ফরেক্স এ যারা কাজ করে তারা সবাই চাই দক্ষ ট্রেডার হতে আমি ও চাই যে একজন দক্ষ ট্রেডার হতে। ফরেক্স এ দক্ষ ট্রেডার ছাড়া সফল হওয়াসম্ভব না। ফরেক্স থেকে ভাল আয় করতে গেলে আপনাকে দক্ষ ট্রেডার হতেই হবে। তাই আমি চাই ফরেক্স এ দক্ষ ট্রেডার হয়ে ভাল আয় করতে ।
Printable View
ফরেক্স এ যারা কাজ করে তারা সবাই চাই দক্ষ ট্রেডার হতে আমি ও চাই যে একজন দক্ষ ট্রেডার হতে। ফরেক্স এ দক্ষ ট্রেডার ছাড়া সফল হওয়াসম্ভব না। ফরেক্স থেকে ভাল আয় করতে গেলে আপনাকে দক্ষ ট্রেডার হতেই হবে। তাই আমি চাই ফরেক্স এ দক্ষ ট্রেডার হয়ে ভাল আয় করতে ।
ফরেক্স এ আমার সপ্ন একটাই তা হল আমার অনিশ্চিৎ ভবিষ্যতের একটা ভিত্তি গঠন করা। আমি বর্তমানে একজন ছাত্র। জানিনা বাংলাদেশের চাকরির যা হাল তখন কোন চাকরি পাব কিনা। তাই আগে থেকে নিজেকে প্রস্তুত করে রাখতে চাচ্ছি যাতে চাকরি না পেলেও চলার পথে কখনও বাধা না নেমে আসে। আমার ইচ্ছা হচ্ছে ফরেক্স এর সাহায্যে আমার জীবন টাকে গড়ে নেওয়া।
ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আমি আমার নিজের সফল ক্যারিয়ার তৈরি করতে চাই যার সেই লক্ষকে বাস্তবায়নের জন্যই আমি ফরেক্স ট্রেডিং বিষয়ে প্রথম ভাল ভাবে ট্রেডিং দক্ষতা,জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করেছি এবং তার পরই এখানে ট্রেড করতে এসেছি আর এখন এখান থেকে মোটমুটি বেশ ভালই প্রফিটের সারা পাচ্ছি।
একজন ফিলান্সার হিসাবে নিজেকে প্রতিষ্টিত করার লক্ষ নিয়ে ফরেক্স শুরু করেছি । যদি এখন চাকুরীতে আছি তবে আমার খুব ইচ্ছা একজন ফিলান্সর হই। তাই হাতে যথেষ্ট সময় আছে চেষ্ট করছি নিজেকে ফরেক্সে নিজের জাযগা তৈরী করতে। একটু একটু করে শিখে একদিন অনেক অভিজ্ঞ হবো । নিজেকে প্রফেশনাল ট্রেডার প্রতিস্টিত করাই ফরেক্সে আমার লক্ষ । হয়ত দুবছর বা তার অধিক সময লাগবে । তবু আমি আছি ফরেক্সে ।
ভাই আমি ফরেক্স মাকেট করি ফরেক্স থেকে আয় করব বলে আমি মনে করি ফরেক্স থেকে দক্ষতা ছারা ফরেক্স থেকে আয় করা সম্ভব না | ফরেক্স থেকে আমার লক্ষ আয় করা আর ফরেক্স থেকে আমাকে আয় করতে হবে তার জন্য আমি ফরেক্স করছি | এমন স্ক দিন আসবে আমি ফরেক্স থেকে অনেক অনেক আয় করব |
আমার ফরেক্স মার্কেট এ বেশি চাওয়া নাই আমি আশা করি ফরেক্স মার্কেট থেকে আমি মাসে ৫০০০০ টাকা এর বেশি টাকা ইনকাম করতে পারলে আমি খুসি । আমি প্রাই ৩ বছর ধরে টেড করছি অনেক কিছু সিখছু ফরেক্স মার্কেট থেকে আমি মনে করি আমি মাসে ৫০০০০ + টাকা ইনাকাম করতে পারব এই ফরেক্স মার্কেট থেকে আপনি আপনার আশা অনুযায়ী টেড করেন আপনি ও পারবেন ।
ফরেক্স ব্যবসায় আমার লক্ষ্য হল জীবনকে আমূল পরিবর্তন করে দেয়া । আমার ইচ্ছা হল বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব যার ফলে অবশ্যই একদিন সফলতা আসবেই । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করি তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা মার্কেট যতদূর পারি এ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলেই আমরা লাভবান হতে পারব ।
যে কোন কাজে মানুষের একটি লক্ষ্য থাকে । তেমনি ফরেক্স নিয়ে আমার ও লক্ষ্য আছে । আমার লক্ষ্য হল একজন ভালো ফরেক্স ট্রেডার হওয়া। এজন্য আমি অনেক পরিশ্রম করতেছি । যেমন এই বিষয়ে অনেক পড়াশুনা, মার্কেট আনালাইসিস ও ডেমু ট্রেড করতেছি । আশাকরি আমি একজন ভালো ফরেক্স ট্রেডার হবো ।
ফরেক্স মার্কেটপ্লেসে আমি প্রফিট করতে চাই তবে ঝুকি যেন সব সময় কম থাকে সেটিও নিশ্চিত করতে চাই ফলে আমি কখনই অনিয়মতান্ত্রিক ভাবে ট্রেড করি না এবং এটি আমার কাছে ভালও লাগে না। আমি এই ভাবে ট্রেডিং নিয়ম অনুসরন করে ট্রেড করে নিজেকে একজন সফল ট্রেডারের কাতারে নিয়ে যেতে চাই।
সকলের মতো ফরেক্সে আমারও লক্ষ্য হল অভিজ্ঞ একজন ট্রেডারস হয়ে ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠত হয়া। ফরেক্সের মাধ্যমে আমি আমার জীবনটাকে আরু বেশি উপরে নিয়ে যেতে ফরেক্সের মাধ্যমে। তাই ফরেক্সে আজীবন লেগে থাকতে চায়।