-
লোন এর টাকায় ট্রেড করা সত্যিই অত্যন্ত ঝুকিপুর্ণ। আপনি যে কোন সময় আপনার লোভ বা ভুলের কারনে বিশাল একটা লস এর সম্মুখীন হতে পারেন। যদি লোন করে টাকা নিয়ে ফরেক্স এ বিনিয়োগ করে থাকেন তাহলে বড় ধরনের কোন লস কে আপনি স্বাভাবিক ভাবে গ্রহন করতে পারবেন না। সবসময় আপনার মানসিক চাপ কাজ করবে। তাই সব থেকে ভাল হয়। অল্প অল্প করে নিজের কামানো কিছু টাকা ফরেকাস এ ইনভেস্ট করে তা দিয়ে ট্রেড করে প্রফিট করা। এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে মানসিক চাপও কমলো আবার বাড়তি কিস্তি দেওয়ার ঝামেলাও থাকলো না।
-
লোন এর টাকায় ট্রেড করা সত্যিই অত্যন্ত ঝুকিপুর্ণ। আপনি যে কোন সময় আপনার লোভ বা ভুলের কারনে বিশাল একটা লস এর সম্মুখীন হতে পারেন। যদি লোন করে টাকা নিয়ে ফরেক্স এ বিনিয়োগ করে থাকেন তাহলে বড় ধরনের কোন লস কে আপনি স্বাভাবিক ভাবে গ্রহন করতে পারবেন না। সবসময় আপনার মানসিক চাপ কাজ করবে। তাই সব থেকে ভাল হয়। অল্প অল্প করে নিজের কামানো কিছু টাকা ফরেকাস এ ইনভেস্ট করে তা দিয়ে ট্রেড করে প্রফিট করা। এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে মানসিক চাপও কমলো আবার বাড়তি কিস্তি দেওয়ার ঝামেলাও থাকলো না।
-
সব সময় মনে রাখতে হবে যে, প্রত্যেক ব্যাবসায় লাভ বা লস হবেই। এমন কোন ব্যবসা নাই বা আমি এখন দেখিনি যে শুধু লাভ হচ্ছে বা শুধু লস হচ্ছে। তাই ফরেক্স এ লোন করে বিনিয়োগ করার কোন প্রয়োজন নাই। লোন এর টাকা হলে একদিকে যেমন কিস্তির টাকা জোগাড় করার টেনশন কাজ করে অন্যদিকে ফরেক্স ব্যবসায় যদি লস হয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে এরকম টেনশনও কাজ করে মাথায়। অর্থাৎ সুস্থভাবে ট্রেড করা বা ফরেক্স ব্যবসা শিখা সম্ভব হয় না।
-
বাংলায় একটা প্রবাদ আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। ভাই রে ইন্সটা ফরেক্স আমাকে একটা সুযোগ দিচ্ছে আমি সেই সুযোগ গ্রহন করব না কেনো? আমি যদি ফোরাম পোস্টিং করে প্রাপ্ত বোনাস দিয়ে যদি ট্রেড করতে পারি এবং লাভ তুলতে পারি তবে কেন আমি অন্যজন থেকে টাকা ধার নিবো? আশাকরি বুজতে পারছেন।।
-
লোন এর টাকায় ফরেক্স করলে নিজেকে অনেকটা ভয় লাগে যে মনে হয় যে আমার একাউন্ট বুঝি এখনই জিরো হয়ে গেল। তাই আমি ফরেক্স লোন এর টাকায় ফরেক্স করি না। আমি ফরেক্স ফোরাম থেকে পোস্টিং করে অর্জিত কিছু বোনাস নিয়ে আমি ফরেক্স করি।
-
আমার মনে হয় লোন এর টাকায় ফরেক্স করে তেমন সফলতা পাওয়া যায় না আপনার পুঁজি কম বলে আপনি লোণ নিবেন এটা ঠিক আছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ফরেক্স হল একটি ঝুঁকিপূর্ণ বাজার এখানে আপনাকে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে তারপরে নিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন ।
