আমি ডেমোতে দেখছি একটা পেয়ারে লস হলে অন্য একটা পেয়ার থেকে সেটা রিকভার করা সম্ভব হয় । কিন্তু একটা পেয়ার দিয়েই যদি ট্রেড করতে থাকি তাহলে লস হলে সেটা রিকভার হতে বেশ খানিক টা সময় লেভে যায়। আমি সব সময় মিনিমাম ২ টা পেয়ারে ট্রেড করি যা আমার জন্য ভালোই হয়
Printable View
আমি ডেমোতে দেখছি একটা পেয়ারে লস হলে অন্য একটা পেয়ার থেকে সেটা রিকভার করা সম্ভব হয় । কিন্তু একটা পেয়ার দিয়েই যদি ট্রেড করতে থাকি তাহলে লস হলে সেটা রিকভার হতে বেশ খানিক টা সময় লেভে যায়। আমি সব সময় মিনিমাম ২ টা পেয়ারে ট্রেড করি যা আমার জন্য ভালোই হয়
ভাই আমি মনে করি একজন মানুষ যখন একটা পেয়ারেই ট্রেড করে তখন তার সেই পেয়ার সম্পর্কে অনেক ভালো ধারণা তৈরি হয় এবং সে সেই মার্কেট টাও অনেক ভালো বোঝে । তাই আমি মনে করি একাধিক পেয়ারে ট্রেড করার চাইতে একটা পেয়ারেই ট্রেড করা ভালো । তবে মাঝে মাঝে আরও ২/১ টা পেয়ারের মার্কেট সম্পর্কে আপডেট থাকা উচিত । তাহলে একটা মার্কেট বুঝতে সমস্যা হলে অন্য পেয়ারে ট্রেড করা যায় । তাই আমি মনে সর্বচ্চ ২/৩ টা পেয়ারে ট্রেড করা ভালো ।
একাধিক পেয়ারে ট্রেড করা মোটেই ভাল না কারণ একাধিক পেয়ারে ট্রেড করলে সঠিকভাবে এনালাইছিস করা যায় না। অন্যদিকে শুধুমাত্র একটি পেয়ারে ট্রেড করলে ঔ পেয়ার সম্পর্কে সঠিকভাবে এনালাইছিস করে সঠিক ট্রেড এন্ট্রি দেওয়া যায় আর সেক্ষেত্রে সেই ট্রেড এ লস হওয়ার সম্ভাবনাও কম থাকে আর ফরেক্স থেকে প্রফিট পাওয়াও খুব সহজ হয়।
একাধিক পেয়ারে ট্রেড করা খারাপ কিছু নয় তবে সব সময় যে কোন পেয়ারে শুধু লাভের উদ্দেশ্যে ট্রেড করা উচিত নয় । আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে ট্রেড করার জন্য সব সময় কয়েকটি নির্দিষ্ট পেয়ারের উপর নির্ভরশীল থাকুন । কারণ একই পেয়ারে বার বার ট্রেড করলে সেই পেয়ার সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায় । তাই নির্দিষ্ট কয়েকটি পেয়ার বেছে নিন আর সেই পেয়ারগুলিতে যে ট্রেড করার জন্য ভাল সেটআপ না পান তাহলে ওই দিনের জন্য ট্রেড করা থেকে বিরত থাকুন । তবে যদি আগ্রহ বেশী থাকে তাহলে ওই পেয়ার মুভমেন্ট নিয়ে একটু এনলাইসিস করুন , তারপর ট্রেড করার চেষ্টা করুন ।
আসলে ফরেক্স ট্রেডিং এ এনালাইজের একটা ব্যাপার থাকে তাই খুব বেশি পেয়ারে ট্রেড করা উচিত নয়। তবে ২/৩ টা পেয়ার সম্পর্কে ধারনা থাকা ভালো কারন অনেক সময় দেখা যাবে যে একটা পেয়ারে লস হয়ে গেছে, মার্কেট আর উঠতেছে না উপরের দিকে। তখন অন্য পেয়ারে ট্রেড করে সেই লস টা রিকভার করে নেয়া যায়
