ফরেক্স মার্কেট এ লাভ লস দুইটাই হয়। প্রথম এর দিকে লস হইত বেশি হবে আর এই লস হতেই ভুল গুলো সংসধন করে আগামীতে লাভ করার চেষ্টা করতে হবে।আজ আপনার ভুল বা অন্ন কারনে লস হলে আগামিতে সংসধনের মাদ্ধমে অবসসই লাভ হবে।
Printable View
ফরেক্স মার্কেট এ লাভ লস দুইটাই হয়। প্রথম এর দিকে লস হইত বেশি হবে আর এই লস হতেই ভুল গুলো সংসধন করে আগামীতে লাভ করার চেষ্টা করতে হবে।আজ আপনার ভুল বা অন্ন কারনে লস হলে আগামিতে সংসধনের মাদ্ধমে অবসসই লাভ হবে।
ফরেক্সে লস না করলে ভাল ট্রেডার হওয়া যায় না। আমি নিজেও লসের পথিক । তবে আমি আমার লস থেকে অনেক কিছু সিখেছি । ভবিশ্যতে এসব ভুল যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখব। আমাদের সবার উচিত ভুল থেকে শেখা । তাহলেই আমরা ভাল মানের ট্রেডার হতে পারব।।।
তাই লস কমাতে বা একাউন্ড জিরো করা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এর একটা সঠিক ব্যবহার করতে হবে।যেটা আমাদেরকে প্রটেক্ট করতে সহায়তা করে।আমরা আমাদের স্ট্রাটেজিগুলোকে মেনে চলব এবং সে অনুযায়ী নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলব।
প্রচলিত আছে যে ব্যার্থতায় হল সফল হওয়ার সোপান । তাই আমি মনে করি যে ব্যার্থতাকে জয় করেই আমরা ভবিষ্যতের সোপান রচনা করতে পারব । যারা প্রথমদিকে লস করে তারা ভবিষ্যতে লাভ করবে তবে তারা যদি আজকের লস থেকে শিক্ষা লাভ করতে পারে তবেই ভবিষ্যতে ট্রেড থেকে লাভবান হতে পারবে । শিক্ষাটাকেই মুলত কাজে লাগাতে হবে ।
ব্যার্থতায় সফলতার চাবিকাঠি । আজকের ছোট ছোট ব্যার্থতা থেকে শিক্ষাগুলো অর্জন করেই আপনি ভবিষ্যতে আরো ভালো ট্রেডিং করতে পারবেন । ফরেক্সে ভালো ট্রেড করার জন্য ব্যার্থতার অনেক বেশি প্রয়োজন আছে । যত বেশি ব্যার্থ হবেন তত বেশি আপনি সফল হবেন । তবে হীতে বিপরীতও হতে পারে । কেননা অনেকে ব্যার্থ হয়ে খুব সহজেই হাল ছেড়ে দেই । তাই আমি মনে করি ব্যার্থ হলেই হাল না ছেড়ে আত্নবিশ্বাসী হতে হবে ।
ব্যবসা তে লস থাকবেই লস না থাকলে লাভ এর আশা করা যায় না ।তাই আমি মনে করি ব্যবশাঈ লোশ থাকতে হবে বলে মাই মনে করি ।ব্যবশায় লস না থাকলে লস এর কিভাবে হল কিনবা কথায় থেকে আম্র লস টা হল সি বিষয় এ একটা ধাড়না চেলে আসে ।তখন ট্রেড করতে গেলে কন সসসা হবে না বলে মনে করি ।
আমি বলবো ফরেক্স মার্কেটে লস কারা স্বাভাবিক ব্যাপার। যারা এটাকে প্রেরনা হিসেবে গ্রহন করতে পারবে তারাই সামনে এগুতে পারবে। আর যারা অল্পতেই হতাশ হয়ে পড়ে তদের এখানে ট্রেড না করাই উচিৎ। তবে লসের হার যেন লাভের হারের চেয়ে বেশী না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
যেখানে ব্যাবসা সেখানে লাভ+লস থাকবেই৷নতুন ট্রেডারগণ লস করবে আর দক্ষ ট্রেডারগণ লাভ করবেন৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷
ভুল থেকেই আমাদের শিক্ষা লাভ করতে হবে। লস না হলে আমরা লাভ কিভাবে করতে সেটা শিখতে পারব না। তাই লস হলে অব্যশোই সেটা থেকে শিখতে হবে। কারন লাভ লস মিলিয়ে গড়ে আমাদের প্রফিট করতে হয়। শুধু যে লাভ হয়ে ফরেক্স এ তা কিন্তু নয়।
মানুষ যদি ভুল না করে তাহলে তার শিক্ষা লাভ হয় না। কারন মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহন করে। আর ভুল মানুষেরই হয়ে থাকে। ভুল ত্রুটি যে কোন কাজে ঘটতে পারে। মানুষ ভুল করে মানুষই সেটা সংশোধন করে। ফরেক্স এ অসবাই কম বেশি ভুল ট্রেড করে থাকে।
