আসলে ফরেক্স এ ট্রেড করার জন্য কোন দিন বা রাত নেই। প্রতি শনি এবং রবিবার ব্যতীত অন্যান্য সময় 24 ঘন্টাই ফরেক্স মার্কেট খোলা থাকে। এনালাইসিস অনুযায়ী যখন মনে করি মার্কেট করার উপযোগী ঠিক তখনই ট্রেড করি। দেখা যায় কিছু কিছু দেশের দিনের বেলায় যখন কেনাবেচা বেশি হয় তখন ঠিক ওই মুহূর্তে আমাদের দেশে তখন রাত এবং ওই মুহূর্তে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।