-
ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরো হওয়ার অনেক কারন থাকতে পারে। ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরো হওয়ার মূল কারন হচ্ছে লোভ করে আন্তাজেই ট্রেড করা। এছাড়া না বুঝে ট্রেড করা, বেশী লটে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলা, নিউজ না দেখে ট্রেড করা এমনকি একাধিক পেয়ারে ট্রেড করার কারনে একাউন্ট জিরো করে থাকেন। তাই নিজেকে নিয়ন্ত্রন করে সঠিক মাত্রায় ট্রেড করুন দেখবেন ফরেক্স এ লস আসবে না। ধন্যবাদ।
-
আমি মনে করি মানি ম্যানেজমেন্ট মেনে ঠিকমত ট্রেড ককরলে লস হওয়ার থেকে লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।অসময়ে ট্রেড, বড় বড় লটে ট্রেড, মানি ম্যানেজমেন্ট না করাই একাউন্ট জিরো হওয়ার প্রধান কারণ। এছাড়া অদক্ষতা, বিশ্ব অর্থনিতির খোজ খবর না রাখাও একাউন্ট জিরো হওয়ার কারণ। যেমন ইউরোপ থেকে ইংল্যান্ডের বের হয়ে যাওয়া দিয়ে ভোটের দিন ফরেক্স মার্কেটে প্রভাব পরবে এটা স্বাভাবিক। তবে এদিন যারা মানি ম্যানেজমেন্ট করেননি তাদের অনেকেরই একাউন্ট জিরো হয়েছে। তাই বিশ্ব অর্থনিতির খোজ খবর রাখাটাও ফরেক্স ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ।তাই সব সময় লাভের দিকে নজর না দিয়ে কি রকম লস হতে পারে সে বিষয়টি ভেবে ট্রেড নেয়া উচিত যেমন ইউরোপ থেকে ইংল্যান্ডের বের হয়ে যাওয়া দিয়ে ভোটের দিন ফরেক্স মার্কেটে প্রভাব পরবে এটা স্বাভাবিক। তবে এদিন যারা মানি ম্যানেজমেন্ট করেননি তাদের অনেকেরই একাউন্ট জিরো হয়েছে। তাই বিশ্ব অর্থনিতির খোজ খবর রাখাটাও ফরেক্স ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হওয়ার অনেক কারন থাকতে পারে। ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ একাউন্ট জিরো হয় না বুঝে ট্রেড করা ও মানি ম্যানেজমেন্ট মেনে চাল। এছাড়া বেশী লটে ট্রেড করা, এখাধিক পেয়ারে ট্রেড করা, নিউজ না দেখা আন্দাজেউ ট্রেড ইত্যাদি করার কারনে ফরেক্সে এ লস করে থাকে। তাই আমি বলব আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন তারপর ফরেক্স মার্কেট থেকে আয় করুন।
-
একজন ট্রেডার যখন বেশি লাভের আসায় ট্রেন্ড এর বাহিরে ট্রেড অন করে রাখে, তাই অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা বেশি। আবার ইকুটি এর যেয়ে বেশি লেভারেজ নিয়ে ট্রেড অন করা
বেশি রিস্ক হয়। ট্রেড অন করার আগে মার্কেট ভাল ভাবে এনাল্যসিস করলে লসস থেকে বাচা যায়। সব সময় স্টপ লস ইউস করলে অ্যাকাউন্ট জিরো থেকে বাচা যায়।
-
একাউন্ট জিরো করতে হলেও অনেক যোগ্যতা লাগে। সবার দ্বারা এটি সম্ভব নয়। যারা ট্রেড জগতে এসেই অনেক অনেক ইনকাম করার জন্য বড় বড় লটে ট্রেড করে লস করার পরও লোভের বশবর্তী হয়ে আবারও বড় লটে ট্রেড করে শুধুমাত্র কেবলমাত্র তাদের পক্ষে এই কাজটা বেশি বেশি করা সম্ভব। তবুও একটি কথা না বললে হয় না। নিজের পকেটের টাকা খরচ করে যারা ট্রেড করে তারা কখনও বার বার একাউন্ট শুন্য করার জন্য ট্রেড করে না। যারা কিনা বিভিন্ন বোনাস নিয়ে ট্রেড করে শুধুমাত্র তারাই এমন কাজটি বার বার করে থাকে কারন লস হলে তো আর নিজের টাকা হচ্ছে না।লোভের তাড়নায় পড়ে আপনি যদি ফরেক্স করেন তাহলে আপনার একাউন্ট জিরো হতে সময় লাগবে না।হয় একদিন আগে না হয় একদিন পড়ে।কারণ লোভের ফল বেশিদিন স্থায়ী থাকে না।আপনি যদি ফরেক্সে অভিজ্ঞ না হোন তাহলে আপনি যদি বিশাল অংকের টাকা নিয়েও ফরেক্সে নামেন তবুও আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না। কারণ ফরেক্স করতে হলে দক্ষতা অর্জন আগে করা দরকার।লোকের কথায় কান দিয়ে না বুঝে ফরেক্স করতে যাবেন না।বড় বড় লটে ট্রেড করার আগে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে।লোভ করলেন তো মরলেন কথাটা যথাযথ সত্যি।প্রথমত অনেকে ফরেক্সে ট্রেড করতে আসেন ডেমো ট্রেডিং ছাড়া। যার কারণে অজ্ঞতার কারণে ভূল ট্রেডিং করতে গিয়ে অনেক সময় একাউন্ট ব্যালেন্স শূন্য করে ফেলে। ফরেক্সে ট্রেড করার জন্য কিছু রুলস আছে। যখন কেউ এই রুলসগুলি ব্রেক করে ট্রেড করবে, তাদেরই একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি বেশি থাকে। যেমন মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, টেক প্রফিটের পাশাপাশি স্টপ লসের ব্যাবহার না করা এগুলি একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার প্রধান কারণ। এছাড়া কিছু কিছু ট্রেডার আছেন যাদের লোভের মাত্রাটা একটু বেশি। তারা বেশি প্রফিটের আশায় বেশি লট নিয়ে ট্রেড করে থাকেন। যার কারণে মার্কেট অতিরিক্ত লসে গেলে তাদের একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।