আপনি ঠিকই বলেছেন যে লোভ করবে সে কোনদিনই এই মার্কেট এ টিকে থাকতে পারবেনা । লোভী ব্যাক্তিরা কখনওই ফরেক্স ট্রেডিং করে সফলতা অর্জন করতে পারে না । লোভী ব্যাক্তিরা বার বার ধরা খাবে এটাই স্বাভাবিক । তাই কখনওই লোভ করতে হয় না ।
Printable View
আপনি ঠিকই বলেছেন যে লোভ করবে সে কোনদিনই এই মার্কেট এ টিকে থাকতে পারবেনা । লোভী ব্যাক্তিরা কখনওই ফরেক্স ট্রেডিং করে সফলতা অর্জন করতে পারে না । লোভী ব্যাক্তিরা বার বার ধরা খাবে এটাই স্বাভাবিক । তাই কখনওই লোভ করতে হয় না ।
আমি বলবো ফরেক্স একটি ব্যবসা যেখানে লোভ করা যাবেনা। ফরেক্সের ব্যবসাই অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যাই এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যাই। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। যদি আপনি ফরেক্স ব্যবসাই লোভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ করলে লস করতে হয় ট্রেড করার জন্য আপনার যে ট্রেড এ নিয়ম আছে সেই নিয়ম গুল খুব কঠোর ভাবে যদি আপনি পালন করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লাভ এ থাকতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা লোভ করে বড় লট এ ট্রেড করে বড় লস করে তাই ফরেক্স মার্কেট এ লোভ করা উচিত না ২ % রিস্ক নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করলে লাভ ও হয় ভাল আর রিস্ক ও কম থাকে
ঠিক বলেছেন । আমার এনালইসিস সব সময় সঠিক হয়ে থাকে কিন্তু আমি মানি ম্যানেজমেন্টের কারনে বারবার ব্যালেন্স জিরো করে ফেলি। আসলে ফরেক্স মার্কেটে টিকে থাকার মূল চাবিকাঠিই হলো মানি ম্যানেজমেন্ট। যদি আমরা সকলেই আমাদের মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারি তবে আমরা আমাদের নিজস্ব স্ট্যাটেজি দিয়েই প্রতি মাসে খুব ভাল পরিমান প্রফিট করতে পারতাম এবং ফরেক্স ব্যবসাকে প্রফেশনাল হিসাবে নিতে পারতাম বলে আমি মনে করি।
লোভ করে সব সময় লাভ করা যায়না কারন আপনার সব ট্রেড টিপি হিট করবে না। তাই একটা ট্রেড ই আপনার বেলেন্স ০ করে দিতে পারে। তাই আমরা লভ না করি। ফরেক্স এ হবে বলে কিছু নেই। যত ভাল সেটআপ পান না কেন আপনি কোনভাবেই বর লটে ট্রেড নিবেন না। আমি একবার লোভ করে ট্রেড নিছিলাম আমার বেলেন্স ০ হয়ে গিয়েছিল। আমার একাউন্ট খালি করে দেখি যে অনেক ট্রেড আছে কিন্তু নিতে পারছি না কারন বেলেন্স নাই।
ভাই, ফরেক্স মার্কেটে এসে সবাই লোভী হয়ে যায়। আমি নিজেও একজন লোভী মানুষ ,অথচ কোটি কোটি টাকার প্রতি আমার কোন লোভ নেই। এই লোভকে ত্যাগ করতে হলে লসের বিনিময়ে ফরেক্স মার্কেটে দীর্ঘ সময়ে অভিজ্ঞতা দিয়ে কিছুটা দক্ষ হতে হবে। তারপর আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট সঠিাক ভাবে পরিচালিত করতে পারব। ফরেক্স করতে হলে মানি ম্যানেজমেন্ট সহ নিজস্ব স্ট্র্যাটেজি তৈরী করতে হবে।
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃর্ত্যু।তাছাড়াআমি মনে করি একজন ফরেক্স ট্রেডার এর জন্য সবচেয়ে বড় সমস্যা বা শত্রু হল লোভ । যে লোভ করবে সে কোনদিনই এই মার্কেট এ টিকে থাকতে পারবেনা । লোভী ব্যাক্তিরা কখনওই ফরেক্স ট্রেডিং করে সফলতা অর্জন করতে পারে না । লোভী ব্যাক্তিরা বার বার ধরা খাবে এটাই স্বাভাবিক । তাই কখনওই লোভ করতে হয় না ।
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷নতুন অদক্ষ লোভী ট্রেডারদের যে কোনো ভালো ব্যালেন্স বা পুজিঁ জিরো জিরো তে চলে আসতে পারে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
ফরেক্স মার্কেটে লোভ করা মানে বিপদ ডেকে অানা । অামরা নিজেদের বিপদ নিজেরা ডেকে অানলে তো করার কিছুই নেই । সেজন্য ধৈর্য্যের সহিত কাজ মনোনিবেশ করতে হবে । অামরা লোভকে খাটো করে দিতে হবে তাহলেই অামরা অার সমস্যায় পড়ব ।
একটা নির্দিষ্ট টার্গেট এর মধ্য প্রফিট সেট করে রাখা উচিত। আমরা আসলে আনলিমিটেড আয় করার আশায় টেক প্রফিট দেই না। মার্কেট এ ট্রেড করলেই লস রানিং হয়। কিন্তু সহজে প্রফিট রানিং হয় না। লোভ কে নির*্যন্ত্রন করে ট্রেড পরিচালনা করতে হবে।