আমরা জানি রবিবার রাত ৩ টা থেকে শুক্র বার রাত ৩ টা পর্যন্ত ফরেক্স মার্কেট খোলা থাকে। ফরেক্স মার্কেটে ৪ টা সিজন আছে । এই সিজন গুলোর মধ্যে যখন Tokyo , London, New York এর মার্কেট ওপেন থাকে তখন মার্কেট ভাল মুভ করে । আপনি ফরেক্স ফেকটরি তে এই সিজন গুলো দেখতে পাবেন। বেলা ১২.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত এবং সন্ধা ৬.০০ থেকে রাত ১০.০০ টা পর্যন্ত মার্কেট ভাল মুভ করে।