-
লাভের ব্যপার টা নির্ভরন করে আপনি কতটুকু জানেন এবং মার্কেট এ থাকা যায় ততই মার্কেট সমপ্রকে ভাল জ্ঞান অর্জন করা যায়।অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব।যত ভাল জ্ঞান অর্জন করবান তত শিকবেন কিন্তু আমার মনে হয় এক বছর ট্রেড করার পরে লাভের সম্ভাবনা ভালই থাকবে।
-
আমি এখনো ফরেক্স বিজনেস সম্পর্কে এতো অবিজ্ঞতা অর্জন করতে পারি নাই আমার প্রতিটা ট্রেড লাভের চেয়ে লস অনেক বেশি হয় আমি মনে করি ফরেক্স মার্কেট যতবেশি সময় দেওয়া যায় ততবেশি ফরেক্স মার্কেট থেকে দক্ষতা অর্জন করা যায় অভিজ্ঞাতা আসতে সাধারনত ১-২ বছর আবার কারও কারও ক্ষেত্রে ৫-৬ বছরও সময় লেগে যেতে পারে এবং এর পরেই আপনি প্রফেশনাল ট্রেডার হতে পারবেন শুধু মানি ম্যানেজমেন্ট শিখতেই ১ বছর লেগে যায় ফরেক্স এ নিজের ক্যারিয়ার গঠনের পূর্বশর্ত এবং প্রথম শর্ত হলো তাড়াতালি লাভবান হওয়ার আশা বাদ দিতে হবে ।
-
সব কিছু হচ্ছে অভিজ্ঞতার বিষয় কারন কোন কাজ অভিজ্ঞতা ছাড়া করতে গেলে যে কোন ধরনের সমস্যা পরতে হয় টিক তেমনী ফরেক্স এর মধ্যে যদি অভিজ্ঞতা না হয়ে কাজ শুরু করা যায় তাহলে ভাল ফল হয় না,তাই ফরেক্স এর মধ্যে যদি এক বছর কাজ করার অভিজ্ঞতা হয় তাহলে মোটামুটি ভাল ফল পাওয়া যায়।
-
ফরেক্স এ প্রফিট করার জন্য অভিজ্ঞতার কোন বিকল্প নেই। সেজন্য ফরেক্স এ যারা ৫-৬ বছর ধরে আছেন তারা হিউজ পরিমান আয় করছেন। ফরেক্স থেকে প্রফিট করতে হলে আপনাকে এই মার্কেট এ প্রচুর সময় দিতে হবে। দু্ইদিন ট্রেড করেই ভালো কিছু আশা করা যায় না।
-
ফরেক্স থেকে এক বছরে কি পরিমান ইনকাম করা যাবে তা নির্ভর করবে একাউন্ট হোল্ডারে প্রথম ডিপোজিট করার উপর। একজন ফরেক্স ট্রেডার যদি ১০০ ডলার ডিপোজিট করে তাহলে প্রতি বছর আশা করি ১২০ ডলার ইনলাম করা খুব কঠিন কাজ হবে না।অর্থাৎ ফরেক্স মার্কেটে কেউ এক বছর বা দুই বছর ট্রেড করলেই অভিজ্ঞ বা সফল হয়ে যায় না। এর জন্য করতে হয়ে কঠোর পরিশ্রম। সময় ভুলে নিজে সফল না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করে যেতে হবে। তবে,এক বছর নিয়মিত ট্রেডিং করলে আপনার নিজস্ব একটি ট্রেডিং প্ল্যান তৈরি হবে।
-
এক বছরের মধ্যে তো নূন্যতম ছয় মাস ডেমো একাউন্টে অনুশীলন করতে যাবে। বাকি ছয় মাস সময় আপনি কিভাবে ফরেক্সে টিকে থাকবেন সেই কৌশল অবলম্বন করা উচিত। কারণ প্রথম দিকে একজন বিগেনার ট্রেডারের ঝরে পড়ার আশংকা বেশি থাকে। তাই আপনার উচিত আয় করার কোন চিন্তা ভাবনা না রেখে ফরেক্স থেকে জ্ঞান অর্জন করার উচিত। রিয়েল একাউন্টে প্রতিটা ট্রেড করার জন্য সময় নিয়ে ধৈর্য সহকারে ট্রেড করা উচিত।
-
আসলে সত্যি কথা হল ভাই, এখানে গ্যারান্টেড বলে কিছু নেই। আপনি এক বছর বা পাচ বছর ট্রেড করেন তাতে কারো কিছু যায় বা আসে না। এখানে প্রফিট করতে হয়ে নিজের যোগ্যতায়। ফরেক্সে ট্রেড করে আমরা লাভের প্রত্যশা করলেও সবসময় লাভ হয় না । অনেক সময় লস হয়ে হতাশ হয়ে পড়ি । তবে একজন ট্রেডার যদি নিয়মিত একবছর ট্রেডিং করে তবে তার ভাল মানের দক্ষতা তৈরী হবে বলে আমি মনে করি ।
-
আমি ফরেক্স করছি প্রায় তিন বছর ধরে। তবে যেটা বুঝতে পারি এখানে অভিজ্ঞতার বিকল্প নেই। এখানে যদি কেউ ৩-৫ বছর লেগে থাকে তাহলে সে অব্যশিই ভালো ট্রেডার হতে পারে। ফরেক্স এ অনুশিলন দারা যে কেউ সফল হতে পারে। আপনার ব্যালেন্সের ২০ থেকে ৩০ ভাগ মুনাফার বেশি আশা করবেন না মাসে । আর প্রতিটি ট্রেডে ২ ভাগ এর বেশি লস দিবেন না । এই মানি ম্যানেজমেন্ট মেনে চললে দীর্ঘদিন মার্কেটে টিকে থাকা সম্ভব হবে বলে আমি মনে করি । এটি একটি সাধারন হিসাব ।
-
সব কিছু হচ্ছে অভিজ্ঞতার বিষয় কারন কোন কাজ অভিজ্ঞতা ছাড়া করতে গেলে যে কোন ধরনের সমস্যা পরতে হয় টিক তেমনী ফরেক্স এর মধ্যে যদি অভিজ্ঞতা না হয়ে কাজ শুরু করা যায় তাহলে ভাল ফল হয় না,তাই ফরেক্স এর মধ্যে যদি এক বছর কাজ করার অভিজ্ঞতা হয় তাহলে মোটামুটি ভাল ফল পাওয়া যায়।[/qu
-
একেকজনের মেধা একেক রকম। ফরেক্স জ্ঞান যার যতো বেশি সে ততো তাড়তাড়ি ফরেক্স প্লাটফর্মে গেইন করবে। 1 বছর 5 বছর বলে কোন কথা নেই। এখানে প্রতিটি মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ফরেক্সে অধিক জ্ঞানী হতে হবে। তবে হ্যাঁ প্রচেষ্টা হল সফলতার চাবিকাঠি। তাই ধৈর্য ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই ফরেক্স এ প্লাটফর্ম তৈরি করা সম্ভব।