-
আমার মনে হয় সবাই তাদের প্রতিটি ট্রেডে মুনাফার আশা করে। আমি আমার প্রতিটি ট্রেডে মুনাফার আশা করি। কারণ আমি এই মার্কেটে ট্রেড করি মুনাফার আশায় লসের আশায় না। তবে দেখা যায় যে মাঝে মাঝে আমরা ভুল পথে ট্রেড করে থাকি এবং সেই সময আমাদেরকে সেই লসটাকে গ্রহণ করা উচিত। কারণ এই মার্কেট হতে ১০০% মুনাফা কখনই সম্ভব না। তবে অবশ্যই আমাদেরকে প্রতিটি ট্রেডে মুনাফার আশায় করতে হবে। আমরা যদি আগেই মুনাফার আশা ছেড়ে দেই তাহলে আমরা কখনই এই ব্যবসায় সফলতা আনতে পারবো না।
-
একজন ট্রেডার হিসেবে প্রতিটা ট্রেড থেকেই মুনাফা আশা করা উচিত, কেননা কোন ট্রেডারই লস করার আশায় ট্রেড ওপেন করে না। তবে সবগুলো ট্রেড থেকে সব সময় প্রফিট হবে এমন নয়। কিছু কিছু সময় বড় ধরনের লস এর হাত থেকে একাউন্টকে রক্ষা করার জন্য ছোট লসকে কে মেনে নিতে হয়।অনেক সময় দেখা যায় যে কোন কারেন্সিতে ট্রেড ওপেন করার পরে কোন নিউজ প্রকাশিত হয়। যার ফলে মার্কেট অনেক বেশি বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমন সময়ে কিছুটা লস মেনে নিয়ে ট্রেড ক্লোজ করাই দক্ষ ট্রেডার এর কাজ।তবে ট্রেড করার সময় একজন ট্রেডারের অবশ্যই প্রত্যেকটা ট্রেড থেকে প্রফিট করার ইচ্ছা নিয়ে ট্রেডিং করা উচিত।
-
প্রতিটি ট্রেডে মুনাফা আশা করাটা বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি মনে করেন ক্ষেতে ধান লাগানোর পর সব ধানই উঠাতে পারবেন, তাহলে আপনি বোকার সঙ্গে রয়েছেন। তাই আপনাকে চিন্তা করে এ্যানালাসিস করে ট্রেড নেওয়ার পরও যদি মনে হয় ভুল এন্ট্রি পড়েছে তখন সঙ্গে সঙ্গে ট্রেড বন্ধ করাটা বুদ্ধিমানের কাজ।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার এই বিষয়ে ধারণা খুব কম। তবে আমার মতে ব্যবসা মানে লাভ লস দুইটাকে নিয়ে। ব্যবসার ক্ষেত্রে যেমন লাভ আছে,,,, তেমন লস ও আছে,,,, সব সময় যে ব্যবসা করে লাভ হয় তা নয়,,,,, কিছু কিছু সময় ব্যবসায় লস ও খেতে হয়। তাই বলে এই নয় যে ওই লস খাওয়ার কারণে ব্যবসা বন্ধ করে দেওয়া,,,, বরং তখন আমাদের এটাই করা উচিত যে কি কারনে আমি ব্যবসাতে লস খেলাম সেটাকে খুঁজে বের করে ওই লচের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করা । ফরেক্স ও ঠিক তেমনি,,,,, ফরেক্স মার্কেটে লাভ করতে চাইলে প্রথমে ডেমো ট্রেড ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং পরবর্তীতে ওই দক্ষতাকে কাজে লাগিয়ে রিয়েল আইডি তে ট্রেড করে প্রফিট অর্জন করতে হবে। তবে কিছু কিছু সময় লস ও হতে পারে,,,,, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না,,,, ওই লচের দিক গুলো বের করে আমাকে সাবধান হতে হবে এবং পরবর্তীতে যাতে করে আমি আর লস না খায় সেদিকে খেয়াল করতে হবে । এক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি,,,, ধন্যবাদ।
-
আমি মনে করি যে, ফরেক্স ব্যবসায় এর মার্কেট এ লাভ বা লস যে কোন টা হতেই পারে। তাই যদি আপনি শুধু লাভ হবে প্রতি ট্রেডে এই আশা করে বসে থাকেন তবে আমি বলব , আপনি ভূল করছেন। এটা এমন একটা বাজার যেখানে আগামী পাচ মিনিটে কি ঘটবে কেউ জানে না। তাই আমার মতে আমাদের এনালাইসিস করে মাকেট এ প্রবেশ করা উচিত এবং যা *কিছু ঘটে হাসি মুখে মেনে নেওয়া উচিত।
-
প্রতেক ট্রেড হতে মুনাফা আশা করা খুব বোকামির কাজ,একজন দক্ষ ট্রেডারও তাদের প্রতেক ট্রেড এ মুনাফা করতে পারেনা,তাই প্রতেক ট্রেড এ মুনাফার আশা না করে এভারেজ প্রফিট করার কথা চিন্তা করুন,এভারেজ প্রফিট কর*তে পারলেই আপনি একজন দক্ষতা সম্পূর্ণ ট্রেডার হবেন।
-
ফরেক্স মার্কেট কে বলা হয় সবচেয়ে আনপ্রেডিক্টেবল মাকেট।তাই ট্রেড ওপেন করলেই সেটাতে লাভ হবে সে আশা করা চরম বুকামি ছাড়া আর কিছুই না।তবে এটা ঠিক এনালাইসিস করে ঠিক যায়গায় এন্ট্রি দিতে পারলে লাভ হয়ার সম্বভনা বেশি থাকে।
-
প্রতি ট্রেডে আপনি মুনাফা আশা করতে পারেন তবে এমনটা সম্ভব নয়। ফরেক্স মার্কেটে কেউ নিশ্চিত করে বলতে পারবে না মার্কেট কোন দিকে মুভ করবে। এজন্য আপনার মুনাফার পাশাপাশি লস ও হবে। তবে খেয়াল রাখতে হবে যেনো উইনিং পার্সেন্টেজ বেশি থাকে। আপনাকে ১০ টা ট্রেডের মধ্যে মিনিমাম ৭ টা ট্রেডে লাভ করতে হবে। নতুবা মুনাফা আসবে না। এজন্য প্রয়োজন ভলো ট্রেডিং কৌশল এবং ধৈর্যের।
-
ফরেক্স সদস্যরা হলেন যে সিনিয়র ফরেক্স সদস্যদের নতুন ট্রেডারদের ফরেক্সের সাথে বাণিজ্য করতে সহায়তা করা উচিত? আমি মনে করি প্রবীণ ব্যবসায়ীকে স্বার্থপর হওয়া উচিত নয় এবং ট্রেডিং সম্পর্কে আলোচনা করা উচিত এবং মুনাফা পাওয়ার জন্য সক্ষম করা উচিত।
-
আমরা ফরেক্স এ ট্রেড করি প্রফিট এর আসায়। তাই বলে প্রত্যেক ট্রেড এ প্রফিট করবো এটা ট্রেডারের ভাল লক্ষণ হতে পারে না। যদি আপনি সব ট্রেড থেকে লাভ করতে চান তাহলে আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন না। ধৈর্য্য ধারণ করে ট্রেডের পদ্ধতি খুজে বের করতে হবে বুঝেসুনে ট্রেড করতে হবে।