আমরা যখন ফরেক্স থেকে কিছু লাভ করি তখন আমরা আরও জ্ঞান শিখতে শিথিল হয়ে যাই। আমরা সাধারণভাবে সেই লটল জ্ঞান নিয়ে খুশি হই এবং এটি যথেষ্ট মনে করি কারণ এটি আমাদের কিছু উপার্জনে সহায়তা করে। তবে এই উপার্জনটি কখনই অব্যাহত থাকে না আমরা বাজারের সমন্বয় সহ নতুন জ্ঞান শিখতে পারি না তবে আমরা এই বাজারে টিকে থাকতে ব্যর্থ হয়ে পড়ি।
আসলে ভাল খারাপ নির্ভর করবে একজন ট্রেডার ট্রেড দিতে কি পরিমাণ দক্ষ তার উপর । আপনি যদি যথার্থ দক্ষ হন এবং ট্রেডের ব্যাপারে পুর্বের যথেষ্ট ভাল অভিজ্ঞতা আছে তবে সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে । আবার একজন নতুন ট্রেডারের কখনই উচিত হবে না একসাথে একাধিক ট্রেড ওপেন করা কেননা এতে লসের সম্ভাবনা বেশি ।
এ বিষয়ে আমি বলব যে এটা করা কখনই উচিত হবে না। এটা অনেক মন্দ একটা অভ্যাস। কারন হলো আপনি এখানে একের অধিক পেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন দুই দিকেই কিছুটা হলেও এনালাইসিসে আপনার ঘাটতি থেকে যেতে পারে, যেটা এখানে আপনাকে ট্রেডিং এর সময় অনেকটা ভুল ডিসিসন নিতে হতে পারে, যা কিনা আপনার জন্য অনেকটা বিপদের হতে পারে, তাই একাধিক পেয়ারে ট্রেড করা থেকে সর্বদা বিরত থাকুন। তবে আপনার যদি সেরকম অভিজ্ঞতা থেকে থাকে কিংবা আপনি যদি অনেক দক্ষতাসস্পূর্ণ ট্রেডার হন তাহলে এটা করতে পারেন।
সব পেয়ারেই ট্রেডের সুযোগ আসে আমরা যখন একটা পেয়ারে ট্রেড করি সব সময় সেই ট্রেড করার সুযোগ আসেনা তাই আমাদের কে বিভিন্ন রকমের পেয়ারে ট্রেড করতে হবে তাহলে আমাদের অনেক ভাল ট্রেড পাওয়া যাবে তাছাড়া অনেক পেয়ারে ট্রেড করার অভিজ্ঞাতা অর্জন করত পারব। না হয় আমাদের একটা পেয়ারে কাজ করলে সেটা মাজে মাজে ট্রেডের উপযোগিনা
এ বিষয়ে আমি বলব যে এটা করা কখনই উচিত হবে না। এটা অনেক মন্দ একটা অভ্যাস। কারন হলো আপনি এখানে একের অধিক পেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন দুই দিকেই কিছুটা হলেও এনালাইসিসে আপনার ঘাটতি থেকে যেতে পারে, যেটা এখানে আপনাকে ট্রেডিং এর সময় অনেকটা ভুল ডিসিসন নিতে হতে পারে, যা কিনা আপনার জন্য অনেকটা বিপদের হতে পারে, তাই একাধিক পেয়ারে ট্রেড করা থেকে সর্বদা বিরত থাকুন। তবে আপনার যদি সেরকম অভিজ্ঞতা থেকে থাকে কিংবা আপনি যদি অনেক দক্ষতাসস্পূর্ণ ট্রেডার হন তাহলে এটা করতে পারেন।