-
আমি লোনের টাকায় ট্রেড করা একদম এ পছন্দ করি না। লোণ সব সময় অভিশাপ যদি পরিশোধ না করা যায়। লোণ অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে তাই লোণ থাকা অবস্থায় কোন ভাল কাজ ই ঠিক মত করা যায় না । ফরেক্স এর ক্ষেত্রে আমি নিজের উপারজনের টাকায় ট্রেড করতে পছন্দ করি। ফরেক্স এ একবার ফরস সেল হলে কোন টাকাই অবশিষ্ট থাকে না। সবাই অভিজ্ঞ না যে প্রত্যেক ডিপসিট এ লাভ হবে অথবা প্রত্যেক মাসে লাভ থাকবে ! তাই লোন করে ফরেক্স ট্রেড এর রিস্ক না নেওয়াই উত্তম।
-
ব্যক্তিগতভাবে আমি লোন এর টাকায় ফরেক্স ট্রেড করি নাহ কারণ লোন এর টাকায় ফরেক্স এ ট্রেড করা অনেক বেশি ঝুকির বলে মনে করি লোন এর টাকায় ট্রেড করে যদি কখনো লস হয়ে যায় তাহলে আমাদের লস এর জন্য দুঃক্ষ তো থাকবেই তার সাথে থাকবে লোন পরিশোধের চাপ যা কিনা ফরেক্স ট্রেড এ বাধার সৃস্টি করবে অনেক বেশি
-
লোন নেয়াট অনেক রিস্কি এবং এটা করা হবে সবচেয়ে বোকামি। আপনার কোনোদিন ও উচিৎ হবেনা এটা করা। এমনিতেই ফরেক্স এ আপনি যা বিনিয়োগ করেন তার থেকে অনেক বেশি লস হতে পারে এবং আপনার অ্যাকাউন্ট তা জিরো হয়ে যেতে পারে। তাই আপনার কোনোদিন ও উচিৎ হবে না লন নিয়ে এটা করা। এতে আপনার সব হারাতে পারে।
-
আপনি যদি নিজেকে ফরেক্স মার্কেটে অনেক বেশি দক্ষ মনে করেন তবে আপনি লোন নিয়ে ট্রেড করতে পারেন আর যদি দক্ষ না হন তবে এত বড় রিস্ক নেয়াটা ঠিক হবে না।কারন দক্ষতা ছাড়া এখানে কাজ করে সফলতা আসবে না।
-
লোন এর টাকা নিয়ে ফরেক্স না করাই উত্তম। আমার এক পরিচিত ট্রেডার অনেক টাকা লোন নিয়ে করেছিল ইনভেস্ট। কিন্তু টেনশোনে তার মাথা ঠিক থাকে না। এক সময় বড় ধরনের লসে পরে যায়। ফরেক্স লোণ না নিয়েই করাই উত্তম।
-
লোন এর টাকায় আমি এখনো পর্যন্ত ট্রেড করিনি । কেননা লোন এর টাকায় ট্রেড করলে আমরা হয়ত অনেক বেশি পরিমাণে লস করে সে টাকা রিকভার নাও করতে পারি । তাই আমার মনে হয় আমাদের উচিত নিজের টাকা দিয়েই ট্রেড করা অন্যথায় ডেমো একাউন্টে ট্রেড করা । এতে করে আমরা খুব সহজেই সফল হতে পারব । যে যত বেশি ভাল ট্রেড করবে সে তত বেশি সফল হতে পারবে ।
-
লোন নিয়ে ফরেক্স করা আমি মনে করি ঝুকিপুরন্য ।কারন ট্রেড করতে গেলে অনেক সমসসার সন্মুখি হতে হই ।আপানার ট্রেড এই অনেক কিছু ভেবে কাজ করতে হই তাআছারা লস এর আসা থাকে বলে আমি মনে করি ।তাই আমাদের লোন নিয়ে এই কাআজ করা উচিত না ,যা করতে হবে এখনে কাজ করে করতে হবে।
