টেক প্রফিট ও স্টপ লস এই দুটি অপশন ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবারই দুটো অপশন এর সঠিক ব্যবহার করা উচিত। তাহলে অন্তত পক্ষে লস হলেও বড় লস বা অনাকাঙ্খিত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
Printable View
টেক প্রফিট ও স্টপ লস এই দুটি অপশন ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবারই দুটো অপশন এর সঠিক ব্যবহার করা উচিত। তাহলে অন্তত পক্ষে লস হলেও বড় লস বা অনাকাঙ্খিত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল । আমাদের ট্রেডটি তে যেন অধিক লস না হয়ে যায় সেই জন্য আমরা নির্দিষ্ট প্রাইস স্টপ লস সেট করে থাকি এবং একটি নির্দিষ্ট প্রাইস এ টেক প্রফিট দেয় যেন সেই প্রাইস এ গেলে আমার ট্রেডটি লাভ টুকু নিয়ে বন্ধ হয়ে যায় ।
ফরেক্স মার্কেট যখন অনেকটা মুভমেন্ট করে এবং উঠানামা করে তখন আমাদের ব্যলেন্স কমে যায় এবং লস হয়। তাই এই স্টপ লস ও ট্টেড প্রফিট করে রাখলে অনেকটা সুবিধা হয়। ট্রেডিং একাউন্টে যখন একজন ট্রেডার লসে থাকে তখন সে কি পরিমান লস স্বীকার করবে তা সেট করাই হল স্টপ লস আর কতটুকু লাভ করবে একটি ট্রেডে সেটা সেট করাই হল টেক প্রফিট।
টেক প্রফেট এবং স্টপ লস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।ফরেক্স মার্কেট দিন-রাত 24 ঘণ্টাই খোলা থাকে কিন্তু আমাদের দিন-রাত 24 ঘণ্টাতেই ফরেক্স মার্কেটের উপর নজর রাখা সম্ভব নয় । যার কারণে আমাদের কোন ট্রেড সার্বক্ষণিক দেখাশোনা করা আমাদের পক্ষে সম্ভব নয় ।তাই আমরা যদি ট্রেড করে একটা নির্দিষ্ট লাভ এবং লস এর লিমিট দিয়ে থাকি তবে সেটা আমাদের জন্য অনেক ভালো এবং উপকার স্বরূপ ।কারণ এই টেক প্রফিট এবং স্টপ লস সেট করে দেওয়ার কারণে আমরা মার্কেটে না থাকার পরেও আমাদের ট্রেনটি নির্দিষ্ট এমাউন্টের ভেতরেই অটোমেটিক কেটে হয়ে যাবে ।
ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রতিটি ট্রেডে স্টপলস টেকপ্রফিট সেট করা। কারন মার্কেটে অনেক সময়ই হিউজ মুভমেন্ট যে কারন দেখা যায় মার্কেটে ভালো প্রফিটে আসলো অথছ আপনি সে সময় মার্কেটে ওয়াচিং করছেন না যে কারনে প্রাপ্ত প্রফিটটা পরে আসে আর নাও পেতে পারেন। আবার স্টপলস সেট না করে দিলে মার্কেট অনেক বেশি প্রতিকুল চলে গেলে তখন আপনার একাউন্ট এ অনেক বেশি লসের সম্মুখীন হয়ে যেতে পারেন।
মূলত টেক প্রফিট টা ব্যাবহার করা হয়ে থাকে যখন আপনি কোন রিস্ক না নিয়ে একটি পরিমান প্রফিট নিয়ে ট্রেড টি ক্লোজ করে দিতে চান তখন। আবার স্টপ লস ব্যাবহার করা হয় যখন আপনি চান না যে একটা পরিমান লসের পরে আরো বেশি পরিমান লস হয়ে যাক। মানে স্টপ লস বা টেক প্রফিট যেটাই হোক আপনি যখন কোন রিস্ক নিতে চান না তখন ই মাত্র আপনি স্টপ লস আর টেক প্রফিট ইউজ করে থাকেন। এটি আসলে আমাদের অনেক বেশি পরিমান ক্ষতি থেকে বাচায়
ফরেক্সের মত গতিশীল মার্কেটে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহারও করতে হবে। কেননা একবার মার্কেট ১০০ পিপস উঠলে আবার ৫০ পিপস নেমমে যেতে পারে।এভাবে ফরেক্স মার্কেটে উঠা আর নামার মাধ্যমেই ট্রেড করতে হয়। যে যত বেশী এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা এই ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রাখব তাহলেই আমরা উন্নতি করতে পারব ।
ফরেক্স মার্কেটে কোনো কারেন্সি পেয়ার এর একটি ট্রেড ওপেন করার পর কারেন্সি পেয়ার এর প্রাইস যেই পরিমাণ পিপস লাভ এ পর ট্রেড টি প্রফিট নিয়ে অটো ক্লোজ হবে তা নির্দিষ্ট করে সেট করে রাখা টাই হলো টেক প্রফিট।ট্টেড প্রফিট করলে আপনি কত টাকা লাভ করে তা ক্লোজ করবেন তা *সুবিধা করে এবং স্টপ লস হল আপনি কত টাকা লস বা স্টপ লস করে দিবেন তা নিদিষ্ট করে র্মাক করে ক্লোজ করে দিবেন তা বোঝায়।
ফরেক্স মার্কেট এ প্রফিট করার জন্য আমাদের সঠিক সময়ে ট্রেড এ ঢুকতে হবে। কারন সঠিক সময়ে ট্রেড এ না ঢুকলে কখনো প্রফিট বেশি করা যাবে না। সঠিক সময়ে যেমন ট্রেড এন্ট্রি করতে হবে তেমনি টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হবে।
ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে আমাদের লস ও মুনাফার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারি । স্টপ লস হচ্ছে আমরা কোনো ট্রেড নিয়ে কত টাকা ঝুঁকি নিবো বা লস করতে রাজি আছি তা ঠিক করে দেয়া । মার্কেট যখন সেই স্থানে যাবে ট্রেড স্বয়ংক্রিয় ভাবে ক্লোজ হয়ে যাবে আর আমাদের মূলধন বেঁচে যাবে । তেমনি টেক প্রফিটের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমান প্রফিটের পর আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে ।