আপনার কথা আমি পুরোপুরি সাপোরট করতে পারলাম না। কারন অধিক লাভের আসা যারা করে তারা খুব অল্পতেই ঝরে পুরে। লোভ মানুকে পতনের দিকে নিয়ে যায়। তাই অধিক লাভের আসায় অস্তিত্ত হারাবেন না।
Printable View
আপনার কথা আমি পুরোপুরি সাপোরট করতে পারলাম না। কারন অধিক লাভের আসা যারা করে তারা খুব অল্পতেই ঝরে পুরে। লোভ মানুকে পতনের দিকে নিয়ে যায়। তাই অধিক লাভের আসায় অস্তিত্ত হারাবেন না।
ফরেক্স মার্কেটে বেশি ইনকাম করতে চাইলে তার টাকার পরিমান বেশি হতে হবে । বেশি টাকা নিয়ে কাজ করলে কাজ করা সম্ভব তবে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে । মার্কেট সম্পর্কে ভাল বুঝতে হবে । মার্কেট এর নিউজ সম্পর্কে ও ভাল জ্ঞান থাকতে হবে । তাহলে অবশ্যই অধিক আয় করা সম্ভব ।
ফরেক্স মার্কেট থেকে অধিক ইনকাম করা যায় তবে তার জন্য লাগবে ফরেক্স এর অধিক জ্ঞান এবং দক্ষতা আর পাশাপাশি আধিক সময় ধরে অনুশিলক ।
ফরেক্স একটা কঠিন ব্যবসা এখান থেকে ইনকাম করা খুব কঠিন এখান থেকে ৯৫% মানুষ লস করে থাকে জার কারনে ব্যবসা ছেড়ে দেয় এর যারা ফরেক্স এর সম্পর্কে ভালো জানে তারা এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারে ।
ফরেক্স মার্কেট থেকে আমরা যদি অধিক পরিমান ইনকাম করতে চাই , এর জন্য দরকার ফরেক্স সম্পর্কে জানা ।আমাদের সবার আগে বুজতে হবে মার্কেট এখন কোন দিকে যাচ্ছে । যদি আমরা এটা ধরতে পারি ,তাহলে আমরা সাকসেস হব ।
আনেকে মনে করে ফরেক্স থেকে টাকা আয় করা অনেক সহজ কিন্তু আমি মনে কতি ফরেক্স থেকে টাকা আয় করা অনেক কঠিন। অনেকে প্রথমে ফরেক্সে এসে না বুজে ট্রেড করে কিছু আয় করে তখন ফরেক্স তাদের কাছে সোজা মনে হয় এবং পরে তারা অনেক টাকা ইনভেস্ট করে। তারা যেহেতু ট্রেড বজেনা সেহেতু বড় লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে ।তাই আমি মনে করি ফরেক্স থেকে আয় করা অনেক কঠিন।
ফরেক্স থেকে অধিক ইনকাম করা সম্ভব এর জন্য দরকার অনেক অনুশিলন এবং ফরেক্সের জ্ঞেন ও কিছু পরিমান ইনভেসট। ফরেক্স একটি আন্তরজাতিক বিজনেস এটি একটি টেডিং মার্কেট যেখানে নিসচিন্ত ভাবে বিজনেস করা যায় এবং ভাল মাপের প্রফিত করা যায়।
ভাই ৫০০ ডলার ডিপোজিট করার ব্যালেন্স থাকলে আমার মনে হয় এই মাকেট থেকে প্রতিনিয়ত প্রফিট করা সম্ভব।১৫০ ডলার দিয়ে একটা সিগনাল কিনে তাতে টেড দিলে মোটামুটি আয় করা সম্ভব।আমি কখনও কোন পেইড গ্রুপর সিগনালে টেড করি নাই,তবে কিছু কিছু ফ্রি সিগনাল এ টেড দেই কম লটে।মাঝে মাঝে প্রফিট হয়।
বোনাস দিয়ে আমি ফরেক্স টেড শুরু করেছি।একটা উইড্রোও পাইছি।ইন্সটাফরেক স আমাকে বোনাস দিয়ে ফরেক্স টপড করার সুজোগ দিয়েছে এবং একটা উইড্রো দিয়েছে।আনার এখন রিয়েল ইনভেস্ট করার মন তৈরি হচ্ছে
আপনার সাথে যোগাযোগ করতে হবে কেন তাতো বললেন আপনি কি সিগন্যাল প্রোভাইডার না ফান্ড ম্যানেজমেন্ট করবেন। সে যাই হোক এত বড় এমাাউন্ট নিয়ে আপনার সাথে যোগাযোগ করার মত কেউই এখানে নেই আর কেউ হয়তো করবেও না কারন সবাই নিজ থেকেই ফরেক্স শিখতে এসেছে এখানে আর সবাই নিজ প্রচেষ্টায়ই ভালো করতে চায়।
ফরেক্স মারকেটে থেকে ভালো আয় করতে হলে দক্ষতার বিকল্প নাই। অদিক মুফার জন্য আপনাকে আগে ৬ মাস ভালো করে ডিমো ট্রেডিং শিখতে হবে। পরে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করতে হবে।