-
ফরেক্স মার্কেট এ সব পেশার মানুষ আসতে পারবে । প্রতেক মানুষের জন্য প্রথম শর্ত হল মার্কেট কে ভাল ভাবে বুঝা । তারপর ট্রেড করা । সবচেয়ে বড় কথা হল এটি একটি স্বাধীন মার্কেট । এখানে বাঁধা দেওয়ার কেউ নাই । আপনি আপনার ইচ্ছা মত ট্রেড করতে পারবেন । স্কুল কলেজ এর ছাত্ররা থকে শুরু করে বড় বড় ব্যবসাহি রা এতে বিনিয়োগ করতে পারে ।
তবে লাভ করার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কেননা তাকে অভিজ্ঞ ও দক্ষ না হলে চলবে না। ফরেক্স মার্কেটে যারা প্রফেশনাল ট্রেডার তারা সবাই নিজেদের দক্ষতার উপরেই প্রতিষ্ঠিত।
-
ফরেক্স হলো স্বাধীন পেশা তাই এখানে সব শ্রেনীর মানুষ ফরেক্স করতে পারেন। অন্যান্য অফিসের মত এখানে আপনাকে ধরাবাঁধা কোন সময় দিতে হয় না। এখানে আপনার সুবিধা মত অবস্থা অনুযায়ী সময় বেছে নিতে পারবেন। পৃথিবীর যে কোন স্থান থেকে আপনি যে কোন কাজের পাশাপাশি ফরেক্স করতে পারবেন। আমি নিজেও জব করার পাশাপাশি অবসর সময়ে ব্যয় না করে ফরেক্স করে সময়ের সদ্ব্যবহার করে থাকি। ফরেক্স পেশা সবশ্রেনীর পেশাজীবিদের জন্য উপযুক্ত পেশা।
-
ফরেক্স এমন একটা ব্যবসা য়েখানে পর্যাপ্ত সময় দিতে হবে এবং বেশ দক্ষতাও অর্জন করতে হবে নতুবা টিকে থাকার সম্ভাবনা খুবই কম। তাই আমার মতে সব শ্রেনী পেশার মানুষ ফরেক্স করতে পারবেন তা আমি বলতে পারব না। কেননা এটা যথেষ্ট মানসিক চাপ সৃষ্টি করে এবং যে লোকটা এমনিতেই মানসিক চাপের কাজ করে তার জন্য উল্টো ডাবল চাপের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায় না।
-
ফরেক্স এমন একটা ব্যবসা য়েখানে পর্যাপ্ত সময় দিতে হবে এবং বেশ দক্ষতাও অর্জন করতে হবে নতুবা টিকে থাকার সম্ভাবনা খুবই কম। তাই আমার মতে সব শ্রেনী পেশার মানুষ ফরেক্স করতে পারবেন তা আমি বলতে পারব না। কেননা এটা যথেষ্ট মানসিক চাপ সৃষ্টি করে
-
ফরেক্স সব শ্রেণি লোক করতে পারে ধনি ,গরিব ,চাকরি জিবি ,ব্যাংকার সবাই ফরেক্স করতে পারে |ফরেক্স করতে হলে কন নিধারিত ব্যক্তি নেই যে কে ফরেক্স করতে পারবে আর কে করতে পারবে না | আমার মনে ফরেক্সকে আরও সচতন করে তুলতে পারলে ফরেক্স থেকে আয় করে সাভলম্বি হয়া যাই| যে কেউ চাকরি বা অন্য কোন কাজ করার পাশাপশী ফরেক্স ট্রেড করতে পারে। কারন ফরেক্স মার্কেট এ নির্দিষ্ট সময় নেই যে আমাকে অই সমই ট্রেড করতেই হবে। তাই যেকোণ সম্য মারকেট এর অবস্তা বুঝে আমরা ট্রেড নিতে পারি।
-
এই মারকেট এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি যদি কোন দেশের অর্থনীতি পর্যালোচনা করতে পারেন এবং তা ভাল করে অনুধাবন করতে পারেন তবে খুব সহজে ভাল প্রফিট করতে পারবেন কারন আপনাকে, ব্রোকারে ফোরাম থাকায় ফোরামে পোস্ট করে পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে ট্রেড করার সুযোগ আছে। ফলে গরিব, মধ্যবিত্ত বা ধনী সকল স্তরের মানুষ এখানে ট্রেড করতে পারে।
-
ফরেক্স একটি উন্মুক্ত ও স্বাধীন ব্যবসা হওয়ায়, এখানে চাইলেই যে কোন বয়সের,যে কোন ধর্মের,যে কোন পেশার,যে কোন লিঙ্গের স্বাভাবিক মানুষ ব্যবসা করতে পারবে।এছাড়াও এখানে আপনাকে নির্দিষ্ট টাইম সিডিউল মেনে অফিস করতে হয় না, বিধায় আপনি আপনার সুবিধামতো সময়ে ট্রেডিং করতে পারেন।এবং আপনি নিজের বাড়ির ভেতরে থেকেই ট্রেডিং পারেন এবং প্রফিট অর্জন করতে পারেন।এছাড়াও এখানে অতি সামান্য পরিমাণে ইনভেস্টমেন্ট এবং স্বল্প প্রশিক্ষণ গ্রহণ করেেই উপার্জন করা সম্ভব। এছাড়া আপনাকে এখানে কাজ করার জন্য অনেক শিক্ষিত হওয়ার দরকার পড়ে না। তাই সকলেই ফরেক্সে খুব সহজে কাজ করতে পারে,এবং এখান থেকে উপার্জন করতে পারে।
-
ফরেক্স মার্কেট এ সব পেশার মানুষ আসতে পারবে । প্রতেক মানুষের জন্য প্রথম শর্ত হল মার্কেট কে ভাল ভাবে বুঝা । তারপর ট্রেড করা । সবচেয়ে বড় কথা হল এটি একটি স্বাধীন মার্কেট । এখানে বাঁধা দেওয়ার কেউ নাই । আপনি আপনার ইচ্ছা মত ট্রেড করতে পারবেন । স্কুল কলেজ এর ছাত্ররা থকে শুরু করে বড় বড় ব্যবসাহি রা এতে বিনিয়োগ করতে পারে । এবং সবাল্মভি হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে সব শ্রেনীর মানুষ কাজ করে?
কোন শ্রেনীর মানুষেরা ফরেক্স ট্রেড করতে পারবেন ? যে কোন পেশার মানুষেরা ও কি অন্য পেশার পাশাপাশি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে এবং এই মার্কেটে তাদের কতটুকু সময় দিতে হবে ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় ব্যবসা। এই ব্যবসা একটি আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। এই ব্যবসাটি সকল শিক্ষিত শ্রেণীর লোকেরাই করে থাকে। এমনকি শিক্ষিত মেধাবী বেকার যুবক যুবতীরা ফরেক্স করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি লাভ করে থাকে এবং যে কোন কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন তারাও পার্ট টাইম হিসেবে ফরেক্সে করতে পারে।