ডেমো ট্রেড এ ভাল অভিজ্ঞ না হয়ে রিয়েল ট্রেড শুরু করলে লস হওয়ার সাম্ভাবনা বেশী। আর টেকনিক্যাল এনালিসিস ভাল ভাবে করতে পারেন তাহলে ও লসের পরিমান কমবে। আর মানি ম্যানেজমেন্ট ফলো করবেন যাতে লোভ সংবরণ করতে পারেন।
Printable View
ডেমো ট্রেড এ ভাল অভিজ্ঞ না হয়ে রিয়েল ট্রেড শুরু করলে লস হওয়ার সাম্ভাবনা বেশী। আর টেকনিক্যাল এনালিসিস ভাল ভাবে করতে পারেন তাহলে ও লসের পরিমান কমবে। আর মানি ম্যানেজমেন্ট ফলো করবেন যাতে লোভ সংবরণ করতে পারেন।
কিনা সন্দেহ নেই অ্যাকাউন্টের পরে তারা কেবল বাণিজ্য ছেড়ে দেয় কারণ আপনার যখন আমাদের লগ ব্যালেন্স থাকে তখন সাম্যতা বজায় রাখা হয় না এবং যদি তিনটি গুণমান বজায় না থাকে তবে আমরা কেবলমাত্র অনেক লোকসানের মুখোমুখি হয়েছি যার কারণে অনেক লোক তাদের কম ভারসাম্যের কারণে রেটিং
আমি নিজেও ফরেক্স ট্রেডিং এ বার বার লুজার হয়েছি কোন এক সময় মানে শুরুর দিকে কারণ আমি তখন ফরেক্স সম্পর্কে বেশি কিছু জানতাম। জানতাম না মানিম্যানেজমেন্ট কি? জানতাম না কি করে ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। তখন জানতাম কিভাবে বিভিন্ন টাইম ফ্রেম ব্যবহার করে, সাপোর্ট-রেজিস্ট্যন্স ব্যবহার করতে হয়। তাই তখন বার বার স্টপ লস হিট করতো আর টেক প্রফিট কোনই কাজে লাগতো না।
ফরেক্স ট্রেডিং এ আপনি যদি বারবার লস করেন তাহলে আপনাকে বুঝতে হবে ফনেক্স ট্রেডিং আরো ভালোভানে শিখে ট্রেড করতে হবে।কারণ ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে আপনাকে লস বা লাভ দুটোই মেনে নিতে হবে।তবে আমি মনে করি বারবার লস করা যাবেনা।
ফরেক্স মার্কেটে ট্রেড করে বার বার লচের কারন হলো ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকার কারনে । তার কারন হলো কোনো কাজই অভিজ্ঞতা অর্জন ছাড়া সফল হওয়া সম্ভব নয় । আর ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা খুবই কঠিন বিষয় । অভিজ্ঞতা ছাড়া কোনো ভাবেই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব নয় । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করে বার বার লচের সম্মুখীন হলে,,, কি কারনে লচ হলো সেই দিকটা খুঁজে বের করা এবং পরবর্তীতে সেই দিকগুলো এড়িয়ে চলা ও ভালো করে এনালাইসিস করে ট্রেড ওপেন করা এবং বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করে ভালো অভিজ্ঞতা অর্জন করা,,, ধন্যবাদ ।
কেউ ইচ্ছে করে বার বার লস করে না মার্কেট আমার বিপরীতে যায় বলে আমি এই মার্কেট থেকে বার বার লস করে ফেলি ফরেক্স করতে হলে আমাদের কে লস কমাতে হবে কারন লস কমাতে না পারলে আমরা এই মার্কেট থেকে লাভ করতে পারব না তাই লস কে প্রটেকশন দিয়ে যেতে হবে ।
