-
বাংলাদেশ ফরেক্স ফোরামে প্রতিদিন পোস্টের ব্যাপারে কোন লিমিট আছে কিনা আমার জানা নেই তবে মাসে ২৫০ ডলারের বেশি করা যাবেনা এটাই আমার জানা ছিল। ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখতে হলে আমাদের কে ফোরাম পোস্ট করে বিভিন্ন বিষয়ে জানতে হবে। তবে এর জন্য তারা আমাদেরকে পোস্টিং বোনাস দিয়ে থাকে । আমার জানা মতে ফোরাম হতে একমাসে সর্বোচ্চ 250 ডলার পোস্টিং বোনাস নেওয়া যাবে আর সে হিসেব দৈনিক পোস্ট দিতে হবে ।
-
আমার মনে হয় আপনি প্রতিদিন ফোরামে পোষ্ট করতে পারেন তাতে কোন সমস্যা হবে না। কিন্তু ফোরামে আপনি যতই পোষ্ট করুন না কেন ফোরাম বোনাসের একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে মাসে আপনাকে ২৫০ ডলার পর্যন্ত বোনাস পেমেন্ট করবে ফোরাম কর্তৃপক্ষ এর বেশি পোষ্ট করলেও আপনাকে ফোরাম কর্তৃপক্ষ কোন বোনাস পেমেন্ট করবে না। এজন্য আপনি ঐ ২৫০ ডলারের উপর নির্ভর করেও প্রতিদিন ফোরামে পোষ্ট করতে পারেন। আমার মনে হয় আপনি দৈনিক ৫-১০ টি পোষ্ট করতে পারলে মাসিক বোনাসের পরিমাণ ২৫০ ডলার হবে।
-
ফরেক্স বাংলা ফোরাম মন্তব্য পোস্টিং বা থ্রেড পোস্ট এর জন্য বোনাস দেয়। প্রতি পোস্ট এর 0.20$ বোনাস দিয়ে থাকে যা দিয়ে রিয়েল ট্রেড করা যায় এবং প্রফিট উত্তোলন করা যায় । এই ফোরামে পোস্ট এর কিছু লিমিটেশন অবশ্যই আছে । প্রতিটি পোস্ট কম পক্ষে দুই লাইন এর হতে হবে ।
-
ফরেক্স ফোরামে আপনি যত খুশি তত পোস্ট করতে পারবেম তবে আপনি যতই পোস্ট করেন না কেন আপনি মাসের শেষে ২৫০ ডলারের বেশি পাবেন না। তাই আপনি যদি প্রতিদিন পোস্ট করতে পারেন । একজন ফোরাম মেম্বারের দিনে সব্বোচ্চ ৩০ টি পোস্ট করার যথেস্ট কারন দিনে ৩০ টি করে পোস্ট করলে মাসে প্রায় ৯০০ পোস্ট হয় যার মানে অনেক বোনাস পাওয়া সম্ভাব। তবে কম পোস্ট করলে ।
-
আমি একজন ফরেক্স ট্রেডার। আমি দিন রাত ২৪ ঘন্টায় ৪০ টি পোস্টিং দিতে পারি। কিন্তু পোষ্টিং দিই খুব কম। অন্তত: ৩৬ টি পোষ্টিং দেওয়া উচিৎ। কিন্তু তাও দিই না। আসলে এখানে পুরাপুরি আত্ম নিয়োগ করা উচিৎ।
-
ফোরমের প্রতিটি কাজে কিছু নিয়োমনিতি আছে অমার জানা মতে প্রতিদিন ৪০ থেকে ৪৫ টা পেষ্ট করা যাবে তবে সর্বোচ্চ ৪০ টা পর্যন্ত করেছি আমার মনে হয় সবোর্চ্চ ৪০টা করাই ভাল এমন ও হতে পারে বেমি পোষ্ট করার জন্য আপনার নস্ট হয়ে যেতে পারে ।অামার মতে ফরোমে পোষ্ট করার আগে এক্যাউন্ট টি হাই লেবেল ভেরিকেশন করে নেওয়া ভালো।
-
আসলে আমি ফোরামের রুলস এন্ড রেগুলেসনে এরকম কোন নির্দেশনা পাইনি যে দৈনিক কতটি পোস্ট করা যাবে। তবে সিনিয়র ট্রেডারদের কাছ থেকে শুনেছি দৈনিক ৫-১০ টা পোস্ট এর মধ্যে শীমাবদ্ধ থাকাই ভালো। এর বেশি করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস হান্টার হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। অনেকে মনে করেন যে মাসে যেহেতু ২৫০ ডলার পর্যন্ত বোনাস দিয়ে থাকে, সে হিসেবে ১২৫০ টা পোস্ট করা যেতে পারে। ব্যাপারটা ঠিক এমন না। আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হলো ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন। আপনার পোস্টের কোয়ালিটি ভালো হলে এবং তথ্যবহুল হলে অনেক বেশি বোনাস পেতে পারেন।
