-
আগামীকাল বৃহস্পতিবার মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm তে মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Retail Sales m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.3% । আর এই মাসে এর পূর্বাভাস হল 0.6%। তার মানে এটি বৃদ্ধি পেতে পারে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজ বৃহস্পতিবার, ১৪ এপ্রিল যারা মার্কিন ডলারে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বাংলাদেশ সময় 6:30pm এ high-impact নিউজ Core Retail Sales প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.2% সেখানে এনালিস্টরা এ মাসের জন্য ফোরকাস্ট করেছেন 1.0%। ফোরকাস্ট অনুযায়ী ইউএসডি স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে আমেরিকান ডলার কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে আমেরিকান ডলার কে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের এই সময় অতি সতর্কতার সাথে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেকারদের এই সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
হ্যালো ট্রেডার্স বন্ধুরা, আজ শুক্রবার ১৫ এপ্রিল, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজ প্রায় সবগুলো মেজর কারেন্সি রিলেটেড কান্ট্রি গুলোতে ব্যাংক হলিডে থাকার কারণে মার্কেটে তেমন কোনো মুভমেন্ট নেই। দু-একটি কারেন্সি পেয়ারে সামান্য মুভমেন্ট থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমাণ স্প্রেডের আপডাউন হয়ে থাকে। তাই এই অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং সময়ের অপচয় বলে আমি মনে করি। তাই আজকে ট্রেড থেকে দূরে থাকাই হবে সব থেকে ভালো সিদ্ধান্ত। আজকে আমি ফরেক্স রিলেটেড বিভিন্ন ধরনের আর্টিকেল থেকে মার্কেট এনালাইসিস সম্পর্কে কৌশল রপ্ত করার চেষ্ঠা করছি।
-
যারা মার্কিন ডলারে ট্রেড করেন তাদেরকে অবগত করছি যে আগামীকাল ১৮ই এপ্রিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হোম বিল্ডার্স (এনএএইচবি) বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮:০০ তে এনএএইচবি হাউজিং মার্কেট ইনডেক্স এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এনএএইচবি হাউজিং মার্কেট ইনডেক্স ৭৭ পয়েন্ট হবে। আগে মাসে এটি ছিল ৭৯ পয়েন্ট । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী এনএএইচবি হাউজিং মার্কেট ইনডেক্স কমার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে কিছুটা দুর্বল করতে পারে। যদি এনএএইচবি হাউজিং মার্কেট ইনডেক্স আগের ভাল হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলার করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল মঙ্গলবার, ১৯ এপ্রিল যারা মার্কিন ডলারে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 6:30pm এ high-impact নিউজ Building Mermits প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 6.8% সেখানে এনালিস্টরা এ মাসের জন্য ফোরকাস্ট করেছেন -2.3%। ফোরকাস্ট অনুযায়ী ইউএসডি উইক হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে আমেরিকান ডলার কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে আমেরিকান ডলার কে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের এই সময় অতি সতর্কতার সাথে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেকারদের এই সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
আগামীকাল রোজ মঙ্গলবার মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ রিটেল সেলস Building Permits এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.86M আর এই মাসে এর পূর্বাভাস হল 1.83M । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ২০শে এপ্রিল বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই ভোক্তা মূল্য সূচক ০.৯% হবে। আগে মাসে এটি ছিল ১.০% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী ভোক্তা মূল্য সূচক হ্রাসের সম্ভাবনা রয়েছে যা কানাডিয়ান ডলারকে দুর্বল করতে পারে। যদি ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে এবং সাথে এই পূর্বাভাস এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল বুধবার যারা ইউ এস ডলার রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে ইউএস ডলারের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Retail Sales প্রকাশিত হবে। এটি ইউএস ডলারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কেট মুভার নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল -১.৯% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে ২.১%। এটি ইউএস ডলারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কেট মুভার নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 6.18M সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 6.10M। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এই সময়ে ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
আগামীকাল বুধবার, ২০ এপ্রিল যারা জাপানিজ ইয়েন এ ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 5:30am এ high-impact নিউজ Balance of Trade প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল ¥668.3B সেখানে এনালিস্টরা এ মাসের জন্য ফোরকাস্ট করেছেন ¥100.8B। ফোরকাস্ট অনুযায়ী ইয়েন স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইয়েন কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইয়েন কে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় ইয়েন রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের এই সময় অতি সতর্কতার সাথে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেকারদের এই সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো। একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন ধরে ইয়েন অবিশ্বাস্য রকমে দুর্বল হচ্ছে।
-
আগামীকাল বৃহস্পতিবার, ২১ এপ্রিল নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বাংলাদেশ সময় 11:00pm এ US ডলার এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ Fed Chair Powell Speaks প্রকাশিত হবে। যেটা US ডলার এর জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। Fed Chair Powel Speaks এর সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা এবং মানি ম্যানেজমেন্ট আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে।