-
ফরেক্স বিজনেস সম্পূর্ণ স্বাধীন ও অনলাইন ভিত্তিক একটি বিজনেস। এই মার্কেটে আপনি চাইলে ঘরে বসেই অথবা ঘরের বাইরে নিজের সুবিধা মতন স্থানে বসেই শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে ট্রেডিং করতে পারেন। ফরেক্স বিজনেসকে কেউ পার্ট টাইম বিজনেস আবার কেউ ফুল টাইম বিজনেস হিসেবে গ্রহন করে থাকেন। এটি সম্পূর্ণভাবেই আপনার নিজের উপর নির্ভর করে থাকে। এর জন্য আপনি চাইলে নিজের ঘরে বসেও ট্রেডিং করতে পারেন আবার চাইলে অফিস ভাড়া নিয়ে সেখানে ট্রেডিং করতে পারেন।
-
আমার মনে হয় এটা যার যার ব্যক্তিগত ব্যপার । যে যেখানে বসে ট্রেড করে মজা পায় সে সেখানে বসে ট্রেড করবে । যেমন আমি বাসায় বসে ট্রেড করি । আমি বাসায় বসে মজা পাই । যার অফিস ভাল লাগে সে অফিস এ বসে ট্রেড করবে । আর অফিস নিলে আপনার ব্যয় বেড়ে যাবে ।
-
ভাই অামি ও আপনার সাখে একমত।। আমি একজন ছাত্র । লেখাপড়ার পাশাপাশি আমি ফরেক্সে কাজ করি।। কিন্তু আমি যখন বাড়িতে থাকি তখন ফরেক্সে ঠিকমত সময় দিতে পারি না।। পোস্ট করার সময় ও ফ্যামিলি এর অনেকে আমাকে বিরক্ত করে তাই ঠিকমত ফরেক্সে মনযোগ দিতে পারিনা।।।
-
হ্যা এটাও একটি বিষয় যে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নিরিবিলি কোন একটি স্থান বেছে নিতে পারি । এতে করে মার্কেটে আমরা যখন ট্রেড করব তখন খবই মনোযোগ দিয়ে মার্কেট এ্যনালাইসিস করতে পারব । ফলে মার্কেটে আমরা অনেকাংশে সফলতা পেতে পারি বলে আমি বিশ্বাস করি ।
-
আমি ফরেক্স ব্যবসা করার জন্য আলাদা সময় তৈরি করে নিয়েছি । এই সময়ে অন্য কোন কাজ করি না । শুধু এই ফরেক্স ব্যবসা করে আমি অনেক স্বাবলম্বী হতে পেরেছি । সুুতরাং আমরা এই ফরেক্স ব্যবসা দিয়ে জীবনকে সফলকাম হতে পারব ।
-
না আমি কোন অন্য কিছু বাবিনা। তবে ফরেক্স মার্কেটে কেউ যদি ভাল কিছু করতে চায় তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।
-
খুব ভাল একটা অনুধাবন। বাসায় থাকলে একটু মনোযোগে সমস্যা হয় । আমার ও হয়েছে , হাই ইমপেক্ট এর সময় অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয় । কিন্ত হঠাৎ দেখা গেল পরিবারের কেই এসে কোন একটা বিষয় নিয়ে কথা বলল , আর তখনেই আমার মাথায় গুছানো চিন্তা গুলো এলোমেলো হয়ে গেল । এ রকম হলেও এডজাস্ট করে নিতে হবে।
-
ফরেক্স ব্যাবসা করতে হলে আমাদোর জন্য আলাদা একটা রুম প্রয়োজন আছে কারন ফরেক্স করার সময় নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করার জন্য অনেক কঠিন ভাবে সব নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেট আমরা সফলতা পাব।
-
আসলে মনোযোগ ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা । মনোযোগ ধরে না রাখতে পারলে ট্রেডে ভুল হতে পারে । আর অনেক সময় দেখা যায় যে সামান্য ভুলের কারণে অনেক লস হতে পারে এমনকি অনেক সময় আমাদের একাউন্ট জিরো পর্যন্ত হতে পারে । তাই আমি মনে করি যে মনোযোগ ধরে রাখার জন্য মাইন্ড সেট করা অনেক বেশি জরুরী । তবে আলাদা স্থানের প্রয়োজন মনে করি না ।
-
ফরেক্স ট্রেড করার জন্য যেকোন যায়গায় বসে করা যায়। তবে আপনাকে একটু নিরিবিলি জায়গায় বসে ট্রেড করলে ভাল হয় কারন অনেক সময় একটু মনোযোগ দিতে হয় ট্রেডে না হয় লসও হয়ে যেতে পারে। তাই আপনাকে মনোযোগ দেয়ার মতো ভাল জায়গাতে আপনি আপনার জায়গা ঠিক করে নিন।