পৃথিবীর সমস্ত কাজই কঠিন। কিন্তু কাজ আমাদের সহজ করে নিতে হয়। ফরেক্স যত সহজ ভাবি আসলে তত টা সহজ নয়। কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে ফরেক্স সহজ হয়ে যাবে। কয়েমাস ট্রেড করলেই ত্রেড করা অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু প্রফিট করাটা খুবই কঠিন।
Printable View
পৃথিবীর সমস্ত কাজই কঠিন। কিন্তু কাজ আমাদের সহজ করে নিতে হয়। ফরেক্স যত সহজ ভাবি আসলে তত টা সহজ নয়। কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে ফরেক্স সহজ হয়ে যাবে। কয়েমাস ট্রেড করলেই ত্রেড করা অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু প্রফিট করাটা খুবই কঠিন।
আমারর জানামতে অনেকের কাছে ফরেক্স ট্রেডিং অনেক বেশি সহজ আবার অনেকেই কিছুদিন ফরেক্স ট্রেডিং করে হতাশ হয়ে ট্রেডিং ছেড়ে দেয় । এটা নির্ভর করবে ব্যক্তির নিজের ওপর । তবে ফরেক্স কে বেশি সহজ ভাবার কোন কারন নেই । ফরেক্স ট্রেডিং কে বেশি সহজ ভাবলে খুব তাড়াতাড়িই ব্যালেন্স জিরো হবার সম্ভাবনা থেকে যায় ।
ভাই এই ব্যবসাটা আসলেই অনেক সোজা । আপনি যদি এটাকে সহজভাবে নেন তাহলে এটা অনেক সোজা, আর যদি কঠিণভাবে দেখেন তাহলে অনেক কঠিন । কেননা এই ব্যবসার নীতি হচ্ছে আপনাকে আগে সবকিছু জেনে শুনে ও বুঝে সবকিছু আয়ত্ব করতে পরেলেই দেখবেন যে সবকিছু আসলেই সোজা । কিন্তু আমাদের ধৈর্য কুলায়না আমরা খুব সহজেই লোভে পড়ে যাই । সুতরাং সবকিছু নিয়ন্ত্রণ করে এবং ডিসিপ্লিন মেন্টেন করে চললে ফরেক্স ব্যবসাকে আসলেই অনেক সোজা মনে হবে ।
আসলে পৃথিবিতে কোন কিছুই এত সহজ বলে আমি মনে করি না কিন্তু না শিখে ট্রেড করলে তার কাছে ফরেক্স অত্যন্ত কঠিন। ফরেক্স ব্যবসা প্রত্যক ট্রেডার কে ধর্য্য শীল হতে শেখায়। কারন ফরেক্স এ অনেক ধর্য্য দরকার। একটি ট্রেড করার জন্য উপযুক্ত সময় এর অপেক্ষা করতে হয়।আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
অনেকের ধারনা ফরেক্স খুব কঠিন,ফরেক্সে কাজ করা যায় না।কিন্তু ফরেক্স সম্পর্কে যদি কেউ ভাল জ্ঞান অর্জন করতে পারে থাহলে তার কাছে ফরেক্স থেকে এত সহজ আর কোন বিজনেস হবে না বলে মনে করবেন । যারা ফরেক্স করা জানে এবং নিয়মিতো প্রফিট করেন তাদের কাছে নাকি ফরেক্স একটা বিরক্তির কারণ । তবে নতুন ট্রেডারদের কাছে অনেক মজার।তবে নতুনদের কাছে ফরেক্স অনেক জটিল
।এখানে আয় বরতে হলে আপনাতে অবস্যয় প্রথমে ফরেক্স মার্কেটকে আয়ত্য করতে হবে, প্রচুর পরিশ্রম ও পড়াশুনা করতে হবে।এত সবের পরেই ব্যাবসাটি হতে পারে খুবই লাভজনক।
ফরেক্স ব্যবসা এতটা সোজা নয়, আমরা যেভাবে বুঝি আসলে সেরকম নয়। একবার ভাবুন তো, ট্রিলিয়ন ডলারের মার্কেট প্রতিদিন লক্ষ লক্ষ ট্রেডার যেখানে ট্রেড করে অনেক বড় বড় ট্রেডার আছেন এত অভিজ্ঞতা থাকতেও লস করেন সেখানে এত সোজা বলাটা একটু কঠিন। তবে মানুষের দ্বারা অসম্ভব কিছু নাই, আমাদের চেষ্টা করতে হবে, জানতে হবে মার্কেটের সাইকোলজিটা কি। যদি মার্কেটের সাইকোলজি কেউ ধরতে পারেন তাহলে ধরে নেবেন আপনার জন্য ফরেক্স অত্যান্ত সোজা বিষয়। তবে তার জন্য সময় দিতে হবে প্রচুর।
হ্যা ফরেক্স আসলেই সোজা । কারন আমরা যোদি যেকোন কাজ বার বার করি তাহলে আমাদের আনেক সহজ মনেহবে । আর যোদি আমরা কোন কাজে আবহেলা করি তাহলে এই কাজ কখনোয় শিখতে পারবো না । আর আমাদের কাছে এই কাজ আনেক কঠিন মনেহবে ।
যে যত বেশি সময় দিতে পারবে ফরেক্স তার কাছে ফরেক্স সম্পর্কে ততবেশি স্পষ্ট ধারনা হবে আর তখনই সে বুঝতে পারবে ফরেক্স সোজা নাকি কঠিন।তবে এর জন্য প্রবল ইচ্ছাশক্তি,ধৈর্য্য ও মনোযোগ প্রয়োজন।
আমার জানামতে ফরেক্স এতটা সহজ নয় যে আপনি কোন রকম পরিশ্রম ছাড়াই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন। আপনি যদি এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে এই বাজারে অনেক পরিশ্রম করতে হবে আর তার পাশাপাশি আপনাকে অনেক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি এগুলো করতে না পারেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে সফলভাবে অর্থ উপার্জন করতে পারবেন না।
না ভাই ফরেক্স মার্কেট ওতটা সোজা নয়। তবে আপনি যদি দীর্ঘদিন এই ব্যবসার সাথে লেগে থাকেন তাহলে একদিক দেখবেন যে অনেকটা সোজা মনে হবে। তাই এর জন্য আপনাকে অনেক কঠোর পরিশ্রম ও সাধনা করতে হবে। মার্কেটের বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, প্রচুর সময় ব্যায় করে জ্ঞান বৃদ্ধি করতে হবে, এরপর আপনাকে এখানে অনেক পারদর্শী হতে হবে। এরপর একটু করে বুঝতে পারবেন যে এটা আপনার নিকট অনেকটাই সোজা হয়ে গিয়েছে।