-
লোন যদি নেয়ায় যাই তাহলে ঠিক সময় মত সেই লোন পরিশোধ করতে হয় ।তাই আমরা যে বাবসা করব সেই ব্যবসাই লাভ না ও হতে পারি এই ব্যবসাই বুজে সুনে ট্রেড করতে হয় ,আর যদি জানা না থাকে তাহলে তো আপনার লস এর পরিমান অনেক হবে ।ট্রেড একটি সহজ বিষয় না ।অনেক কিছু জানতে হয় ।
-
আমার মনে হয় ধার করে ফরেক্স করে আপনি সেই টাকায় কখনই এই মার্কেট থেকে লাভ করতে পারবেন না ।তাই ফরেক্স করতে হলে আপনি নিজে ডিপোজিট করেন সেই টাকা দিয়ে ফরেক্স করেন । ধার করা টাকা দিয়ে ট্রেড করলে এখানে মানসিক চাপ ছাড়া আর কিছুই পাবেন না কেউ ধার করা টাকায় ফরেক্স মার্কেট এ লাভ করতে পারে নি ।
-
লোনের টাকা দিয়ে ফরেক্স ট্রেড কখোনোও করবেন না,করা উচিৎ নয়৷এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷নতুন অদক্ষ লোভী ট্রেডার ১০০০ ডলার পুজিঁও মাত্র ১ মাসেই জিরো করে ফেলতে পারে৷প্রত্যেক ব্রোকারই ডেমো ট্রেডিং এর এই ভার্চুয়াল ব্যালেন্স বিশেষ সুবিধা দিচ্ছেন যেন আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেডিং শিখতে না হয়৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
-
লোন নিয়ে ফরেক্স করাটা বোকামী ছাড়া কিছুই হবে না। কারন ফরক্স একটি রিসকি ব্যবসা। এখানে প্রফিট এর ১০০% কোন নিশ্চয়তা নেই। লাভ এবং লস মিলিয়েই ফরেক্স এ লাভ থাকে। আপনি যদি লোন করেন তাহলে আপনার মাথায় চিন্তা থাকবে। আর চিন্তা নিয়ে ফরেক্স এ ট্রেড করা ঠিক হবে না।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি কখনও লোনের টাকায় ব্যবসা করাটা পছন্দ করি না কারণ এতে ঝুকির পরিমাণ বেশি হয় এবং টেনশন বেশি বেশি পোহাতে হয়। কারণ আমি বিশ্বাস করি নিজের টাকা ব্যবসা করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। আর প্রতিটি ব্যবসায় লাভ বা ক্ষতি দুটোই একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। এখানে ক্ষতি বা লাভ যেটাই হোক না কেন তেমন টেনশন পোহাতে হয় না। তাই লোনের টাকা আমি পছন্দ করি না।
-
না আমি লোনের টাকায় ফরেক্স করি না কারন আমি মনে করি ফরেক্স করতে হলে লোন ছাড়া ফরেক্স করাই সর্বোত্তম কারন লোনের কাড়নে মাথায় অযথা নানা চিন্তা থাকে এতে করে আমরা এই মার্কেট থেকে লাভের বদলে আমরা লস করে ফেলি এ জন্য আমি মনে করি লোনের তাকায় কখনই ট্রেড করা একদম ঠিক না ।
-