আসলামুলিকুম প্রিয় আমার বিদেশী বন্ধুরা আপনি সঠিক মানুষ। আপনি যখন সর্বদা ক্ষতির কথা ভাবেন তখন সর্বদা আপনার মনের উপর অতিরিক্ত চাপ থাকে তাই ব্যবসায়ের ব্যবস্থা করা কঠিন হয়ে যায় এবং এই পরিস্থিতিতে আপনি আরও ক্ষতির মুখোমুখি হতে পারেন ultimate আপনি যখন আমাদের কাছে এই সম্মানজনক তথ্য পান তবে আমি মনে করি যে সিঙ্গাপুর সম্মেলনে অংশ নিতে পারছেন না এমন লোকদের জন্য তাদের সঠিক ব্যবস্থা I আমি মনে করি সর্বাধিক ব্যবসায়ীরা এই সম্মেলন সম্পর্কে জানেন এবং এটি আমাদের পক্ষে কাউন্সটিগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উত্সাহিত করার দুর্দান্ত উপায় ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে, অবাধে বাণিজ্য করে তবে সীমার মধ্যে থাকে। ক্ষতির মুখে পড়লেও হতাশ হবেন না। শেখার এবং উপার্জনের উপর আরও ফোকাস করুন শেষ পর্যন্ত আপনার পথে আসবে। ধন্যবাদ বন্ধুগন
ফরেক্স এ যারা বহুবার লস করেছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। জানলে বার বার লস করার কথা না। আর যারা জেনেও বারবার লস করসেন তারা অবহেলা বা অদক্ষতার জন্য করছেন বলে আমি মনে করি । কারন দক্ষতা আর পরিশ্রম থাকলে বারবার লস করার কথা না।
আমি মনে করি বেশিরভাগ ব্যবসায়ীরা ব্যর্থ হওয়ার কারণে তারা ব্যর্থ হয় এবং লোভের কারণে তারা প্রায়শই ফিরে আসে এবং কোনও অর্থোপার্জন করে না। আমরা যদি এতে লিপ্ত না হই এবং এতে একটি ভাল সরকার তৈরি করে এর জন্য কাজ করি তবে আরও বেশি বেশি লাভ পাওয়া যাবে এবং আমরা সফল হব।
ফরেক্স মার্কেট এ আমরা কেউ চাই না বার বার লস করতে তাই আমাদের কে মনে রাখতে হবে ফরেক্স থেকে আয় করতে হলে সব সময় আমাদের কে এই মার্কেট হতে অবিউজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে তাহলে আমি পারব এখানে থেকে অনেক টাকা উপার্জন করতে ফরেক্স হল এখন অনেক বড় একটি বেবসা আমাদের জন্য ।
ফরেক্স ভাল করে না শিখে মার্কেটে কাজ করা ফরেক্স এর ট্রেড করা না বুজে মার্কেটে ট্রেড কয়া ফরেক্স মার্কেট আনালিসিস না করে ট্রেড করে বসা তাই লস থেকে বাচতে হলে ভাল করে ফরেক্স শিখে মার্কেটে আসতে হবে ফরেক্স মার্কেট আপনি লস করতেই পারেন তাই বলে এক ভুল বার বার করে জাচ্ছেন সেতা উচিত নয় ফরেক্স মার্কেট সম্পরকে বেসি বেশি করে আনাল্যসিস করেন ফরেক্স মার্কেট সম্পরকে ভাল করে জানুন ।
আমি ফরেক্স বিজিনেস এ নতুন,আমি আমার এন্ট্রি তে বেশি লস করে থাকি,আমি কেন এতো লস করে থাকি আমি তার কারন বের করলাম,আমি বেশিরভাগ এন্ট্রি নিয়ে থাকতাম ট্রেন্ড নির্নয় না করে,আমি মার্কেট এর ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নিতাম আর এর ফল লস,তাই এই কারনে আমি বার বার আমার এন্ট্রি তে লস করতাম।
নতুন ব্যবহারকারী হিসেবে এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে হয় নি। আশাকরি আগামীতেও এই রকম কিছু হবেনা।
