-
ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই *দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।
-
মার্কেট থেকে কোনো একটা জিনিস আপনি কিনবেন কিন্তু আপনার কাছে বেশি টাকা না থাকার জন্য আপনি দোকানে ঢুকতে লজ্জা পাচ্ছেন এমন সময় আপনার বন্ধু আপনাকে বলল যে আমি থাকতে তোর চিন্তা কি টাকা কম পরলে আমি দেব। তেমনি লিভারেজ হচবছে ব্রকার কতৃক প্রদান কতৃক সুবিধা যা বেসি নিলে আপনি অপনার ক্যাপিটালের তুলনায় বড় লট ট্রেড দিতে পারবেনে।
-
লিভারেজ এর সাথে আমরা প্রত্যেক ট্রেডারের শুরু থেকে সম্পর্ক রয়েছে কেননা আমরা যখন একাউন্ট ওপেন করি তখন লিভারেজ সেট করার মাধ্যমে একাউন্ট ওপেন করেছি। একেক জন একেক ধরনের লিভারেজ সেট করে একাউন্ট ওপেন করেছেন। লিভারেজের উপর ভিত্তি করে আপনি কি পরিমাণ লট নির্ধারণ করতে পারবেন সেটা নির্ভর করে। আমি অ্যাকাউন্ট ওপেন করার সময় ১ঃ৫০ লিভারেজ সেট করে অ্যাকাউন্ট ওপেন করেছি। তারমানে আমি এক ডলারের বিপরীতে ৫০০ ডলার পর্যন্ত ট্রেড নিতে পারব।
-
লিভারেজ বা মার্জিন বা লোন হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যার দ্বারা আপনি আপনার ডিপোজিটের সের্বোচ্চ কতগুন ইউনিট একইসাথে ক্রয় বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন আপনার ব্যালেন্স বা কেপিটাল হচ্ছে 500 ডলার। আপনি যদি 1:200 লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ 200 গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং , 100 ডরার দিয়ে 100x200=20000 ডলার ট্রেড করতে পারবেন।
-
বড় ফান্ড থাকলে কম লিভারেজ নিয়ে ভাল প্রফিট করা যায়। আমাদের ফান্ড যেহেতু ছোট সেহেতু আমরা অনেকেই বেশি লিভারেজ নিয়ে থাকি। এক্ষেত্রে যেমন অধিক প্রফিট করার সম্ভবনা থাকে তেমনি বেশি লস হবারও থাকে। লোনের পরিমাণ টা নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর। আপনি কি পরিমান লোন পেতে পারেন ব্রোকার এর কাছ থেকে সেটা আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে।
-
লিভারেজকে আপনি ব্যাংক লোনের সাথে তুলনা করতে পারেন। এর অর্থ ব্রকার দ্বারা প্রদ্ত্ত লিভারেজ আপনাকে আপনার ডিবোসিট করা ক্যাপটিালের তুলনায় আরো অধিক পরিমানে ট্রেড ধরার সুযোগ করে দেবে অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি হয় ১০০ আর আপনি যদি ১:১০০ লিভারেজ নিয়ে থাকেন তাহলে আপনি আপনার ক্যাপটিালের তুলনায় ১০০ গুন টাকা বেসি ট্রড করতে পারবেন।মার্জিন লোন হল ব্রোকার হতে প্রাপ্ত লোন। লোনের পরিমাণ টা নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর। আপনি কি পরিমান লোন পেতে পারেন ব্রোকার এর কাছ থেকে সেটা আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। আপনার ব্যালেন্স এর সাপেক্ষে ব্রোকার কি পরিমান লোন দেবে সেটা হল লিভারেজ বা মার্জিন লোন।
-
আমরা রিয়েল লাইফে কোন ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। এর কারন আমাদের মুলধনের স্বল্পতা থাকে। তেমনি ফরেক্সে ট্রেড করার জন্যও ব্রোকার রা আমাদের লোন দিয়ে থাকে। ব্রোকারদের প্রদত্ত লোন কে লিভারেজ বলে। লিভারেজের ফলে আপনার ডিপোজিট কৃত মানি মাল্টিপ্লাই হয়ে যায়। লিভারেজ অর্থ লোন। আপনি যদি ১ঃ৫০ লিভারেজ এ একটি একাউন্টস খোলেন তাহলে বুঝতে হবে আপনার ১ ডলার থাকলে ব্রোকার আপনাকে ৫০ ডলার লোন দিবে। এভাবে ১ঃ২০০ লিভারেজ হলে নিজের ২ ডলার থাকলে ব্রোকার আপনাকে ২০০ ডলার লোন দিবে।
-
ব্রোকার আপনার অল্প অর্থের বিপরীতে আপনাকে বড় অঙ্কের অর্থ দিবে যাতে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে পারেন। আপনার ব্রোকার আপনাকে দেয়া অর্থ ফেরত নেবে। ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা ডিপোজিট করে থাকি কিন্তু।যা ডিপোজিট করি তা দিয়ে ট্রেডিং করতে পারবনা তাই আমরা ফরেক্স ব্রোকার হতে লিভারেজ বা লোন নিয়ে ট্রেডিং করে থাকি। ফরেক্স মার্কেট এ আমাদের মত ছোট ইনভেস্টরদের কে ট্রেডিং এ সুযোগ করে দেওয়ার জন্য ব্রোকাররা লিভারেজ প্রদান করে থাকে। ফরেক্স মার্কেট এ ব্যবসায় করার জন্য প্রচুর পরিমানে অর্থের প্রয়োজন যা আমাদের পক্ষে ইনভেস্ট করা সম্ভব নয়। তাই ব্রোকারগণ আমাদের ইনভেস্ট কে বিভিন্ন রেশিওতে মাল্টিপ্লাই করে ট্রেডের উপযুক্ত করে দেয়।
-
লিভারেজ হচ্ছে এক কথায় ধরেন একটা বালতি পানি, আপনি যত লিটার পানির ওজন নিতে পারবেন ঠিক তত লিটার পরিমাণ বালটি নিবেন, এর বেশি যদি নেন আপনি বালতিটা ফেলে দিবেন বা তুলতে পারবেন না, ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্স যতটুকু থাকে তার উপর নির্ভর করে আপনাকে।ট্রেডের ল্ট নির্ধারণ করতে হয়। ব্যালেন্স এর চেয়ে বেশি যদি লোড নিয়ে ট্রেড করি, তাহলে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে
-
ফরেক্সে ট্রেড করার জন্যও ব্রোকার রা আমাদের লোন দিয়ে থাকে। ব্রোকারদের প্রদত্ত লোন কে লিভারেজ বলে। লিভারেজের ফলে আপনার ডিপোজিট কৃত মানি মাল্টিপ্লাই হয়ে যায়। লিভারেজ যত কম নিবেন আপনার ব্যালেন্স ততই নিরাপদ থাকবে লিভারেজ হল অনেকটা লোনের মতো ক্যাপিটালের উপর সর্বচ্চো কত একাউন্ট ওপেন করতে পারবেন লিভারেজ হলো আমরা যখন ব্যাংক থেকে কোন লোন নিই আমাদের ব্যবসাটাকে ভাল পজিসনে রাখার জন্য ঠিক তেমনি ভাবে লিভারেজ হলো ব্রোকাররা ট্রেড করার জন্য কিছু ডলার ট্রেডারকে দেয় ট্রেড করার জন্য ।