আমার মতে লোনের টাকায় ফরেক্স ব্যবসায় নামা উচিত নয়। কারণ এই ব্যবসা অনেক ঝুকিপূর্ণ আর এখানে আপনি যেকোন সময় লস করতে পারেন। আপনি যদি এই ব্যবসায় সাফল্য ব্যক্তি খুজেন তাহলে খুবই নগন্ন পরিমানে সেটা পাবেন। তাই এই ব্যবসা লোন নিয়ে শুরু না করাটাই ভাল। আপনার যদি টাকা কম থাকে তাহলে কম টাকা দিয়েই শুরু করেন। কারণ এই ব্যবসা শুরু করার জন্য আপনার বেশি টাকার দরকার নাই। আপনি যদি ভাল মুনাফা করতে পারেন তাহলে আপনি খুব সহজভাবেই আপনার মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করে আপনার মুলধন বাড়াতে পারেন ফলে আপনি ভবিষ্যতে আপনার মুনাফার পরিমাণও বাড়াতে পারবেন।
-
আমার মতে লোনের টাকা শুধু ফরেক্স না যে কোন ব্যবসায় করা উচিত নয়। আর ফরেক্স এর ক্ষেত্রে একে বারে নয় কেননা ফরেক্স অত্যন্ত ঝুকিপূর্ণ একটি মার্কেট এখানে প্রথম অবস্থায় লস হওয়ার সম্ভাবনা থাকে ৯৫%। আমার জানা মতে আমি দেখেছি ফরেক্স মার্কেটের অনেক ব্যবসায়ী খুব একটা সফলতা সান্নিধ্য লাভ করতে পারেনি। তাই এখানে লোন করা তো দূরের কথা নিজের জমাকৃত অর্থই ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। এজন্য আমি মনে করি ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য লোন করার জন্য কোনই দরকার নেই। বরং আপনি যতটুকু পারেন নিজের টাকা বিনিয়োগ করে ব্যবসা করতে পারেন।
-
আমি কখনই লনের টাকাই ফরেক্স ট্রেড করার পক্ষপাতি না, কারন করেক্সে ট্রেডের ব্যাপারে নিজেকে টেনশন ফ্রী রাখা জরুরী কিন্তু এক্ষেত্রে টা পাওয়া জাই না বরং এমন মন মানুষিকতা বড় বড় ভুলের কারন হতে পারে, টাই সর্ব অবস্থায় লনের টাকায় ট্রেড করা থেকে বিরত থাকা জরুরী ।
-
আমি কোনো লোনের টাকায় ফরেক্স ট্রেড করিনা, কারন বাংলাদেশে ব্যাংক গুলোতে ফরেক্স এর জন্য লোনের কোনো সিস্টেম নেই।তাছাড়া আমি মনে করি নতুন দের উচিত লোন না নিয়ে ট্রেড করা। আপনি যখন দক্ষ ট্রেডার হবেন তখন লোন নিতে পারেন। তবে ব্রোকার থেকে লোন/লিভারেজ নেওয়া যায়। তবে যখন ব্রোকারের থেকে লোন নিবেন তখন মানিম্যানেজমেন্ট রুল গুলো অবশ্যই মানবেন।
-
আমি কখনও লোনের টাকায় ব্যবসা করাটা পছন্দ করি না কারণ এতে ঝুকির পরিমাণ বেশি হয় এবং টেনশন বেশি বেশি ভোগতে হয়। কারণ আমি বিশ্বাস করি নিজের টাকা ব্যবসা করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। আর প্রতিটি ব্যবসায় লাভ বা ক্ষতি দুটোই একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। এখানে ক্ষতি বা লাভ যেটাই হোক না কেন তেমন টেনশন ভোগতে হয় না। তাই লোনের টাকা আমি পছন্দ করি না।
-
না ভাই আমি লোনের টাকায় ফরেক্স করি না আর লোন নিয়ে এই ব্যবসা করার কোন পরিকল্পনাও আমার নাই। কারণ এই ব্যবসা খুবই ঝুকিপূর্ণ। আর এখানে টিকে থাকা খুবই কঠিন কাজ। আপনি যদি লোনের টাকায় এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন। তাই লোনের টাকা দিয়ে এই ব্যবসা না করাটাই ভাল। যতটুকু সম্ভব আপনি আপনার নিজের টাকা নিয়ে এই ব্যবসায় নামবেন এতে আপনি সকল দিক থেকেই সুরক্ষিত থাকবেন।