আমরা ফরেক্স মার্কেটে যারা আছি তারা অনেকেয় বার বার লস করি আর এটা হয় আমাদের ভুলের করণে । আমরা যদি ভাল করে ফরেক্স মার্কেটে এ অবিগ্তা নিয়ে আসতে না পারি তাহলে বার বার লস হবেয় । তাই ভালবাভে শিখে আমরা ফরেক্স মার্কেটে আসব ।
ফরেক্স মার্কেট এ বার বার লস করার অনেক কারন আছে আমি মনে করি এখানে লস করার জন্য আমাদের লোভ ও মন না দেওয়া হল সব থেকে বেশী দায়ই এ জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এ ভাল করে মন দিয়ে ট্রেড শিখতে হবে তাহলেই আমি এই মার্কেট থেকে লাভ করতে পারব বলে আমি মনে করছি ।
ফরেক্সে আসলে ১৯ থেকে ২০ হইলেও লস হয়ে যায়। আসলে কেন বার বার লস হয় তা স্পেসিফাই করে বলা মনে হয় একটু মুসকিল ই হবে। নতুন যারা লস করে তারা একেক ধরনের কাজের জন্য চিন্তার জন্য লস করে থাকে আবার যারা একটু পুরাতন তারা অন্য কাজের জন্য লস করে আবার যারা মুটামুটি প্রফেশনাল বা প্রফেশনাল তারা কিন্তু আবার অন্য কারনে লস করে। লসের আসলে কারনের শেষ নেই। কেও লোভে আবার কেও ভুলে
বার বার ফরেক্সে লসের কারন গুলে হলোঃ
১.অদক্ষ ট্রেড।
২.অতিরিক্ত লটে ট্রেড।
৩.ওভার ট্রেড।
৪.সঠিক এনালাইসিস না হওয়া।
৫.অধৈয়্য হওয়া।
৬. মানিম্যানেজমেন্ট না করা।
আমি মনে করি এর প্রধান কারন হল আমাদের ট্রেড সম্পর্কে ভাল জ্ঞান না থাকা।ফরেক্সে ভাল কিছু করার জন্য তাকে প্রথমে ভাল করে জানতে হবে ফরেক্স মার্কেট কি? বার বার লস থেকে বাঁচতে হলে তাকে ট্রেড করা ভাল করে শিখতে হবে। লস করি এর কারন হল ফরেক্স মার্কেট থেকে আমরা সব সময় লাভ করতে চাই আর লাভ করতে হলে আমাদের কে সব সময় ফরেক্স থেকে আয় করার জন্য প্রস্তুত থাকতে হবে । তা নাহলে আমরা কখনই এই মার্কেট থেকে লাভবান হতে পারব না ।
অভিজ্ঞতার অভাবে ও ফরেক্স এ লস হতে পারে। কেননা মার্কেট এ যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের অনেক কিছু জানা কখন মার্কেট কোন দিকে যেতে পারে। আবার মার্কেট সব সময় একইভাবে মুভ করে। ঘুরে ফিরে একই জায়গায় অনেক সময় ফিরে আসে।
ফরেক্স মার্কেট এ অনেকেই আছি যারা বার বার লস করে যাচ্ছি ! বার বার লসের কারনে আমাদের মন ভেঙ্গে যায় ! মন কে শক্ত করে এই মার্কেট এ আমাদের কে সামনে অগ্রসর হতে হবে । বার বার যারা লস করছেন তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। কারন দক্ষতা আর পরিশ্রম থাকলে বারবার লস করার কথা না ।
ফরেক্স এ আমরা বার বার লসে পরার কারন হল আমরা যখনই ফরেক্স এ বসি তখন ই আমরা বেশী বেশী আয় করার জন্য ফরেক্স এ বেশী বেশী ট্রেড করে থাকি। এতে আমরা না বুঝেই ট্রেড করে বসি এবং লস করে থাকি। এছাড়া আমরা আমাদের আবেগটা নিয়ন্ত্রন করতে পারি না যার করনে হথাতৎ করেই ট্রেড করে বসি। এবং লস করে থাকি। এছাড়া মানি ম্যানেজমেন্ট ও মেনে না চলার জন্যও ফরেক্স এ বার বার লস করে থাকি।
