-
আজ পর্যন্ত আমি ফোরামে অনেক বার কাজ করেছি । ফরেক্সের ফোরামে কাজ করে আমি লাভ ও লস দুটোই করেছি । প্রথম বার আমি যখন ফরেক্সের ফোরামে কাজ করা শুরু করি তখন আমি কম ডলার বোনাস পোষ্টিনহ পাই । তাতে আমার কশট ছিল না । কিন্তু মাস শেষে সেই ডলার আমার মার যায় , মানে ব্লগ হয়ে যায় । তারপর দুবার আমি ফোরামে কাজ করে ভাল টাকা আয় করেছে ফোরাম থেকে । দেখা যাক এইবার কি হয় , আশা করি ভাল কিছু হবে ।
-
ট্রেডিং ব্যবস্থা না রাখা ফরেক্সে একটি বড় ভুল। আপনার যদি ট্রেডিং সিস্টেম না থাকে, তবে আপনি ভিত্তিক পদ্ধতির পক্ষে যুক্তিযুক্তভাবে প্লাস বিঘ্নিত গণ্ডগোলের ঝোঁক করবেন কীভাবে আপনি কোনও খারাপ পদ্ধতি থেকে সাফল্য আশা করতে পারেন। ব্যবসায়ীরা যাদের ট্রেডিং সিস্টেম রয়েছে তার অর্থ আপনার কাছে গাইডলাইন এবং উদ্দেশ্য এবং ব্যবসায়ের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের স্পষ্ট উপায় way ট্রেডিং সিস্টেম থাকার ফলে সাফল্যের সম্ভাবনা বাড়ে, কারণ আপনার প্রবেশ, প্রস্থান বাজারে বা পাশে দাঁড়ানোর জন্য গাইডলাইন রয়েছে। অন্য কথায়, আপনি অবশ্যই আপনার লক্ষ্য অর্জনের পথে রয়েছেন।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার রিয়েল ফরেক্স আইডিতে এখনো পর্যন্ত ট্রেড করতে পারিনি । আমার ইচ্ছা আছে আগামি মাস থেকে ট্রেড করা শুরু করবো । একটু ভয় ও হচ্ছে,,, যে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবো কি না । তবে ভরসা আছে যে,,, ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট অর্জন করতে পারবো ।
-
আমি একজন নতুন ট্রেডার যার কারণে ফরেক্স মার্কেটে আমি অনেক বেশি অজ্ঞ । যদিও রিয়েল একাউন্ট ওপেন করেছি তবে এখনো রিয়েল ট্রেডিং শুরু করিনি । কারণ আমার ফরেক্স জ্ঞানের এবং মূলধনকে যথর্থভাবে ম্যানেজমেন্ট করার জন্য পর্যপ্ত জ্ঞানের অভাব রয়েছে । তাই আমাকে প্র্রথমে ফরেক্স এর উপর ভালভাবে জ্ঞান অর্জন ও ট্রেডিং করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে যা আসি বর্তমানে করছি ডেমো একাউন্ট এর মাধ্যমে ।
-
ফরেক্স মার্কেট এ কিছু কিছু ট্রেডার আছেন যারা *প্রতিদিন ট্রেড করে থাকে। এবং তারা মাসশেষে প্রফিট ও করে থাকে। আসলে অনেক ট্রেডার আছেন যারা সব সময় নিয়মিতভাবে প্রফিট করে থাকেন। ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে চাইলে অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।
-
আমি ও আপনার মতো ফরেক্স মার্কেট এ এখন পর্যন্ত লস এ আছি শুদু আমি না বাংলাদেশ এর শতকরা ৯০% ট্রেদার এই লসে আছে কেউ স্বীকার করে কেউ করেনা । আসলে আমরা ফরেক্স মার্কেট কে মনে করি টাকা বানানোর মেশিন এসেই কোন নিয়ম নিতির না মেনে ট্রেড করা শুরু করি যার ফলাফল লুসার, আমি মনে প্রানে বিশ্বাস করি ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করতে পারলে অবশ্যই লাভবান হওয়া যাবে এতে কোন সন্দেহ নাই
-
আমি গত মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। যারা পুরাতন তারা বলতে পারবে যে তারা কি পরিমান লাভ বা লস করেছে। আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারিনাই। কারন আমি একটু গতমাসে বেশি লোভ করেছিলাম তাই লোভের কারনে আমার ৫০ ডলারের মত লস আছে।
-
আমি মনে করি ব্যবসায় লাভ বা লস থাকবেই । আমি বেশ কিছুদিন যাবত ই ডেমো করতেছি। লাভ লস মুটামুটি এভারেজই আছে আমার । জানিনা রিয়েল ট্রেড শুরু করলে কি হবে তবে আমি ৬ মাস ডেমো করবো তারপর রিয়েল ট্রেড করার কথা ভাব্বো
-
আজ পর্যন্ত ফরেক্স করে আমি লাভে যেতে পারিনি কারণ আমি আমার একাউন্টে মাত্র ১০ ডলার ইনভেস্ট করছি আর সেটা দ্বারা কয়েকদিন হলো, ট্রেড শুরু করেছি। এই মাসে আমার একাউন্টে ৪০ ডলার বোনাস পাবো আর সেটা দ্বারাই আমি সঠিকভাবে ট্রেড সুরু করবো এবং প্রফিট করবো।
-
ফরেক্স ট্রেডিং এ আমি প্রথমে ৫ ডলার দিয়ে রিয়েল ট্রেড করেছিলাম।বিনিময়ে পেয়েছি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট উপহার।আসলে ফরেক্স ট্রেডিং অনেক বুঝার আছে আমরা যদি অল্পতে বুঝে যায় তাহলে আমার মত অবস্হা হবার সম্ভাবনা আছে।আমি এখুন শুুধু ডেমো ট্রেড করি।