-
প্রতিদিন ৩০ থেকে ৪৫ টা পেষ্ট করা যাবে তবে সর্বোচ্চ ৪০ টা পর্যন্ত করেছি আমার মনে হয় সবোর্চ্চ ৪০টা করাই ভাল এমন ও হতে পারে বেমি পোষ্ট করার জন্য আপনার নস্ট হয়ে যেতে পারে । তবে এর জন্য তারা আমাদেরকে পোস্টিং বোনাস দিয়ে থাকে । আমার জানা মতে ফোরাম হতে একমাসে সর্বোচ্চ 250 ডলার পোস্টিং বোনাস নেওয়া যাবে আর সে হিসেব দৈনিক পোস্ট দিতে হবে । ফোরাম পোস্টিং বোনাস এর সাহায্য আমরা নিজেদেরকে অভিজ্ঞ ও দক্ষ করে গড়ে তুলতে পারি ।
-
আমি এখানে অনেকদিন কর্মরত রয়েছি কিন্তু আমার সঠিক জানা নেই যে একজন মেম্বার একদিনে সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে।আমার জানার আগ্রহ ছিল এবং আমি অনেকের কাছে তা জানতে চেয়েছিলাম কিন্তু কেউই সঠিক ভাবে আমাকে বলতে পারছে না যে একদিনে সর্বোচ্চ কতগুলি পোস্ট করা যায়। কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখলাম যে অনেক বেশি পোস্ট করা উচিত না, কারণ অনেক বেশি পোস্ট এর ফলে আমাদের লেখার মান দুর্বল হয়ে পড়ে। আমরা ঠিকভাবে সার্ভিস দিতে পারিনা। এছাড়াও আমরা চেষ্টা করি উল্টাপাল্টা লেখে পরিপূর্ণ করতে যেটি আমাদের জন্যই খারাপ এবং যারা আমাদের লেখাগুলি পড়ে তাদের জন্যও অসুবিধাজনক। হেমন্তের উচিত দিনে অল্প কয়েকটি পোস্ট বড় বড় করে করা এবং তা মানসম্মতভাবে করা।যদি আমরা একটি পোস্ট ভালোভাবে সম্পাদন করতে পারি শুনতে পাবে লিখতে পারি তাহলে তা বেশি পোস্ট এর থেকে বেশী কার্যকরী হবে। তাই আমাদের সেদিকে খেয়াল রেখে কাজ করা উচিত।
-
ফোরামে পোষ্ট করার কোনো লিমিটেশন নেই, তবে দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট না করাই ভালো। প্রতিদিন 20 থেকে 25 টি পোস্ট করার থেকে 5-10 টি পোস্টের জন্য সেই সময় ব্যয় করলে পোস্ট অনেক কোয়ালিটি সম্পন্ন হবে, যেটা আপনাকে বেশি বোনাস পেতে সহযোগিতা করবে। ফোরাম কর্তৃপক্ষ সাধারণত দু'ধরনের বোনাস দিয়ে থাকেন। ১। পোষ্টের জন্য বোনাস এবং ২। লাইক এর জন্য বোনাস। আপনার পোষ্ট গুলো যদি তথ্যবহুল, সত্য ও কোয়ালিটি সম্পন্ন হয় এবং সেটা পড়ে যদি অন্য পাঠক উপকৃত হয়ে লাইক দেয় সেটা আপনাকে বেশি বোনাস পেতে সহযোগিতা করবে। তাছাড়া আপনি যদি দৈনিক অনেক বেশি পোস্ট করেন তাহলে ফোরাম অথরিটি আপনাকে বোনাস হিসেবে মার্ক করতে পারে, যেটা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই আমাদের উচিত শিরোনামের সাথে সামঞ্জস্য রেখে যথাযথ, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল পোস্ট করা।