যেহেতু এটা বাবসা তাই লাভ লস রয়েছে । লস হলে হতাশ হয়া যাবে না। ভুল থেকে শিখে সামনে জেতে হবে। লস কমিয়ে প্রফিট কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে আমাদের।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে যতটা সম্ভব লস কে কমিয়ে আনতে হবে তাহলে আমরা ভাল করে এই মার্কেট হতে লাভ করতে পারব যারা লস করছেন তারা ভুল করে লস করছেন তাই তাদের প্রফিট কমে যাচ্ছে তাই তারা লস করছেন।কিন্তু লস থেকে তারা ট্রেড শিখছে এই ভুল গুল তারা আর করবেনা।লস না করলে লাভ করা জাই না। তাই আজকে জারা লস করছে আগামিতেই তেরাই লভ কোরবে।
লাভ বা লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব নয়। প্রত্যেক ব্যবসায় লাভ লস আছে।টেড এর বেপারে সজাগ না থাকে তাহলে আপনি যতই বক বক করেন না কেন কোন কাজেই আসবে না। ফরেক্স এ ভুল সবাই করে এবং লস খাই আর ওইসব ভুল থেকেই সবাই শিক্ষা নেই। এই চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে তাহলেই ফরেক্স এ আপনি লাভ করতে পারবেন।আজ লস করলে সে লস থেকে যদি শিক্ষা নিয়ে আবার ট্রেডে জাই তবেই আয় হবে।তাই সঠিক পথে এগুনো খুব গুরুত্বপূর্ণ।
সকল ব্যবসাতেই লাভ লস আছে। সুতরাং ফরেক্স এ কেন থাকবে না, যদি এটা একটা ব্যবসা হয়ে থাকে। আমরা লস কে সহজ ভাবে গ্রহন করতে চাই না যার জন্য আমাদের ট্রেডিং এ গিয়ে সমস্যা হয় অনেক সময়। আমাদের সব সময় মনে রাখতে হবে যে ব্যবসায় রিস্ক বেশী সে ব্যবসায় লাভ ও বেশী, সুতরাং রিক্স গ্রহন করার ক্ষমতা থাকতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ন বিষয় হলো লস হলে বসে থাকা চলবে না, লস কেন হলো সেটা বের করতে হবে এবং যথা সম্ভব সমস্যাটাকে সংশোধন করতে হবে।
যেহেতু লাভ লসের মাঝেই সকল ব্যবসার বৈধতা, সেহেতু আজকে নাহয় আপনি লস করেছেন কিন্তু আগামীতে অবশ্যই লাভ করবেন এটা স্বাভাবিক এবং এই লাভ লসের মধ্য দিয়ে আমাদের ব্যবসা করে ধৈর্য নিয়ে এখানে টিকে থাকাই হচ্ছে মুখ্য বিষয় । সুতরাং সবরকম সতর্কতা অবলম্বনের মধ্য দিয়ে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং নিজের কনফিডেন্সকে আরও সুদৃড় করতে হবে এটাই যেন হয় আমাদের সকলের একমাত্র লক্ষ তাহলেই লসকে নিয়ন্ত্রণ করা সম্ভব ।
জারা লস করছে তারাই বেশি সচেতন হচ্ছে আর পরবর্তীতে তাদের ভুল করার সম্ভাবনা কমে যাচ্ছে তাই তারা কম লস করছে আর তাদের লাভ বেরে যাচ্ছে।আমি মনে করি যারা লস করে টিকে থাকবে পরবর্তীতে তারা লাভ করবে।
অবশ্যই ফরেক্স মার্কেটে লস হচ্ছে লাভের পূর্বাভাস। তাই আজকে যারা লস করছেন, তাদের উদ্দেশে শুধু একটা কথাই বলতে চাই সেটা হল ভাই বার-বার লস হচ্ছে হতে দেন কোন চিন্তা বা টেনশান করবেন না, বিচলিত হবেন না, উত্তেজিত হবে না। কারন এই কঠিণ মুহূর্তটাকে যদি ধৈর্য্য সহকারে পার করতে পারেন, তবে সামনে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে বলব।
এমন কোন ব্যবসা নাই যাতে লস নাই. আর প্রকৃত ব্যাবসায়ী কখনো লস করে বসে থাকে না. কারণ বসে থাকাটা অনেক ক্ষতির লক্ষণ. তাই কোনো কিছুর কথা মনে না করে সামনে এগিয়ে যাওয়া তা প্রকৃত ব্যাবসায়ী কাজ. ট্রেডিং ব্যবসা আরো রিস্ক নিয়া করতে হয় কারণ এখানে ১০০ % ক্ষতি হবে মনে করে ট্রেডিং করতে হবে. কারণ লস হতেই পারে তাই বলে কি ট্রেডিং করবো না. হয়তো ৩ টি ট্রেডিংয়ে এ যে লস হবে একটি ট্রেডিং এ তার ৩ গুন্ লাভ হতে পারে তাই বার্থ হয়ে ফিরে যাওয়া কোনো সফল ট্রেডার আর কাজ নয়.