-
না আমি লোনের টাকায় ফরেক্স ট্রেড করিনা। কেননা ফরেক্সে ট্রেডিং করার জন্য বাংলাদেশের কোন ব্যাংক লোন দেয় না। আর আমি মনে করি নতুন দের উচিত লোন না নিয়ে ট্রেড করা। তবে ব্রোকার থেকে লোন/লিভারেজ নেওয়া যায়। তবে যখন ব্রোকারের থেকে লোন নিবেন তখন মানিম্যানেজমেন্ট এর কিছু রুলস আছে যেগুলো মেনে চলতে হবে। ধন্যবাদ
-
না ভাই আমি শুধু বোনাস দিয়ে ট্রেড করি। লোন নেওয়ার মতো সামর্থ আমার নেই। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো এ ধরনের ঝুঁকি কখনই কারও নেওয়া উচিত হবে না। কারন কারও নিকট থেকে অথবা কোন প্রতিষ্ঠান থেকে লোন নিলেন এটাতে আপনি আপনার ট্রেডিং জগৎ*কে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দিলেন মনে করবেন।
-
ফরেক্স মার্কেট খুব লাভজনক হলেও, কিন্তু অনেক লসের। লোনের টাকার ট্রেড কনা করা উচিত, কেননা আপনি শান্তিমত ট্রেড করতে পারবেন না। আপনার মাথায় সব সময় ঘুরবে, কেমনে তারাতারি লোন এর টাকা পরিশোধ করবেন। দেখা যাই, অনেকে লস করে বসে থাকে। তাই নিজের টাকাই ট্রেড করা উচিত, তা পরিমাণে কম হলেও সমস্যা নাই।প্রফিট করে আপনি আস্তে আস্তে নিজের টাকা বাড়াতে পারবেন। আমি কখন ও লোন এর টাকা দিয়ে ফরেক্স ব্যবসা করব না।
-
লোন এর টাকাই ফরেক্স করলে লাভ হয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
কারন আপনি যখন লন করে ফরেক্স করবেন তখন আপনার মাথাই টেনশন থাকবে
আর টেনশন থাকলে মানুষ এর ভুল হয়ার সম্ভাবনা অনেক বেসি থাকে।
ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে
মাথা ঠান্ডা রাকতে হবে
মাথায় চাপ নিয়ে ফরেক্স করা যাবে না।
-
ফরেক্স মার্কেটে কখনই লোনের টাকায় ট্রেড করা উচিত না কারন একবার লোন নেওয়ার পর আপনি যদি লসে পড়ে যান এবং লোনের টাকা যদি শোধ করতে না পারেন তাহলে আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে তাই লোনের টাকায় ট্রেড করা থেকে বিরত থাকাই বুদ্ধি মানের কাজ। তবে আপনি যদি ভাল মানের ট্রেডার হয়ে থাকেন এবং ভাল করে মার্কেট এনালাইসিস করতে পারেন তবেই লোন নিতে পারেন। সে ক্ষেত্রে রিস্ক পু্রোটাই আপনার।
-
আমার দেখা মতে অনেকেই লোন এর টাকায় ফরেক্স করে কিন্তু এটা থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো কেননা আপনি যখন লোনের টাকায় ফরেক্স করবেন তখন আপনার মাথায় সব সময় টেনশন থাকবে কিভাবে এটা পরিশোধ করা যায় এ জ়ন্য আপনি বিভিন্ন রকম ঝুকি নিবেন এবং আপনার একাউন্ট কে রিস্কে সম্মুক্ষীন করবেন ।
