫ থেকে ৬
ঘন্টা সময় ব্যায় করে থাকি এই সময়ের
মধ্যে আমি মার্কেট অ্যানালাইসিস
করি,ট্রেড ওপেনের আগে
মানিম্যানেজমেন্ট করি,অভিজ্ঞ
ফরেক্স মার্কেট বিশ্লেষকদের
দেওয়া অ্যানালাইসিসের সাথে
নিজের অ্যানালাইসিস কমপেয়ার
করি অবশেষে ট্রেড ওপেন করি।
মার্কেট বুঝতে হলে প্রথমে একটু বেশী সময় দেয়া দরকার। আমি মূলত স্কাল্পিং পছন্দ করি। স্কাল্পিং করলে সময় দিতে হয়। ছোট ছোট ট্রেড করে অতি দ্রুত প্রফিট করা যায়। কিন্তু লং ট্রেড করলে আমাদের সময় অনেক দিতে হয়। আমি দুপুররের পর থেকে ফরেক্স এ সময় দেই।
আপনি যে ভাবে ফরেক্সকে নিবেন সে ভাবে সময ব্যয় করা উচিত, যদি আপনি পুল টাইম পেশা হিসাবে নিতে চান তাহলে আমার মতে আপনাকে প্রতি দিন কমপক্ষে ৮-১০ ঘন্ট সময় দেওয়া উচিত, কারণ একজন চাকুরি জীবী বা ব্যাবসায়ী তার উন্নতির জন্য এই রকমই সময় ব্যয় করে থাকেন, তাই ট্রেডে ভাল করতে এই রকম সময় দেওয়া জরুরি।আর যদি পার্টাইম হিসাবে নেন তাহলে আপনি আপনার সুবিধা মত সময় ভাগ করে নিতে পারেন ।
আমি ফরেক্স মার্কেতে যতক্ষন ফ্রি থাকি ততক্ষন সময় দিই।আমি ফরেক্সে নতুন তাই প্রথম অবস্থাই ডেমো একাউন্টে প্রাকটিস করি আর বাংলা ফোরামে সবার কমেন্ট পড়ার চেস্টা করি যাতে মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারি।
আমি একজন ছাত্র তাই আমি পড়াশুনা শেষ করে যতটুকু সময় পায় ততটুকু ফরেক্স এ দেই। দিনে কমপক্ষে ৪-৫ ঘন্টা সময় আমি ফরেক্স এ দিয়ে থাকি।
আমি পতিদিন ৮ থেকে ১০ গন্তা ফরেক্স মার্কেট এ টেড করে থাকি । এই কারন এ আমার ফরেক্স মার্কেট এ ভাল লাভ হই আপনি এত টাইম ফরেক্স মার্কেট এ টেড করতে পারেন আপনার ও ভাল লাভ হবে । আপনি মার্কেট থেকে অনেক কিছ শিখতে পারবেন যা আপনার জন্য পরবরতিতে ভাল হবে টেড করার জন্য আপনি তাই মনে করি আতার জন্য
ব্যক্তিগতভাবে আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার। আমি ফরেক্স বাদে কম্পিউটারের ব্যবসা করে থাকি। তাই ব্যবসার পাশাপাশি ফরেক্স ট্রেড করে থাকি। ব্যবসার পাশাপাশি যখনই সময় পাই তখনই ফরেক্স করে থাকি। ফরেক্স এর জন্য আমার কোন নির্দিষ্ট টাইম নাই। যখনই অবসর পাই তখনই ফরেক্স করি। আমার ইচ্ছে ফরেক্স কে আমার ফুল টাইম পেশা হিসেবে নেয়ার। তাই ফরেক্স নিয়েই বেশি এ্যানালাইসিস করে থাকি।