-
জী,অবশ্যই পারবে৷পরিবারের কেউ গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত,শিক্ষিত বয়স্ক,কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুযোগ কাজে লাগিয়ে পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারবেন৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র
-
ফরেক্সে এ আমার মতে যেকোন লোক কাজ করতে পারেনা ।কারন এই কাজ করতে কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে । এই মার্কেটে সফল হতে হলে অবশ্যই‘ আপনাকে ভালভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে চর্চা করতে হবে । মার্কেট এনালাইস করতে ,সিগন্যাল বুঝতে হবে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড সব পেশার লোক করতে পারলে কারন আমি বিভিন্ন পেশার লোক কে করতে দেখছি তারা ট্রেড করে অনেক লাভ ও করছে আপনি যে পেশার লোক হল না কেন আপনি যদি ফরেক্স মার্কেট এর ট্রেড সিখে করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক লাভ করতে পারবেন আপনি যদি ভাল টেড করতে পারেন টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না টাকা আসতেই থাকবে আপনার
-
ফরেক্স মার্কেট হল এমন এক ধরনের ট্রেডিং মার্কেট যেখানে সকল পেশার মানুষ যোগ দিতে পারে ও ট্রেডকরতে পারে। এখানে যেমন একজন চাকুরীজিবী ,ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, ডাক্তার বা যে কোন পেশার লোক ফরেক্স ট্রেডিং করতে পারে।আবার বেকারদের জন্য ফরেক্স ট্রেডিং একটি কল্যাণমুলক পেশা বা আয়ের অন্যতম উৎস। তবে যে পেশার লোক এখানে আসতে পারে কোন বাধা নেই কিন্তু এ ব্যবসায় আসার লক্ষ্য হচ্ছে আয় করা। কিন্তুু ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলে আয় করা সম্ভব না। তাই এ মার্কেটে প্রবেশের আগে সকলের উচিত হবে ভালমত ফরেক্স শিখে প্রবেশ করা।
-
হ্যা ভাই, আমার মতে ফরেক্স সব পেশার লোকই করতে পারে। ফরেক্স যেহেতু ২৪ ঘন্টাই খোলা থাকে তাই এই ফরেক্স মার্কেট এ যে কোন লোক যে কোন সময়তে এই ফরেক্স করতে পারে এবং ফরেক্স মার্কেট থেকৈ আয় করতে পারে।
-
আমি বলবো ফরেক্স সব পেশার লোকেরাই করতে পারবে.ফরেক্স এমন একধরনের কাজ যেখানে কেবল ফরেক্স সম্পর্কে জ্ঞান দরকার.অন্য আপনি যে পেশারই হননা কেন এইখানে তাতে কোনো অসুভিধা নাই.অনেক পেশাদাড়ি মানুষই এইখানে কাজ করে থাকে.এখন এমন কি স্টুডেন্ট,নারীরাও ট্রেডিং করে নিজেদের প্রমান করছে.তাই আপনি যে পেশার এ হয়ে থাকেননা কেন সেইটা এইখানে বাধার কারণ হবেনা.
-
ফরেক্স সবার জন্য উম্মুক্ত তাই ফরেক্স যে কোন পেশার লোকই করতে পারে । এজন্য আলাদা কোন বিশেষ সময় দেয়ার প্রয়োজন নেই । তবে প্রতি দিন এক দুই ঘন্টা সময় দিয়ে হোমওয়ার্ক করে মার্কেট এর বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা নিয়ে নেয়া উচিৎ ।
-
ফরেক্স শুধু জুয়াখেলার পেশাদার লোকদের বাদে সব পেশাদার লোক এই ব্যবসা করতে পারবে। তবে যারা কৃষক তারা তো ফরেক্স এ সাধারনত এতো সময় দিতে পারে না তাদের জন্য অবশ্য এই ব্যবসা কষ্টসাধ্য। কিন্তু যদি ইচ্ছে থাকে তবে উপায় অবশ্যই হবে।
-
ফরেক্স একটি আন্তজার্তিক শেয়ার মার্কেট। এই ফরেক্স ২৪ ঘন্টাই খোলা থাকে। তাই এই ফরেক্স এ যে কোন পেশার লোক এই ফরেক্স এ কাজ করে ফরেক্স থেকে আয় করতে পারে। ফরেক্স যে কোন লোক যে কোন জায়গা যে কোন সময়তে এই ফরেক্স করা যায়। ফরেক্স মার্কেট এ এমন কোন নিয়ম লেখা নেই যে কোন পেশার লোক এই ফরেক্স করে তা আয় করতে পারবে। যে কোন পেশার লোক এই ফরেক্স করে ফরেক্স থেকে আয় করতে পারেব। ফরেক্স মার্কেট এ আয় করতে তেমন কোন কঠিন না। ফরেক্স মার্কেট সম্পর্কে একটি অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেই ফরেক্স এ কাজ করে ফরেক্স করা যায়।
-
ফরেক্স। সবাই কাজ করতে পারে কারন কেউ যদি কোনো কাজ করে তবে সে সেই সময় বাদে অন্য সময় অন্য সময় করতে পারে কারন সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচচ দিন চব্বিশ ঘন্টা ফরেক্স চালু থাকে যেকোনো ব্যক্তি এই পাঁচ দিনের মধ্যে যেকোনো সময় ফরেক্সে কাজ করতে পারে তাই সকল শ্রেনীর মানুষ সকল পেশার মানুষ ফরেক্সে কাজ করতে পারে।