সত্যি কথা বলতে কি আমি বার বার লস করি সম্পূর্ণ নিজের ভূলের জন্য। ট্রেড করতে করতে মাঝে মাঝে রাগ হয়ে যায় , অধৈর্য্য হয়ে কিছু এ্যান্ট্রি দিয়ে ফেলি, মার্কেট বিপরীতে গেলে আরো অনেকগুলো এ্যান্ট্রি দিয়ে ফেলি। ফলে আমি বেশীর ভাগ ক্ষেত্রে দেখেছি একসময় আমি এভাবে প্রচুর লস করে ফেলতাম। আপনি যতই ফরেক্স বুঝেন না কেন, যত অভিজ্ঞতা - দক্ষতা থাকুক না কেন তা কোন কাজেই লাগবে না যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুন না মেনে ট্রেড করেন। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে বার বার লস করার কারন হল দক্ষতার ্অভাব। যে দক্ষ তার ট্রেডে খুব কম লস হয়।আমি আমার ট্রেডে বার বার লস করি। আমার ট্রেডিং দক্ষতা খুব কম। এই লসের জন্য বেবস্থা গ্রহণ করতে হবে যেন আমাদের আর লস না হয় ফরেক্স মার্কেট এ সকল ব্যাপারে খেয়াল রাখা উচিত লাভ করার জন্য ।
বেশির ভাগ সময় দেখা যায় আমি যখন ট্রেড করি মার্কেট আমার বিপরীত দিকে চলা শুরু করে। এজন্য আমার এই কারন খুজে বের করতে হবে। আসলে ট্রেড যদি আমরা বাই করি তাহলে লোতে বাই করতে হবে। আবার যদি সেল করি তাহলে হাই পয়েন্ট এ সেল দিতে হবে। মাঝামাঝি পর্যায়ে ট্রেড দেওয়া থেকে বিরত থাকতে হবে।
ভাই আপনি বারবার ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করছেন তার মানে হল আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে এখনো ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারেনি । কারণ আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে অনুশীলন করতেন তাহলে আপনি অবশ্যই বারবার লস করতেন না লস হয়তো হতো কয়েকবার কিন্তু সেটা কখনোই বারবার হতো না । তাই আমি মনে করি আগে নিজের ভুল শুধরিয়ে ফরেক্স ট্রেডিং ভালো করে শিখুন তারপর ট্রেডিং করুন । কারণ না শিখে ট্রেডিং করলে লস হবে ।
ফরেক্স এ যারা বার বার লস করছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। জানলে বার বার লস করার কথা না। আর যারা জেনেও বারবার লস করসেন তারা অবহেলা বা অদক্ষতার জন্য করছেন বলে আমি মনে করি । কারন দক্ষতা আর পরিশ্রম থাকলে বারবার লস করার কথা না ।
এই বার্তার তরিৎ উত্তর দিন উদ্ধৃতি দিয়ে উত্তর দিন Multi-Quote This Message
আমি মনে করি ফরেক্স মার্কেটে বার বার লস করার কারন হল আমার প্রচুর দক্ষতার অভাব। যে দক্ষ তার ট্রেডে খুব কম লস হয় এবং বসে প্রছুর লাভও করে। প্রত্যেক সময় লাভ করতে চাঈ এজন্য বেশি ট্রেড করি যার ফলে আমার লস বেশি হয়।আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেট এ আপনি যদি ভালোভাবে পর্যবেকক্ষণ করতে পারেন তাহলে হয়তো আপনি বার বার লসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভাবনা আছে। তাই প্রথমে ভারোভাবে ফরেক্স সম্পর্কে জানতে হবে।
ফরেক্স মার্কেটে লসের অন্যতম কারণ হচ্ছে বেশি লোভ করা এবং সেজন্য ভলিউম বেশি দিয়ে ট্রেড করা। এতে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। ফরেক্স মার্কেটে ভলিউম সবসময় কম দিয়ে ট্রেড করতে হবে। তাহলেই আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। তাই লস থেকে বাচতে হলে ভাল করে ফরেক্স শিখে মার্কেটে আসতে হবে । ফরেক্স মার্কেটে আপনি এক্সপার্ট হতে পারলে আপনি কোন সময় ই ট্রেড করে লস খাবেন না তাই এক্সপার্ট হবার কথা চিন্তা করুন ।
বার বার লস করার প্রথম এবং প্রধান কারন হল বার বার লস করার পর দ্রুত সেটা পুসিয়ে নেয়ার চেষ্টা করা অথবা পরপর কয়েকটিতে প্রফিট করলে অতিরিক্ত আত্ববিশ্বাসের ফলে বেশি ভলিউম দিলে বার বার ট্রেড করার ফলে আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। এবং এটাই বার বার ঘটতে থাকে। আর আমাদের মানিম্যানেস ম্যান সঠিক ভাবে না করতে পারার ব্যার্থতা। আর আমরা ভালো ভাবে এনালাইসিস না করেই ট্রেড অপেন করি তাই বার বার লস করি।
আসলে আমাদের লস করার অনেক কারন রয়েছে। আমার লস করার কারন গুলোর মধ্যে অন্যতম হল অজ্ঞতা। আসলে আমি ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞানই আছে যার দরুন আমার এই লস। এছাড়াও আমার মনে হয় মাঝে মাঝে লোভের কারনেও লস করে ফেলি। যদি আপনি মার্কেট এর মুভমেন্ট সঠিক ভাবে ধরতে না পারেন, লোভের বশত ট্রেড করতে থাকেন তাহলে আপনি বার বার লস করতে থাকবেন।
আমি বারবার লস করি আমারই ভুলের কারনে। আর সবচেয়ে বড় ভুল হলো ঠিকমতো স্টপলস ব্যাবহার না করেই ট্রেড করা তাছারা রিস্ক রেশিও এখনো ঠিকমতো মেইনটেইন করতে পারি না যে কারনে বারবারই লসের মুখে পড়ে যাচ্ছি আর রিকোভারিও করা সম্ভব হচ্ছে না।
ফরেক্স মার্কেটে বার বার লস করার কারন হল দক্ষতার ্অভাব। যে দক্ষ তার ট্রেডে খুব কম লস হয়।আমি আমার ট্রেডে বার বার লস করি। আমার ট্রেডিং দক্ষতা খুব কম। আমি প্রত্যেক সময় লাভ করতে চাঈ এজন্য বেশি ট্রেড করি যার ফলে আমার লস বেশি হয়।তবে আমি এখন ট্রেড কম করি শুধু নিউজ এর সময় ট্রেড করি।
বার বার লস খাওয়াকে মাঝে মাঝে লস খাওয়াতে নিয়ে আসতে হলে আপনাকে সবার আগে টাইম ফ্রেমটি বদলাতে হবে, কারন আমি দেখেছি নতুন ত্রেদারদের বড় টাইম ফ্রেম এর চে ছোট টাইম ফ্রেম এর প্রতি আকর্ষণ বেশি এবং এটি তাদের লস করার অন্য তম প্রধান কারন। ১৫ মিনিট, ৩০ মিনিট, ৫ মিনিট টাইম ফ্রেম এ ট্রেড করার পরিবরতে D1, H4 এবং weekly চার্ট অনুশরন করুন, দেখবেন আগের লস অনেক কম করছেন আর মাস শেষে লাভ ও থাকছে।
আমার বারে বারপ লস হওয়ার কারন হচ্চে দক্ষতার অভাব, মাকেট পরিচিতি তাছাড়া বেশি লট ফ্রি গ্রুপ সিগনাল ইত্যাদি।কওছুতেই ভাল কিছু করতে পারতেছি না।