-
লোনের টাকা নিয়ে কখনও ফরেক্স ট্রেড করবেন না তাহলে আপনার ক্যারিয়ার শুরুতেই শেষ হবে কারন আপনার তখন বাইন্ডিংস থাকবে যে করেই হোক আপনাকে মাসে একটি নির্দিষ্ট পরিমান আয় করতে হবে আর এ থেকেই আপনি ভূল ট্রেড নিতে শুরু করবেন ফলশ্রুতিতে আপনার লসের সংখ্যা বাড়তে থাকবে। ফরেক্স ট্রেড করতে হবে আরামের সাথে কোন প্রকারের চাপ নিয়ে ফরেক্স ট্রেড করতে পারবেন না। সুতরাং এমন কোন বাইন্ডিংস এর মধ্যে ট্রেড করবেন না যেখানে প্রতিমাসে আপনার টাকা লাগবেই তাহলে আপনি আয় করতে পারবেন না। ফরেক্স কে নিতে হবে বাড়তি আয়ে পথ হিসাবে যদি এটা করে আপনি ভবিষ্যতে ভাল এমাউন্টের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি তখন ভাল আয় করতে পারবেন। চিন্তাটা দীর্ঘমেয়াদী করতে হবে তাহলে আর সমস্যার কিছু থাকবে না।
-
আমি লোন এর টাকায় ফরেক্স করি না আর আমি কখনই কোন লোন এর টাকায় এই ব্যবসা করবো না। কারণ এতদিনে আমি বুঝে গেছি যে এই ব্যবসা কতটা ঝুকিপূর্ণ। তাই আমি লোন করে কোন টাকাই নেব না এই ব্যবসা করার জন্য। তবে হ্যা আমি চেষ্টা করবো এই ব্যবসা আমার নিজের টাকা দিয়ে করতে। কারণ এতে করে আমার মাথায় কোন প্রকার প্রেসার থাকবে না আর আমার নিজের টাকা লস করলেও কোন প্রকার আফসোস থাকবে না।
-
প্রোফেশনাল ট্রেডাররা বলে থাকেন ফরেক্স করার জন্য কোনো প্রকার লোন করা উচিত না।কারন ফরেক্স মার্কেট খুবি ঝুকিপুর্ন ,এতে লোকসান করে সব হারানোর সম্ভাবনা বেশি। ফরেক্স করতে হলে আপনি নিজে ডিপোজিট করেন সেই টাকা দিয়ে ফরেক্স করেন । ধার করা টাকা দিয়ে ট্রেড করলে এখানে মানসিক চাপ ছাড়া আর কিছুই পাবেন না কেউ ধার করা টাকায় ফরেক্স মার্কেট এ লাভ করতে পারে নি । এখানে আমি সব সময় চিন্তিত হয়ে ট্রেড করতে পারবো না ।
-
আমি ফরেক্সে ফোরাম থেকে অর্জিত বোনাস ব্যবহার করে ট্রেড করি আমিও ঠিক আপনার মত লোন অথবা ঋণ করে অন্যের নিকট থেকে অর্থ এনে সেই অর্থ ফরেক্সে বিনিয়োগ করা কে সমর্থন করি না কারণ এতে করে মানসিক টেনশন এক সময় চরমে পৌঁছে যেতে পারে যার প্রভাব ট্রেনে পড়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের লস এর কবলে পড়তে হতে পারে। তবে আমি মনে করি তখনই কেবল অন্যের নিকট থেকে ধার করা অর্থ ফরেক্সে বিনিয়োগ করা যেতে পারে যখন একজন ট্রেডারের ফরেক্স ট্রেডিং বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকবে।
-
