-
ফরেক্স মার্কেট এ লস হবার অনেক কারন আছে যা আপনি মাঞ্ছেন না তার কারন এ আপনার লস হছে ১, আপনি মনে হয় বারবার আপনার টেড ইং সিস্টেম পরিবর্তন করছেন ২, ফরেক্স মার্কেট এ নিয়মিত টেড না করার কারনেও লস হয় ৩, আপনি যদি আপনার টেড ইং সিস্টেম ভাল করে না বুঝেন তা হলেও আপনি লস করতে পারেন ৪,আপনি টেড করছেন সেই টেড এ লস হবার জন্য কি ভুল হল তা খুজে বের না করার কারনেও লস হয় ।
-
খুব সুন্দর করে বুজিয়ে দিয়েছেন আপনি। আমি মনে করি বিগেনার ট্রেডাররা এই নিয়ম মেনে চললে মোটামোটি লস কে নিজের কন্ট্রোল এ নিয়ে আসতে পারবে। আর একটু অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভালো প্রফিট করতে পারবে। নতুন ট্রেডারদের জন্য রইলো শুভ কামনা।
-
আসলে অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,
-
ধন্যবাদ আপনাকে । *আসলেই আপনার কথায় যুক্তি আছে । আমরা সাধারনত লস করি অতিরিক্ত লোভের কারনে । ফরেক্স মার্কেটে লাভ করার পূর্ব শর্ত হচ্ছে লোভ না করা । মার্কেট এ্যনালাইসিস করে আপনার দেখানো পন্তায় ট্রেড করলে লাভ আসবে তাতে কোন সন্দেহ নেই । আমরা নতুনরা এই পদ্ধতি অভলম্বন করে ট্রেড করতে পারি ।
-
ফরেক্স ট্রেডিংয়ে লস একটি স্পর্শকাতর জিনিস। এখানে লস করেনা এমন ট্রেডার খুজে একটিও খুজে পাওয়া যাবে না। ফরেক্স মার্কেটে ট্রেডাররা কম বেশি সবাই লস করে তবে যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তাদের লস করা বা ডিপোজিট হারানোর প্রবণতা অনেক বেশি আবার যারা সফল ট্রেডার তাদের লস করার চেয়ে লাভের পরিমান বেশি।এক্ষেত্রে নতুন ট্রেডাররা যে সকল কারনে লস করে যেমন: কোন স্ট্র্যাট্রেজি ছাড়া ট্রেড, ওভার ট্রেড, ইমোশনাল ট্রেড, বিশ্লেষনহীন ট্রেড, মানিম্যানেজমেন্ট বিহীন ট্রেড ইত্যাদির কারনে ফরেক্স মার্কেটে লস হয়।
-
ফরেক্স মার্কেটে লস একটি সাভাবিক বিষয বিভিন্ন কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে আপনি যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তবে আপনার হতে পারে , নিজের খেয়াল খুশি মত ট্রেড করলে লস হবে পারে , সঠিক ভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে লস হতে পারে তাই নতুন করে ট্রেড করার সময় অতীতের ভুল গুলো সরন করে ট্রেড করা উচিত।
-
ফরেক্সে লসের অন্যতম ও প্রধান কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। লোভের কারনে আমরা অ্যাকাউন্ট জিরো করে ফেলি। ছোট ছোট ভলিউম নিয়ে ট্রেড করলে লসের আশংকা কমে যায়। কিন্তু আমরা ডিপোজিটের তুলনায় রিস্ক বেশি নিয়ে থাকি। যা আমাদের লসের বড় একটি কারন।
-
ফরেক্সে নানা কারনেই আপনি লসের সম্মুখীন হতে পারেন তবে এর মধ্যে সব থেকে কমন যে কারন গুলোতে ট্রেডাররা বেশি ভাগ ক্ষেত্রে লস করে থাকে তা হল অতিরিক্ত প্রফিট লাভের লোভ এবং এভার কনফিডেন্সের কারনে গৃহীত ট্রেডিং সিদ্ধান্ত।
-
ফরেক্স লস বিভিন্ন করণে হতে পারে যেমন :
১। অতিরিক্ত লোভ করে ট্রেড করলে
২। মন গড়া ট্রেড করলে
৩। সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করলে
৪। নিজের ব্যালেন্স এর উপর মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে ট্রেড এ বড় ধরণের লস হবার সম্ভাবনা থাকে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে অনেক গুলা কারণ থাকতে পারে।আসলে তারাই ফরেক্স মার্কেট এ বেশী বেশী লস করে যারা ফরেক্স মার্কেট এ নতুন।নতুনরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেড করে।আর ট্রেড করে লস করে।তারা ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালোভাবে জেনে ট্রেড করতো তাহলে ব্যর্থ ফরেক্স ট্রেডার এর পরিমার কমে আসতো।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসুন।