-
আগামীকাল রোজ সোমবার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয় ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ French Trade Balance এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। যদি এটি ইউরো এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ তারপরও এই নিউজ প্রকাশের পর ইউরো ভোলাটিলিট কিছুটা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -11.3B আর এই মাসে এর পূর্বাভাস হল -9.8B। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল ১৫ই মার্চ বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ তে শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক উৎপাদক মূল্য সূচক (পিপিআই)এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই উৎপাদক মূল্য সূচক (পিপিআই) ৩.২% হবে। আগে মাসে এটি ছিল -৩.৭%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মূল্য সূচক (পিপিআই) বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে শক্তিশালী করতে পারে। যদি উৎপাদক মূল্য সূচক (পিপিআই) এই আগের রিপোর্ট এর চেয়ে ভাল হয়ত তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ মঙ্গলবার, ১৫ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30pm এ ইউএস ডলারের জন্য high-impact নিউজ Core PPI প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.8% সেখানে এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 0.6%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউ এস ডলার কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলার কে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় ইউ এস ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের এই সময় অতি সতর্কতার সাথে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আগামীকাল বুধবার কানাডার জাতীয় পরিসংখ্যান অফিস বাংলাদেশ সময় 6:30pm তে কানাডিয়ান ডলারকে প্রবাভিত করে এমন নিউজ ভোক্তা মূল্য সূচক (Consumer Price Index CPI m/m,) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি কানাডিয়ান ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.9% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.9% অর্থাৎ এটি স্থির থাকতে পারে । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল কানাডিয়ান ডলারকে এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজ বুধবার, ১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30pm এ US ডলারের জন্য high-impact নিউজ Retail Sales & Core Retail Sales প্রকাশিত হবে। গতমাসে যেখানে Core Rrtail Sales এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 3.3% সেখানে এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 0.9%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে US ডলার কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে US ডলার কে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় ইউ এস ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের এই সময় অতি সতর্কতার সাথে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেকারদের এই সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১৭ই মার্চ বাংলাদেশের লোকাল টাইম সকাল ৭:৩০ ঘটিকায় অস্ট্রেলিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এই পূর্বাভাস এই মাসে ৪.১% হবে। আগে মাসে বেকারত্বের হার ছিল ৪.২%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্বের হার কমার সম্ভাবনা রয়েছে যা অস্ট্রেলিয়ান ডলারকে আংশিক শক্তিশালী করতে পারে। যদি বেকারত্বের হার যদি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ যারা ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30pm এ US ডলারের জন্য high-impact নিউজ Unemployment Claims প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 227k সেখানে এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 221k। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে US ডলার কে দুর্বল করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে US ডলার কে শক্তিশালী করবে। এই নিউজ প্রকাশের সময় ইউ এস ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের এই সময় অতি সতর্কতার সাথে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেকারদের এই সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
আজ যারা কানাডিয়ান ডলারে ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আজ ১৮ই মার্চ বাংলাদেশের সময় সন্ধা ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান ডলারের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে। এদের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ন নিউজ হলো ADP Employment Change। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছেন এই মাসে বেকারত্বের সংখ্যা হবে -301k। আগের মাসে বেকারত্বের সংখ্যা ছিল 120k। নিউজ প্রকাশের পর যদি বেকারত্বের সংখ্যা যদি Actual সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে। তাই নিউজ প্রকাশের পূর্বেই ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আমি সকলকে অবহিত করছি যে ডিস্ট্যাটিস আগামিকাল সোমবার বাংলাদেশ সময় দুপুর 1:00pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ মাসিক German PPI এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো ভোলাটিলিট কিছুটা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.2% আর এই মাসে এর পূর্বাভাস হল 1.8% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল সোমবার, ট্রেডিং সপ্তাহের প্রথমদিন নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বাংলাদেশ সময় 10:00pm এ ইউএসডি এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ Fed Chair Powell Speaks প্রকাশিত হবে। যেটা ইউএসডি এর জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। Fed Chair Powel Speaks এর সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত।