-
অর্থ ব্যবস্থাপনা একটি অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয় ফরক্স মার্কেটের জন্য। একটি উধারনের মাধ্যমে বলতে পারি, যেমন : কারো একাউন্ট এ যদি ১০০ ডলার থাকে তবে যদি সে প্রাথমিক বাবে ০.০১ সেন্টে ভরিয়মে অর্ডার কাটে তবে সে ক্ষেত্রে সে ১০০০ পিটিপিস এর একটা ব্যাকাপ পায়। পরে চাইলে সে আবার মার্কেট বুঝে একটা .০১ সেন্টের নেয়ার মতো অবস্থা থাকে এবং এই বাবে তার একাউন্ট জিরো হওয়ার প্রবনতা অনেক কম থাকে।
-
হ্যাঁ প্রিয় ইউএসডি ফার্মের মতো ভালবাসা এবং জিবিপিএসডি সোনার মতো, আমাদের খুব প্রিয়তে এটি ট্রেড করা উচিত এবং আমাদের গাছে পোস্ট করা দরকার যাতে আমরা এতে সেরা লাভ করতে পারি। আপনি যদি 100 গ্রাম সোনায় সঠিকভাবে কাজ করেন তবে আমরা খুব ভাল লাভ করব।
-
আপনাকে অনেক ধন্যবাদ এরকম তথ্যবহুল একটা পোস্ট করার জন্য । ফরেক্স একটা আন্তর্জাতিক বাজার এবং এখানে প্রতিদিন হাজারো ট্রেডার আসে কিন্ত সবাই এখান টিকে থাকতে পারে না । এবং এর একমাত্র কারণ হল বেশির ভাগ ট্রেডারই মানি ম্যানেজমেন্ট মানতে চান না । তাদের নাকি এটা মানতে খুবই বিরক্ত লাগে । তাই ফরেক্স মার্কেটে আপনি যদি সফল হতে চান তবে আপনাকে অবশ্যই মানি তথা অর্থব্যাবস্থাপনা করে চলতে হবে । এটা মেনে চললে সবারই লাভ ।
-
অর্থ ব্যবস্থাপনা একটি অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয় ফরক্স মার্কেটের জন্য। একটি উধারনের মাধ্যমে বলতে পারি, যেমন : কারো একাউন্ট এ যদি ১০০ ডলার থাকে তবে যদি সে প্রাথমিক বাবে ০.০১ সেন্টে ভরিয়মে অর্ডার কাটে তবে সে ক্ষেত্রে সে ১০০০ পিটিপিস এর একটা ব্যাকাপ পায়। পরে চাইলে সে আবার মার্কেট বুঝে একটা .০১ সেন্টের নেয়ার মতো অবস্থা থাকে এবং এই বাবে তার একাউন্ট জিরো হওয়ার প্রবনতা অনেক কম থাকে।
-
প্রিয় ফোরামের সদস্যগণ, প্রত্যেক ব্যবসায়ীকে প্রথমে শিখতে হবে কারণ যখন ব্যবসায়ীরা এই ব্যবসা বা কোনও ধরণের ব্যবসা শুরু করতে চান তাদের লাভের জন্য এটি শিখতে হবে। যদি ব্যবসায়ীরা ভালভাবে শিখেন তবে তারা লাভ করতে পারবেন এবং যদি তারা এটি সঠিকভাবে শিখতে না পারেন তবে এটি ব্যবসায়ীর পক্ষে খুব খারাপ they
বিশ্বের সর্বাধিক বিশেষজ্ঞ সর্বাধিক সপ্তাহে এক বা দু'বার ট্রেড করে তারা ট্রেডিং মার্কেট বিশ্লেষণ করে এবং ট্রেডিং সম্পর্কে ট্রেডিং সংবাদটি দেখে যে কোনও সময় ট্রেডিং মার্কেট ধীর গতিতে থাকে তারপরে ট্রেডারকে অপেক্ষা করতে হয়। যখন ট্রেডিং মার্কেটের প্রবণতা দ্রুত হয় এটি ট্রেডিং এবং ভাল আয়ের জন্য সময়।
-
ফরেক্স এ ব্যবসা করতে হলে মানি টা খুব গুরুত্বপূর্ণ।আপন র যদি মানি না থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেটে ডিপজিট না করে কখনো ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে পারবেন না।যদি আমি ফরেক্স মার্কেটে ডিপজিট করি তাহলে আমার সেই মানি আমি কি করে ধরে রাখবো অথবা সেই মানি থেকে আমি লাভ করবো কি করে?আসলেই আমরা কোন কিছুই না জেনে ফরেক্স মার্কেটে কাজ করি অন্যের দেখা দেখিতে কিন্তু যখন নিজে ডিপজিট করে মার্কেটে ব্যাবসা করি তখন আমরা আমাদের মুলধন হারিয়ে ফেলি এর অনেক গুলো কারন আছে তার ভিতর সব থেকে বড় দুটি বিষয় আছে আর তা হলোঃঃ
১। মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা।
২। কোন কিছুই এনালাইসিস না করেই ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়া।
তাই এই দুটি যদি আমরা মেনে অথবা শিখে মার্কেটে ব্যাবসা করি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারবো।
-
ফরেক্স মার্কেট এ আপনি অনেক ভাবে ইনভেস্ত করতে পারেন টা হল মানি বুকারস ,পেপাল,পেনিওর ,ব্যাংক ডিপোজিট আর অনেক ভাবে আপনি আপনার ডিপোজিট করতে পারবেন আর আপনি যদি চান তাহলে ডলার কিনেও ইনভেস্ট করতে পারবেন আর তুলতেও একি ভাবে সহজ অনেক
-
ফরেক্স মার্কেটে ফোরাম পোষ্টিং করে অর্থ ব্যবস্থাপনা করাযায়।এবং তারপর যে বিষয়গুলো হচ্ছে ফরেক্স এর পেয়ার, বিট এবং সূচক কি ইত্যাদি বিভিন্ন ধরনর বিষয় সম্পর্কে জ্ঞানার্জনের মাধ্যমে আপনি ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারবেন বলে আমি আশাবাদী। ট্রেডিং এর মান বৃদ্ধি করতে হলে আমাদের কে প্রথমে ভাল করে মার্কেট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এ জন্য আমাদের বিভিন্ন মার্কেট বা সোর্স হতে জ্ঞানার্জন করতে হবে তাহলে আমরা আমাদের ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারব । এ জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এ সময় দিতে হবে ।
-
এখানে অর্থ ব্যবস্থাপনা হল মানি ম্যানেজমেন্ট , আর মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে । ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী ।
-
সর্বোপরি আমাদেরকে সার্থক করতে একটি সহায়ক বিশাল পোস্ট পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সঠিক মানি বোর্ড ফরেক্স এক্সচেঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিস্মৃত ব্যক্তিটি নিঃসন্দেহে একাধিকবার ফরেক্স আদান-প্রদান করবে। আমি যেমনটি ভাবতে চাই, একটি চূড়ান্ত কাট অফ ব্যবসায়ীর দুর্ভাগ্যের ডিগ্রি এবং সুবিধার পরিমাপের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও, অল আউট ক্যাপিটালের পরিমাপ স্থায়ী এক্সচেঞ্জ, দীর্ঘ দুরত্ব এক্সচেঞ্জ এবং স্টোরগুলির পরে নির্ধারণ করা উচিত। যাতে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া এড়ানোর জন্য, একটি অনুপযুক্তগুলিকে সংশোধন করা যেতে পারে এবং পরে রাজধানীর বাকী অংশগুলি দিয়ে তা অর্জন করা যায়।