-
ফরেক্সের জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজাতে পারেন। ফরেক্স ব্যবসা একটি সম্পূর্ণ স্বাধীন ব্যবসা। এখানে আপনি সবকিছুই নিজের মনের মতো করে সাজাতে পারবেন। যেভাবে করতে চাইবেন সেভাবেই হবে। যেমন-
১। টাইমফ্রেম নির্বাচন
২। ইন্ডিকেটর পছন্দ ও সেটআপ করা
৩। কারেন্সি পেয়ার নির্বাচন করা।
৪। ট্রেডিং টাইম নির্বাচন করা।
৫। লট সাইজ ঠিক করা।
৬। লাভ ও লসের সঠিক মাত্রা নির্ণয় করা।
এই কাজগুলো সুন্দরভাবে করতে পারলে আপনি ভাল ট্রেড করতে পারবেন। যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷তাই সঠিক ভাবে পরিকল্পনা করেই সামনের দিকে এগুতে হবে৷এরজন্য প্রচন্ড ধৈর্য্য থাকতে হবে৷
-
ফরেক্স মার্কেটে ও ভাল ট্রেডার যারা তাদের সফলতার মূলে রয়েছে একটি সুন্দর ট্রেডিং প্ল্যান। আপনি অনেক কিছুই জানেন এবং ভাল ট্রেড করেন কিন্তু আপনার যদি ট্রেড গুলি একটি সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক না হয় তাহলে আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেক বেগ পেতে হবে।ট্রেডিং সফল ত্রাদের অনেক রয়েছে কিন্তু সফল হওয়া তা অনেক সহজ নয়.সফল হবার জন্য অনেক প্ল্যানিং করতে হয়।যেমন অনেক ত্রাদের রা সফল হবার জন্য মার্কেট এনালাইসিস করে থাকে অনেকে আবার মানি ম্যানেজমেন্ট করে থাকে এইভাবে মার্কেট নিয়ে এক একজন এক এক বিশ্লেষণ করে প্লান তৈরী করে তা ট্রেডিং অ কাজে লাগায় যা তাদের সফল ত্রাদের অ পরিনত করে।ভালো পরিকল্পনা নির্ভর করে ভালো একজন ট্রেডারের সঠিক দৃষ্টিভঙ্গির উপর।
-
মার্কেট এখানে সামান্য ভুলের কারনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আবার লাভ ও হতে পারে তাই একটি ভালো ট্রেডিং প্লান অবশ্যই বদলে দিতে পারে যে কারো জীবন ।ভালো কিছু করতে চাইলে ভালো প্লানিং করতে হবে প্লানিং যত ভালো হবে কাজটাও ঠিক সে রকমই হবে। আপনাকে প্ল্যান করতে হবে আপনি কোনটি কেন ট্রেড করবেন। সব ধরনের এনালাইসিস এবং দক্ষতা কাজে লাগিয়ে পরিকল্পনা মাফিক এগুতে হবে। ফরেক্স ট্রেড প্ল্যান ছাড়া কিছু ই করা সম্ভব না।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমে ভালো ভাবে এনালাইসিস করে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করেই ট্রেডে এন্ট্রী করতে হবে৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷ মার্কেট ও তেমনি ভালো কিছু পেতে হলে আপনে ভালো ট্রেডিং এর প্রয়োজন আর এতে করে আপনে ফরেক্স এ মার্কেট থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন।
-
এখানে আপনি সবকিছুই নিজের মনের মতো করে সাজাতে পারবেন। যেভাবে করতে চাইবেন সেভাবেই হবে। যেমন-
১। টাইমফ্রেম নির্বাচন
২। ইন্ডিকেটর পছন্দ ও সেটআপ করা
৩। কারেন্সি পেয়ার নির্বাচন করা।
৪। ট্রেডিং টাইম নির্বাচন করা।
৫। লট সাইজ ঠিক করা।
৬। লাভ ও লসের সঠিক মাত্রা নির্ণয় করা।