আমরা ফরেক্স মার্কেট এ অনেকেই আছি যারা বার বার লস করে যাচ্ছি আসলে আমি মনে করি এর প্রধান কারন হল আমাদের অনবিজ্ঞতা । ফরেক্স মার্কেট এ আপনি যদি ভাল করে এনালাইসিস করতে পারেন তাহলে আপনার এখানে বার বার লস হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই । বার বার লসের কারনে আমাদের মন ভেঙ্গে যায় যার কারনে আমরা ইমোশনাল হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পরি তাই মন কে শক্ত করে এই মার্কেট এ আমাদের কে সামনে অগ্রসর হতে হবে
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্স মার্কেটে বার বার লস করার কারন হল আমার প্রচুর দক্ষতার অভাব। যে দক্ষ তার ট্রেডে খুব কম লস হয় এবং বসে প্রছুর লাভও করে। প্রত্যেক সময় লাভ করতে চাই এজন্য বেশি ট্রেড করি যার ফলে আমার লস বেশি হয়।তবে আমি এখন ট্রেড কম করি শুধু নিউজ এর সময় ট্রেড করি। যারা বার বার লস করছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। এছাড়াও আমাদেরকে ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা লস এর হাত থেকে রক্ষা পেতে পারবো। এবং তাই আমার মতে উচিত ভালবাভে শিখে আমাদের ফরেক্স মার্কেটে আসা ।
আমরা ফরেক্স মার্কেট এ অনেকেই আছি যারা বার বার লস করে যাচ্ছি আসলে আমি মনে করি এর প্রধান কারন হল আমাদের অনবিজ্ঞতা । ফরেক্স মার্কেট এ আপনি যদি ভাল করে এনালাইসিস করতে পারেন তাহলে আপনার এখানে বার বার লস হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই । বার বার লসের কারনে আমাদের মন ভেঙ্গে যায় যার কারনে আমরা ইমোশনাল হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পরি তাই মন কে শক্ত করে এই মার্কেট এ আমাদের কে সামনে অগ্রসর হতে হবে ।
আপনি যে কারনে বার বার লস করেছি :-
অনেকবার আমি লস করেছি আর সে কারন হলো, বেশি লাভের আশা করতে গিয়ে বেশি লডে ট্রেড অপেন করা। ধৈর্য্য হারানো আমার লসের আরেকটি বড় কারন। সামান্য কিছু লস করলে ধৈর্য্য হারিয়ে সেই লস পূর্ণ করতে গিয়েও আমি লস করেছি।
ফরেক্স মার্কেটে আমরা অনেকগুলো কারণে লস করে থাকি তার মধ্যে অন্যতম কারন গুলোর মধ্যে হল-
ফরেক্স বিষয়ে খুটিনাটি না জেনে ফরেক্স শুরু করা। সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে না পারা পাশাপাশি পর্যাপ্ত ডেমো অ্যাকাউন্ট না করার কারণে। লসের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো অতিরিক্ত লোভ করা। রিক্স নিয়ে ট্রেড করা। অতিরিক্ত রিক্স ও ও লোভ নিয়ন্ত্রণ করতেন না পারলে প্রতিনিয়ত লস করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে এবং ট্রেড করার সময় স্টপ লস ও টেক প্রফিট সেট করতে হবে। উপরোক্ত নিয়মগুলো না মেনে চলার কারণে আমরা ট্রেড করে লস করে থাকি।
ফরেক্স করতে হ্যলে লস হতেই পারে তাই বলে আমাদের কে থেমে গেলে হবে না আমাদের কে যথা সময়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই আমাদের কে বেশী করে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেট থেকে বেশী ট্রেড করলেই আমরা এ হতে ভাল আয় করতে পারব ।