আপনি ভাই অনেক ভাল একটা পোস্ট করছেন ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় কিছু লস হবেই এই লস যাতে কম হয় সেই কারন এ ১% থেকে ২% রিস্ক নিয়ে ট্রেড করতে হবে এতে করে আপনার যখন লস হলে কম হবে আর যখন লাভ হবে তখন অনেক লাভ হয় তাই আজকে যারা লস করছে তারা যদি কম লস করে ট্রেড করে সামলে তারা অনেক ভাল লাভ করবে
লস করার পরে হয়ত কেউ লাভ করে আবার লাভ করার পরে কেউ হয়ত লস করে এটাই হল মার্কেট এর নিয়ম এখানে কেঁউ সব সময় লাভ আবার কেউ সব সময় লস করতে পারে না তাই এটা আমাদের জন্য একতা সিস্টেম হয়ে গিয়েছে বলে আমি মনে করি ।
ফরেক্স এ লস কিন্ত দুই প্রকার এক বুঝে লস করা আর একটি হলো না বুঝে লস করা। যদি আপনি বুঝে লস করেন তাহলে আপনি লস থেকে ভাল কিছু শিখতে পারবেন এবং ভবিষ্যতে সেটা আপনার কাজে আসবে। আর যদি আপনি ফরেক্স না বুঝে লস করেন তাহলে সেটা আসলে অাপনার জন্য শুধু লস এবং এটার থেকে আপনি কোন রিটার্ন পাবেন না। এটা আসলে একধরনের গোরামী এবং চরম বোকামী। ফরেক্স এ লস হতে পারে এবং এটা থেকে নিস্তার কেউ পায়নি সে যত বড় ট্রেডার হোন না কেন? তাই ট্রেড করার কিছু সিস্টেম আছে যে গুলো প্রয়োগ করলে আপনি থাকবেন সুরক্ষিত। যার একটি হলো মানিম্যানেজমেন্ট।
ভুল থেকেই আামদের শিক্ষা হবে। কেননা সবাই প্রথমে শিখে আসে না। সবাই তার জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কাজ শিখে। আর যারা লস করছেন তারা কেন লস করছেন সেটা খুজে বের করার চেষ্টা করুন। না হলে সারাজীবন লসের ঘানি টেনে যাবেন।
ভুল থেকেই মানুষ শেখে। ফরেক্স এ ট্রেড করতে গিয়া প্রথমে যারা লস করেছে তারাই আকদিন ফরেক্স ট্রেড করে লাভ করতে পারবে। কিন্তু এর জন্য প্রয়োজন হবে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস। ফরেক্স এ আত্মবিশ্বাস হারালে আর সফল হওয়া যায় না।
যারা লস করার পরে নিজে সতর্ক হয়েছে এবং কি কারনে লস হল তা মেনে নেওয়ার চেষ্টা করেছে। তারাই সফলতা অর্জন করতে পারবে। আর যারা লস হওয়ার পরে হতাশ হয়ে পরে এবং চেষ্টা সেরে দেয় তাঁরা কখনই সফলতা অর্জন করতে পারবে না।
ভাই আপনার মত আমারও একই বিশ্বাস আজকে যারা লাভ না করতে পারছে ভবিষ্যতে অবশ্যই তারা একদিন লাভ করতে পারবে। তবে এজন্য আপনাকে কঠোর পরিশ্রম ও ফরেক্স সম্পর্কে স্ট্র্যাডি করতে হবে আর এভাবে আপনাকে দীর্ঘ কয়েক বৎসর এই মার্কেটে লেগে থেকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি ধীরে ধীরে ফরেক্স সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন তখন অবশ্যই এই মার্কেটে লসের পরিমাণ কিছুটা কমাতে পারবেন এবং সে হিসেবে ধীরে ধীরে লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন বলে আমার বিশ্বাস।
