-
আমি পেশায় একজন প্রকৌশলী আমি আমার পেশাগত সময় এর বাইরে যতটুকু সময় পাই তার কিছু সময় ফরেক্স ট্রেড করে থাকি সেই অর্থে বলা যায় ফরেক্স ট্রেডিং আমার কাছে পার্ট টাইম আই এর অন্যতম একটি উৎস। পার্টটাইম পেশা হিসেবে আমি ফরেক্স এ কাজ করে এখান থেকে প্রতি মাসে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করতে পারি। সব সময় আর এই পরিমাণ একই থাকে না কখনো উল্লেখিত পরিমাণ এর থেকে কম হয় আবার কখনো তার চেয়েও বেশি হয়। তবে আমার কাছে মনে হয় যদি কেউ ফরেক্স ট্রেডিংকে ফুলটাইম পেশা হিসেবে গ্রহণ করে এবং সঠিক ট্রেডিং কৌশল এর আলোকে এখানে চ্যাট করতে পারে তাহলে খুব সহজে এখান থেকে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব।
-
ভাই ফরেক্স ট্রেডিং থেকে মাসে কতো ডলার ইনকাম করতে পারা যায় এটা আসলে সঠিক করে বলা যায় না। কারন হলো এখানে কখনো ভালো প্রফিট অর্জন করা যায় আবার কখনো লস করবেন। এভাবেই আমার চলছে। তবে আনুমানিক ভাবে বলতে গেলে ফরেক্সে যারা অবিজ্ঞ ও দক্ষ তারাই একমাত্র ভালো প্রফিট অর্জন করতে পারবেন। আর আমি এখনো পুরোপুরি দক্ষ ও অবিজ্ঞ হতে পারিনি তাই আমি এখানে প্রতি মাসে দেখা যায় গড়ে ২০$ এর মতো লাভ করি। তবে আমি চাই এখানে কাজ করে আরও দক্ষ হয়ে বেশি লাভ করতে। ধন্যবাদ
-
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার।পড়ালেখা পাশাপাশি ফরেক্স ট্রেডিং করতে পছন্দ করি। সুতরাং ফরেক্স আমার পেশা নয়।আর এজন্যই মূলত ফরেক্স থেকে মাসে নিয়মিতআয় করতে পারিনা। এমন কিছু ব্যস্ততম মাস থাকে যখন ভালোভাবে ট্রেডে সময় দিতে পারিনা বলে আয়ই করতে পারিনা।তবে গড়ে মাসে ২০$ আয় করে থাকি।
-
আসলে ফরেক্স এ আমি একজন নতুন ট্রেডার।আমি এখনো ফরেক্স থেকে তেমন আয় করতে পারিনি।ফরেক্স হতে মাসে কত ডলার প্রফিট করা আমাদের জন্য ভাল এই বিষয়ে আমার তেমন জানা। অভিজ্ঞ বড় ভাইদের কাছে জানতে চাই মাসে কেমন প্রফিট করলে আমাদের জন্য ভাল হবে আর কিভাবে ভাল এবং দক্ষ ট্রেডার হওয়া যায় সাজেস্ট করবেন।আমার ইচ্ছা ফরেক্স করা এবং একজন দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
-
ফরেক্স বিজনেসে আমি একদম নতুন তাই এখনও ভালে আয় করতে পারিনি।আয়ের চেষ্টা করছি।কিভাবে ভালোভাবে আয় করা যায় তারজন্য বেশী করে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি।ভালো করে ট্রেড করার চেষ্টা করছি তবে আমি নতুন তাই অনেককিছু বুঝতে ওজানতে সমস্যা হচ্ছে তাই মাসিক আয় এখনও তেমন হয়নি।তবে আমি সফলকামী হবো আল্লাহ্* ভরশা।একটু সময় লাগবে এই যা।
-
ফরেক্স থেকে আমি এখনো কোন মুনাফা অর্জন করতে পারিনি তবে হ্যাঁ আশা করছি খুব শীঘ্রই মুনাফা অর্জন করব। আমার জানা মতে যারা ফরেক্স এ কাজ করে তারা অনেকেই অনেক ভালো মুনাফা অর্জন করছে প্রতি মাসে। আমিও সঠিক সময় শ্রম দিয়ে কাজ করছি হয়তো কিছুদিনের মধ্যে প্রায় প্রতি মাসেই একটি নির্দিষ্ট এমাউন্টের টাকা আয় করতে পারবো। কারণ ফরেক্স এ সময় দিয়ে কাজ করলে বুঝে শুনে করতে পারলে মনে হয় না আপনার সময় শ্রম বৃথা যাবে।
-
আমি ফরেক্স এ অনেক নতুন মাত্র শিখছি আর ট্রেড করার জন্য আমার কাছে টাকাও নেই. তাই আমি এই ফোরাম এ একজন ইউসার হয়েছি যেন আমি ফরেক্স শিখতে পারি. এখন থেকে যে পোস্টিং রিওয়ার্ড আমি পাবো সেটা দিয়ে আমি ফরেক্স এ ভবিষ্যত ট্রেড চালিয়ে যেতে চাই. আপনারা সবাই আমার জন্য দুআ করবেন আমি যেন এখন থেকে মাসে ২০০ ডলার উপার্জন করতে পারি
-
ভাই ফরেক্স থেকে কে কত ডলার আয় করে তার সঠিক হিসাব কেউ বলতে ডারবে না, কারন ফরেক্স থেকে আমরা যা আয় করি তা হল মেঘ না চাইতে মেঘ। কি করে যে উপরওয়ালা যোগার করে দেন। তবে গত মাসে আমারটি থেকে ১০০ ডলার আয় হলেও আমার বন্ধুর ৯০০ ডলার হয় হয়।
-
আল্লাহ্* আপনার সহায় হোন। আপনি যেন আয় করেনিতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইল। তবে ভাই অবশ্যই মনে রাখবেন মন শান্ত রেখে খেলতে পরলে আপনি সফল হবেনই।
-
আমরা জানি আমাদের আয়ের কথা বলতে পারি ফরেক্স থেকে আমি মাসে ৩০% আয় করতে পারি। আমি আমার আয় নিয়ে অনেক অনেক খুশি। আমি জানি আমি মাঝে মাঝে রিস্ক নিলে আরো বেশি আয় করে পারবো তবে এ রিস্ক কন্ট্রোল করা অনেক কঠিন এ রিস্ক এর জন্য আমার অনেক বেশি লস হতে পারে তাই আমি সবাইকে বলবো রিস্কি ফ্রি ট্রেড করতে আর মাসে একটা নিদিষ্ট পরিমান আয় করতে। এ ভবে নিয়ম অনুসারে ট্রেড করলে আপনি ফরেক্স এ ভালো কিছু করতে পারবেন।