আমার মতে ব্যবসা হিসেবে ফরেক্স অএক ভাল কারন্ন আপনি আপনার ফ্রী সময়ে এটা করতে পারবেন এবং এতি আপনার জন্য ভাল কেরিয়ার হতে পারে তাই আমি মনে করি যদি ভাল করে আই বিসয়ে গেয়ান থাকে আমরা ভাল আরন করতে পারব।
Printable View
আমার মতে ব্যবসা হিসেবে ফরেক্স অএক ভাল কারন্ন আপনি আপনার ফ্রী সময়ে এটা করতে পারবেন এবং এতি আপনার জন্য ভাল কেরিয়ার হতে পারে তাই আমি মনে করি যদি ভাল করে আই বিসয়ে গেয়ান থাকে আমরা ভাল আরন করতে পারব।
বিজনেসএ যে বৈশিষ্ট্য থাকা দরকার আমি মনে করি ফরেক্সে তা আছে। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকলে আপনি ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফরেক্স করতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি যে বিজনেস করতে চান সেই বিজনেস করতে অনেক টাকা লাগবে। কারণ টাকা আপনি কোন বিজনেস করতে পারবেন না। কিন্তু ফরেক্স করতে আপনার ইনভেস্ত না করলেও চলবে। ঘরে বসে আপনি ফরেক্স করতে পারবেন। সময় কম দিলেও চলবে।
ব্যবসা হিসেবে ফরেস্ক একে বারে খারাপ্না।ব্যবসার মত ফরেস্কে লাভ লস আছে।বাবসা ঘ্রে বসে করা যায় না। ব্যবসার মত ফরেস্কে ইনভেস্ট করা লাগে।
ফরেক্স অন্যস্ন্য সকল অনলাইনে ব্যবসার মধ্যে সবচেয়ে লাভোবান ব্যবসা যেখানে একজন এই ব্যবসাটাকে ভালোভাবে শিখে প্রচুর টাকা ইঙ্কাম করতে পারে।এই ব্যবসার পুর্বর্শত হচ্ছে এই ব্যবসাতাকে আগে ভালোভাবে জানুন।
অন্যান্য ব্যবসা থেকে ফরেক্স মার্কেটের ব্যবসা অনেক সহজ এবং সহজে সফল হওয়া যায়। ফরেক্স একটি আন্তজার্তিক ব্যবসা , এখানে মুদ্রা কেনা বেচা হয় ।ফরেক্স ব্যবসা করে একটি দেশের অর্থনৈতি চাকা ঘুরানো সম্ভব হয়।এ ব্যবসা করে অতি সহজে লাভবান হওয়া যায । তাই বলা যায় ফরেক্স একটি উত্তম ব্যবসা ।
ব্যাবস হিসেবে ফরেক্স খুব ভাল।তা না হলে ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হওয়া যাবে না এবং এই মার্কেটে টিকে আমি আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যমে যে কোন ধরনের মার্কেট এর বড় রকম এর মুভমেন্ট এর সময় আমাদের একাউন্ট সব সময় নিরাপদ থেকে যায় নির্দিষ্ট অবস্থানে মার্কেট গেলে তা অটো বন্ধ হয়ে যায় তাই এই টুলস এর ব্যাবহার সম্পর্কে আমাদের সকল ট্রেডার এর জানা উচিত ও এর ব্যাবহার করা উচিত ।
ব্যবসা করতে টাকা বিনিয়গ করা লাগে না এমন কনে ব্যবসা আছে কিনাআমার জানা নাই তার মধ্যে ফরেক্স আমার বেশি ভাল লাগছে ফরেক্সের মত কোন ব্যবসা আছে বলেআমার মনে হয় না কারন খুভ ভালএকটি ব্যবসা যেখানে খুভ তাড়াতাড়ি লাভ করা যায় সব মার্কেটে দাম বড়লে লাভ করতে হয়আর ফরেক্স মর্কেটে তা নয় এখানে দাম কমেও লাভ করা যায়।তাই ব্যবসা হিসাবে ফরেক্স সবচেয়ে ভাল।
আমার মনে হয় যেকোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করতে হয়। সেখানে লাভ লস হয় ।অন্যান্য ব্যবসার ক্ষেত্রে দাম বাড়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু ফরেক্স এ আপনার দাম কম বা বাড়লেও কোন ক্ষতি নেই।এখান থেকে আমরা দাম কম বা বাড়লেও লাভ করতে পারি।তাই ব্যবসা হিসেবে আমরা ফরেক্স কে বেছে নিতে পারি।
ব্যবসা হিসেবে ফরেক্স খুব লাভবান কাজ । ফরেক্সে কাজ করে অনেক লাভ করা যায়। এটি একটি সুদ মুক্ত হালাল পেশা।এই ব্যবসায় ভালো সময় দিয়ে জ্ঞান নিয়ে কাজ করলে সফল হওয়া যায়।
বাবসায় হিসেবে ফরেক্স খুব ভালো ব্যাবসায়। এখানে অল্প কিছু বিনিয়োগ করেই ব্যাবসায় আরম্ভ করা যায় তাই যে কেও কম পরিমাণ পুজি নিয়ে ব্যাবসায় করতে পারেন। আর ট্রেড করা খুব সহজ তাই ব্যাবসায় করার ক্ষেত্রে জটিলতাও কম। এ সব কারনে ফরেক্স একটি ভালো ব্যাবসায় হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মত আমাদের দেশেও জনপ্রিয়োতা পেতে শুরু করেছে।