লাভ লস কে ঘিরে রুয়েছে ফরেক্স মার্কেট তাই আমাদের কে লাভ করতে হলে ফরেক্স মার্কেট থেকে অবিজ্ঞতা অর্জন করে করতে হবে তা না হলে আমরা এই মার্কেট থেকে কখনই লাভ করতে পারব না । সব সময় লাভ বা সব সময় লস ফরেক্স থেকে করা যায় না লাভ লস নিয়েই একসাথে আপনাকে ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেটে প্রথম প্রথম সবাই আমরা কম বেশি করেছি আমাদের অজ্ঞতার কারনে।কিন্তু ধীরে ধীরে আমরা এই মার্কেট বুজতে শিখছি লস করতে করতে একসময় লাভের দেখা পেয়েছি।লসের অনেক অজানা বিষয়ে বুজতে শিখেছি এভাবেই লস কমে আসছে এবং আমরা এগিয়ে চলেছি।
হ্যা ভাই যারা আজকে নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে লস করছে তারা অবশ্যই ভবিষ্যতে একদিন লাভ করবে তবে এজন্য আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য্যসহকারে মার্কেটে টিকে থাকতে হবে। পাশাপাশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে। কারণ ডেমো ট্রেড দ্বারা আপনি ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের কৌশলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। এজন্য আমি বলব আপনি প্রথম অবস্থায় যত ভুল করবেন তত বেশি ভাল অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন। কেননা যখন আপনি ভুলের কারণগুলো খোজে বের করবেন তখন ধীরে ধীরে আপনি লসের পরিমাণ কমিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন আমার বিশ্বাস।
ফরেক্স মার্কেটে আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। তিনি কি খতিয়ে দেখছেন কিনা কেন এবং কি কি কারনে লস করলেন। এমন কোনো বেবসা নেই যেখানে আমরা লস ছাড়া প্রফিট করতে পারি ফরেক্স মার্কেট ও এর বেতিক্রম নয় ফরেক্স মার্কেট এ লস হবে আবর প্রফিট ও হবে লস হলে ভেঙ্গে পরার কিছু নেই তবে লস কমিয়ে প্রফিট কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে ।
ফরেক্সে যখন প্রথম ট্রেড করি তখন লস করি এভাবে লস করতে করতে এক সময় লাভের মুখ দেখি অার এভাবে লাভ লস করে ফরেক্স শিখতে হয় ঠিক যেমন ব্যাবসায় লাভ লস করে ব্যাবসা শিখতে হয় । তাই লস করলে ভয় পাওয়ার কিছু নেই , বেশির ভাগ লস হয় নিজের ভুল সিদ্ধান্তের কারণে নিজের ভুল সংষধন করুন মন দিয়ে মার্কেট এনালাইসিস করুন আর আজকের লস আপনাকে আগামীদিনের লাভ এনে দিবে।
আজকে কারা লস করছে যাদের ট্রেডের বিষয়ে কোন অভিজ্ঞতা নেই, হ্যা সব ব্যবসায় লাভ লস আছে তেমনি ভাবে ফরেক্সে আছে। যারা লস করছে তারা অবশ্যিই লাভ করবে কারন না ঠকলে জেতা যায় না। আর লসের মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়ছে আর সামনে তাদের জন্য বিশাল লাভ হবে এটা আমি মনে করি।
ধন্যবাদ
হ্যা এই কথাটির সাথে আমি পুরোপুরি একমত তবে যারা নি:স্বার্থভাবে এই মার্কেট কাজ করতে পারবেন কেবল তারাই ভবিষ্যতে ফরেক্স করে ভাল মুনাফা উপার্জন করতে পারবে। কারণ আমি যতটুকু বুঝি তার উপর নির্ভর করেই বলতে পারি ফরেক্স এমন একটি মার্কেট যে প্রথম অবস্থায় যে কেউ ট্রেড করলে লস করতেই পারে এবং যে ট্রেডার পরবর্তীতে উক্ত লসের কারণগুলো খোজে যে সংশোধন করতে পারবেন কেবল মাত্র সেই ট্রেডার পরবর্তীতে ধীরে ধীরৈ তার অভিজ্ঞতার আলোকে সফলতা বয়ে আনতে পারবেন বলে আমার বিশ্বাস।
ফরেক্স এ লাভ ও লস এর মাত্রা একটু বেশিই বটে। তাই এই ফরেক্স মার্কেট এ এখন যারা লুজার তারা কক্ষনো মনে করবেন্না যে আপনারা ফরেক্স মার্কেট থেকে কক্ষনো কিছূ করতে পারবেন না। আপনারাও পারবেন একদিন। তাই বলা হইএ থাকে ফরেক্স এ আজ যারা লস করবে তারাও একদিন ফরেক্স এ সফল কাম হতে পারবে।
কখাটা ঠিক।আপনি যদি কোন কাজ এ হেরে যান তাহলে আপনি জেতার জন্য সব সময় ই চেষ্টা করবেন আর আসা করি এক সময় আপনি সফল হতে পারবেন ই।তাই বলব যদি আপনি ফরেক্স এ একবার লস করেন তাহলে নিযের হার কে মেনে নেবেন না বরং চেষ্টা করেবন দেকবেন যে আমি এক সময় জিতবেন ই তাই কোন কাজ এ একবার হেরে গেলে নিরাস হতে নাই কারন একবার হারলে পরের বার আপনি জিতবেন ই।
ফরেক্স মার্কেটে লস কারা স্বাভাবিক ব্যাপার। যারা এটাকে প্রেরনা হিসেবে গ্রহন করতে পারবে তারাই সামনে এগুতে পারবে। আর যারা অল্পতেই হতাশ হয়ে পড়ে তদের এখানে ট্রেড না করাই উচিৎ। তবে লসের হার যেন লাভের হারের চেয়ে বেশী না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
লাভ লস নিয়েই যেকোনো ব্যবসা। এখানে লাভ এবং লস আসবে কিন্তু কোন ক্ষেত্রেই আবেগ প্রবণ হওয়া যাবেনা। বেশি লাভ করলেই বেশি আনন্দ করা যাবেনা আর বেশি লস করলেউ ভেঙ্গে পরা যাবেনা। ব্যাপক আত্মবিশ্বাস এর সাথে পরিস্থিতির মোকাবেলা করাই একজন ভালো ট্রেডার এর লক্ষন।
লাভ লস সাথে নিয়েই ফরেক্স মার্কেট তাই আমাদের কে মার্কেট এ ট্রেড করতে হলে লসের মোকাবেলা করেই করতে হবে এ জন্য আমাদের কে পিছিয়ে পরলে চলবে না বলে আমি মনে করি । ফরেক্স মার্কেট হল একটি উন্নত বেবসা যা দিয়ে আমরা সচ্ছল ভাবে চলতে ফিরতে পারি ।
ব্যাবসায়ে লাভ হবে লস লস হয়ে এটাই স্বাভাবিক তবে লস হরে আমরা যেমন কষ্ট পাই পাশাপাশি নতুন করে ঘুরে দাড়াতেও কিছুটা সময় লাগে তবে লসের মধ্য দিয়ে যে কেবল অর্থনৈত্তিক ক্ষতির বিষয়টা নিহিত থাকে সেটা কিন্তু নয় বরং আমার কাছে মনে হয় লসের মধ্যদিয়েও আমরা কিছু শিক্ষা পাই অর্থাত লস হওয়ার পরে যদি লসের প্রকৃত কারন অনুসন্ধান করে তা থেকে শিক্ষা গ্রহন করা যায় তা হলে ঐ একই ধরনের ভূলের কারনে ভবিষ্যত্বে লসের প্রবনতা অনেকাংশেই কুমিয়ে আনা সম্ভাব বলে আমার বিশ্বাস।
প্রত্যক ব্যবসায় লাভ লস আছে। লাভ লস না থাকলে সেটাকে ব্যবসায় বলে না। ফরেক্স ব্যবসায় ও লাভ লস বিদ্যমান। ফরেক্স ব্যবসায় এ আপনি অনভিজ্ঞ হলে লসের সম্মুখীন হতে, আর আপনি অভিজ্ঞ হলে অবশ্যই এখান থেকে লাভ করতে পারবেন।
সকল বেবসাতেই কিন্তু লাভ আছে লস আছে ফরেক্স তাঁর বাইরে না তবে এখানে লাভ লস যেটাই হউক না কেন তাঁর পরিমান একটু বেশী থাকে কারন এটা হচ্ছে একটা শেয়ার মার্কেট আর এই মার্কেট এ আপনি যাই করুন না কেন তা অন্য বেবসার তুলনায় অনেক বেশী হবে বলে মনে করি ।