আমি লোন এর টাকায় ফরেক্স করিনা এবং আমি আপনাদেরকেও বলব ভাই লোন এর টাকায় ফরেক্স কখনোই করবেন।লোন নিয়ে ফরেক্স করলে আপনার মানসিকতা কখনোই ভাল থাকবে না।সারাক্ষণ আপনার মাথায় লোন পরিশোধের চিন্তা থাকবে।আপনি কখনোই ফ্রি হয়ে ট্রেড করতে পারবেন না।আর আপনার মাথায় পেশার নিয়ে কখনো সঠিক ট্রেড এন্ট্রি করতে পারবেন না।আর একবার আপনার একাউন্ট জিরো হলে কি অবস্থা হবে সারাক্ষণ এসব টেনশন থাকবে।তাই কখনোই লোন নিয়ে ট্রেড করবেন না।
-
জী না ফরেক্স আমি লোন এর টাকায় করিনা এবং আপনাদের ও করতে বারণ করবো,লোন দিয়ে কখনো ফরেক্স ট্রেড করবেন না,দরকার হলে ফোরাম বোনাস দিয়ে ফরেক্স ট্রেড করবেন,বর্তমান এ ফোরাম বোনাস দিয়ে ট্রেড করার সুযোগ আছে আপনি তাতে অংশগ্রহণ করে ফরেক্স করুন।
-
লোন, ধার করা টাকা, শ্বশুড় বাড়ির টাকা ইত্যাদি দিয়ে ট্রেড করলে গ্যারান্টি সহকারে লস করবেন। মোটকথা যখন কোন মানসিক চাপ নিয়ে ট্রেড করবেন, টার্গেট নিয়ে ট্রেড করবেন সেটা আপনার ট্রেডিংয়ের উপর বিরূপ প্রভাব ফেলবে। ধরুন আপনি ২ টা ট্রেড টানা লস করলে যার থেকে টাকা নিছেন তার কথা মনে হবে। তখন সেই লস রিকোভারের জন্য দেখা যাবে আপনি অভারট্রেডিং এর ফাদে পড়ে মূল একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলবেন। আপনার পকেট থেকে যত টাকা হারিয়ে গেলে আপনি আফসোস করবেন না সেরকম টাকা দিয়ে আপনি ট্রেড শুরু করবেন। এতে করে মানসিক দুশ্চিন্তা অনেক কম থাকবে। ট্রেড অপেন রেখে যেন শান্তিতে ঘুমাতে পারেন সেরকমভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। তবে কোনদিন অন্যের টাকা, লোন করা টাকায় ট্রেড করবেন না। কোন চাপ নিবেন না।
-
ফোরামে পোস্ট করে পোস্টিং বোনাসের অর্থ দিয়ে ট্রেড করি। তাছাড়া লোন নিয়ে ট্রেড করার কখনো প্রয়োজনীয়তা অনুভব করিনি। ফরেক্স মার্কেটের অবস্থা সব সময় সমান থাকে না। লোনের টাকায় ট্রেড করতে গিয়ে যদি অতিরিক্ত লস হয়ে যায় তাহলে লোন শোধ করাটা মুশকিল হয়ে দাঁড়াবে। তাই ধৈর্য্য ধরে সারা মাস ধরে ফোরামে পোস্ট করি এবং মাস শেষে ভালো একটা বোনাস এমাউন্ট পাই। এটা দিয়েই ট্রেড করি। তাছাড়া ফোরামে পোস্ট করে অনেক কিছু শেখা যায়। এতে ফরেক্স এর উপর অভিজ্ঞতাটা আরো উন্নত হয়।
-
আমি কখনোই লোনের টাকায় ফরেক্স ট্রেডিং করি না। কারণ ফরেক্সে লোনের টাকায় ট্রেড করা খুবই বিপদজনক। ফরেক্স এ লোনের টাকায় ট্রেডিং করলে সব সময় মাথায় চিন্তা কাজ করে। ফলে ট্রেডিং এ সঠিকভাবে মনোনিবেশ করা যায় না। এছাড়াও যদি ট্রেডিংয়ে কখনো লস হয়ে যায় তাহলে ওই লোনের টাকা পরিশোধ করতে হয়। ফলে ওই লস পূরণ করার জন্য অনেকেই পুনরায় লোন নিয়ে ট্রেডিং করে থাকে। এবং পুনরায় লসে পড়ে এভাবে একসময় লোনের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তাই লোনের টাকায় ফরেক্স ট্রেডিং না করাই উত্তম।