এই কাজগুলো সুন্দরভাবে করতে পারলে আপনি ভাল ট্রেড করতে পারবেন। যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়।
-
মার্কেট অনেক বড় ধরনের মার্কেট এখানে সামান্য ভুলের কারনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আবার লাভ ও হতে পারে তাই একটি ভালো ট্রেডিং প্লান অবশ্যই বদলে দিতে পারে যে কারো জীবন ।ভালো কিছু করতে চাইলে ভালো প্লানিং করতে হবে প্লানিং যত ভালো হবে কাজটাও ঠিক সে রকমই হবে তাই ভালো কিছু করতে ভাল প্লানিং কতে হবে তা ছাড়া ভালো কিছু হবে না ।পরিকল্পনা মানেই ভাল কিছু অর্জন করা । একটা ভাল কাজের জন্য যদি ভাল পরিকল্পনা না থাকে তাহলে ভাল ফল আশা করা যায় না । আর এই ব্যবসাটা অনেক কঠিন, অনেক কিছু রয়েছে আমাদের এখানে শেখার, বোঝার ও জানার । সুতরাং ভাল ট্রেডিং পরিকল্পনা না থাকলে এখান থেকে সাফল্য পাওয়া অনেক কষ্টকর হবে, কেননা আসলেই একটা ভাল ট্রেডিং প্ল্যান বদলে দিতে পারে আমাদের সকলের জীবনযাত্রা ।
-
একটা ভাল ট্রেডিং প্ল্যান করতে পারাতেই অর্ধেক সফলতা চলে আসে । কেননা আমাদের জীবনের প্রত্যকটা জিনেসের মতই প্ল্যানিং যে কোন কাজের ক্ষে্ত্রে যথেষ্ট ভাল প্রভাব বিস্তার করতে পারে । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে সফল হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে মিতব্যায়ি হতে হবে । অর্থ্যাৎ নিজেকে নিয়ন্ত্রন করার ক্ষমতা অর্জন করতে হবে । তবে প্ল্যানিং হতে হবে যথেষ্ট ইফেক্টিভ ।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে একটি ভাল ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি খুব দ্রুত ফরেক্স মার্কেটে সফল হয়ে উঠতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করার মত জ্ঞান অর্জন করতে হবে। আরোও দেখতে হবে চার্টে ট্রেন্ড ঠিক আছে কিনা, কতটুকু রিক্স রিক্স লেভেল নিয়ে ট্রেড করার যাবেন সেটা সম্পূর্ণ ভাবে বুঝতে হবে। প্লান এর প্রথম দিক হল আপনাকে ফরেক্স নিয়ে ভাল করে পরাশুনা করতে হবে, আমি মনে করি এই বাংলা ফোরাম যথেষ্ট ভাল করে ট্রেডিং এবং ফরেক্স সম্পর্কে জানার জন্য। ফরেক্স নিয়ে জানার কোন বিকল্প নাই, জানার কোন শেষ ও নাই। ফরেক্স হল একটা মহা সমুদ্র, অনেক কিছু জেনে জাবার পর ও দেখবেন আপনি কিছু ই জানেন না। এটা বাপার না। প্রথম দিকে এই রকম মনে হবে।
-
যে কোন কাজের শুরুতে সে কাজের লক্ষ্য ঠিক রেখে একটা ইফেক্টিভ পরিকল্পনা করতে পারলে সত্যিকার অর্থেই আমাদের সে কাজে সফলতা অর্জন অনেক বেশি সহজ হয়ে যায় । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদের সেরকম একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা উচিত যার মাধ্যমে সে লক্ষ্যর উপর ফোকাস রেখে একটা ইফেক্টিভ পরিকল্পনার মাধ্যমে ভালো ট্রেডিং করতে পারব । তবে ভালো পরিকল্পনা নির্ভর করে ভালো একজন ট্রেডারের সঠিক দৃষ্টিভঙ্গির উপর ।